
কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতেই হয় ধনতেরাস (Dhanteras)। দীপাবলির ঠিক দু'দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের।
গোটা দেশের হিন্দুরা এই উৎসবকে অত্যন্ত শুভ বলে মনে করে। ধনতেরাসে লক্ষ্মী- গণেশ পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা -রুপো বা ধাতু কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি ঘটে। গয়না, বাসনপত্রের দোকানে ক্রেতারা ভিড় জমান। শুধু দোকান নয়, অনেকে বাড়িতেও পুজো করেন। এই উৎসবটি দেবতাদের প্রধান চিকিৎসক ভগবান ধন্বন্তরীর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়।
ধনতেরাসের দিন সোনা, রুপোর গয়না ও ধাতব পাত্র কেনার প্রথা রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, এর ফলে ঘরে সুখ-সমৃদ্ধি থাকে, সমৃদ্ধি আসে এবং লক্ষ্মী দেবী (Devi Lakshmi) প্রসন্ন হন। জেনে নিন এই শুভ দিনে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম বা যে কোনও সামাজিক মাধ্যমের সাহায্যে সকলকে কী শুভেচ্ছাবার্তা (Dhanteras Wishes)।
আরও পড়ুন: শুক্রর প্রিয় এই ২ রাশির খুব লাকি! জীবনভর গাড়ি, বাড়ি, প্রেম ভরপুর থাকে
ধনতেরাস ২০২৫-র শুভেচ্ছা বার্তা (Dhanteras 2025 Messages)
* এই ধনতেরাসে আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ ধনতেরাস ২০২৫!
* ধনতেরাসের আশীর্বাদ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। সকলের জীবন ভরে উঠুক সমৃদ্ধিতে। শুভ ধনতেরাস।
* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। ধনতেরাসের শুভেচ্ছা।
* দেবী লক্ষ্মীর যেন সর্বদা আশীর্বাদ বর্ষণ করেন মাথার উপর। শুভ ধনতেরাস।
* ধনতেরাসের এই শুভ উপলক্ষ্যে, আমাদের বাড়ি আনন্দে ভরে উঠুক এবং আমাদের জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক।
* সমৃদ্ধি আসুক ধনতেরাসে, লক্ষ্মী আসুক সবার ঘরে! শুভ ধনতেরাস ২০২৫...
* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মী ও কুবেরের কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা।
* সকলকে জানাই ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা।
আরও পড়ুন: দীপাবলিতে ৫ রাশির জ্যাকপট! সব কিছু শুভ হবে, আপনি লাকি?
* এই শুভ দিনটি আপনার জন্য সমস্ত সম্পদ, সুখ এবং আপনার সমস্ত স্বপ্নের পূর্ণতা নিয়ে আসুক।
* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ ধনতেরাস!
* ধনলক্ষ্মীর কৃপায় ঘুচে যাক দুঃখ- অশান্তি, আসুক সুখ সমৃদ্ধি! শুভ ধনতেরাস!
* আপনাকে ভালবাসা এবং সমৃদ্ধিতে ভরা একটি আনন্দময় ধনতেরাসের শুভেচ্ছা জানাই।
* এই ধনতেরাসে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। শুভ ধনতেরাস!
আরও পড়ুন: বন্ধ থাকলে কীভাবে পুজো দেবেন? নৈহাটির বড়মার মন্দির নিয়ে বড় আপডেট!
* আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, ধনতেরাসের পুণ্য লগ্নে এই কামনাই করি। ধনতেরাসের শুভেচ্ছা!
* ধনতেরাস উপলক্ষে লক্ষ্মী-গণেশ আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।
* ধনতেরাসের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে।
* মা লক্ষ্মীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ ধনতেরাস ২০২৫!
* এবারের ধনতেরাসে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।
আরও পড়ুন: বাড়িতে এসব অশুভ গাছ লাগাবেন না, দুর্ভাগ্য জীবনে ঘিরে ধরবে
ধনতেরাস ২০২৫ দিনক্ষণ- শুভ মুহুর্ত (Dhanteras 2025 Date & Time)
এবছর ধনতেরাস উৎসব পালিত হবে ১৮ অক্টোবর। এদিন দুপুর ১.২০ থেকে ১৯ অক্টোবর দুপুর ১.৫২ মিনিট পর্যন্ত থাকবে ত্রয়োদশী তিথি।
* প্রদোষ কাল- ১৮অক্টোবর, বিকেল ৫:৪৮ থেকে রাত ৮:১৯ পর্যন্ত।
* বৃষভ কাল- ১৮ অক্টোবর, সন্ধ্যে ৭:১৫ থেকে রাত ৯:১১ পর্যন্ত।
* ধনতেরাসে পুজোর শুভ মুহুর্ত- ১৮ অক্টোবর, সন্ধ্যা ৭:১৫ থেকে রাত ৮:১৯ পর্যন্ত।
* ধনতেরাসের কেনাকাটার শুভ সময়- ১৮ অক্টোবর, সন্ধ্যা ৭.১৬ মিনিট থেকে রাত ৮.২০ মিনিট পর্যন্ত