Bhaiphota 2024 Wishes: যমের দুয়ারে পড়ল কাঁটা! ভাইফোঁটায় আদরের ভাইকে শুভেচ্ছা জানিয়ে পাঠান এই মেসেজ

Happy Bhai Phota 2024: ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে, তাদের মঙ্গল কামনা করেন। এই ভ্রাতৃদ্বিতীয়ার শুভ দিনে সকলকে শুভেচ্ছা পাঠান। জানুন কী মেসেজ পাঠাতে পারেন আপনি।

Advertisement
যমের দুয়ারে পড়ল কাঁটা! ভাইফোঁটায় আদরের ভাইকে শুভেচ্ছা জানিয়ে পাঠান এই মেসেজ ভাইফোঁটার শুভেচ্ছা

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন।

ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে, তাদের মঙ্গল কামনা করেন। এই ভ্রাতৃদ্বিতীয়ার শুভ দিনে সকলকে শুভেচ্ছা পাঠান। জানুন কী মেসেজ পাঠাতে পারেন আপনি।

 

happy bhaiphota wishes 2024 bengali

ভ্রাতৃদ্বিতীয়া ২০২৪ -র শুভেচ্ছাবার্তা (Bhaiphota 2024 Wishes) 

* এই ভ্রাতৃদ্বিতীয়া আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালোবাসার বন্ধন। শুভ ভাইফোঁটা সকলকে! 

* এই শুভ তিথিতে তোর কপালে দেব চন্দন -কাজলের ফোঁটা। শুভ ভ্রাতৃদ্বিতীয়া! 

* ভ্রাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা জানাই আপনার ও আপনার পরিবারকে। 

* জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বোন হোক সফল। এটাই প্রার্থনা ভগবানের কাছে। শুভ ভ্রাতৃদ্বিতীয়া ২০২৪!  

 

happy bhaiphota wishes 2024

* ভাইফোঁটা মানেই ভাই-বোনের ভালোবাসার অঙ্গীকার। ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা সকলকে। 

* ভ্রাতৃদ্বিতীয়ার এই পবিত্র দিনে, সুখে থাকুক সবাই। শুভ ভ্রাতৃদ্বিতীয়া! 

* আমার মিষ্টি বোনকে জানাই ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা... 

* শুভ ভ্রাতৃদ্বিতীয়া ২০২৪! মিলেমিশে থাকুক পৃথিবীর সকল ভাই -বোন।  

 

happy bhaiphota wishes 2024

* যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ ভাইফোঁটা সকলকে! 

* বন্ধন হোক মানবিকতার, অটুট থাকুক ঐক্য। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া! 

* ভ্রাতৃদ্বিতীয়া নয়, শুধু উপহারের বিনিময়, ভ্রাতৃদ্বিতীয়া একসূত্রে বাঁধে ভালোবাসার হৃদয়। 

* ভাই- বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, অপূর্ব ও অমর... এই কামনা করে সকলকে জানাই শুভ ভ্রাতৃদ্বিতীয়া!   

* এই বন্ধন হয়ে থাক সদা চিরন্তন! ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা সকলকে... 

 

happy bhaiphota wishes 2024

ভাইফোঁটা ২০২৪ দিনক্ষণ (Bhaiphota 2024 Date- Time)

* ভ্রাতৃ দ্বিতীয়া - ৩ নভেম্বর (১৭ কার্তিক), রবিবার। 

* প্রতিপদ শুরু - ১ নভেম্বর (১৫ কার্তিক) সন্ধ্যা ৫/৮/৮ মিনিট থেকে। 

Advertisement

* প্রতিপদ শেষ -  ২  নভেম্বর (১৬ কার্তিক) রা ৬/৫৩/২৩ পর্যন্ত।   

* দ্বিতীয় শুরু - ২ নভেম্বর (১৬ কার্তিক) রা ৬/৫৩/ ২৪ মিনিট থেকে। 

* দ্বিতীয়া শেষ - ৩ নভেম্বর (১৭ কার্তিক) রা ৮/১৫/১২ পর্যন্ত। 
 

POST A COMMENT
Advertisement