scorecardresearch
 

Happy Diwali 2022 Wishes: আলোর উৎসবের শুভেচ্ছা! দীপাবলিতে এই মেসেজ পাঠান প্রিয়জনকে

Diwali 2022 Wishes: এই বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি পড়েছে  ২৪ অক্টোবর। এই উৎসব সুখ ও সমৃদ্ধির প্রতীক। শহরের অলিগলি সেজে ওঠে আলোর মালায়। রকমারি আলো, প্রদীপ, মোমের আলোর রোশনাইতে চারিদিকের অন্ধকার ঘুচে যায়। 

Advertisement
দীপাবলির শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা

দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। প্রায় গোটা দেশে পালিত হয় এই দীপাবলি (Deepawali) বা দিওয়ালি (Diwali)। কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় কালী পুজো। এই বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি পড়েছে  ২৪ অক্টোবর। এই উৎসব সুখ ও সমৃদ্ধির প্রতীক। শহরের অলিগলি সেজে ওঠে আলোর মালায়। রকমারি আলো, প্রদীপ, মোমের আলোর রোশনাইতে চারিদিকের অন্ধকার ঘুচে যায়। 

দীপাবলিতে কেনাকাটা, খাওয়া-দাওয়া, আড্ডা এবং সর্বপরি পুজোর আনন্দ উৎসবে গা ভাসান আট থেকে আশি। এই দীপাবলিতে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সকলকে ভার্চুয়াল শুভেচ্ছাবার্তা  (Diwali Wishes) পাঠাতে পারেন আপনি। দেখুন মেসেজ...  

 

Happy Diwali 2022 Wishes in bengali Happy dipawali

দীপাবলি ২০২২-র মেসেজ (Deepawali 2022 Message) 

* প্রার্থনা করি এই দীপাবলিতে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে! 

* দীপাবলি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা

* সকল দুঃখ, কষ্ট, গ্লানি মুছে যাক এই আলোর উৎসবে! 

 

Happy Diwali 2022 Wishes in bengali Happy dipawali

* সকলকে সুন্দর ও বর্ণময় দীপাবলির শুভেচ্ছা। শুভ হোক সব... 

* এবারের কালী পুজোতে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।  

* আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করবেন মা কালী। শুভ শ্যামা পুজো! 

* শুভ শ্যামা পুজো ২০২২! আপনার ও আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা।  

 

Happy Diwali 2022 Wishes in bengali Happy dipawali

* এই আলোর উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ দীপাবলি!

Advertisement

* অশুভ শক্তির বিনাশ হোক এই দীপাবলিতে! শুভ হোক সব...  

* মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়া! দীপাবলির শুভেচ্ছা সকলকে...  

* সকল কাজে আপনি যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয়। সকলকে ভাল রাখো মা। 

Happy Diwali 2022 Wishes in bengali Happy dipawali

 
* মা কালী আপনার জীবনে ভালোবাসা ও আশীর্বাদ প্রদান করুক। জয় মা কালী! 

* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা কালী সর্বদা আপনাদের উপরে থাকুক। দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।

* দীপাবলি উপলক্ষে দেবী কালিকা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। শুভেচ্ছা সকলকে! 

* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ দীপাবলি!

* চলো সব দুঃখ কষ্ট ভুলে দীপাবলির আনন্দে মেতে উঠি সকলে মিলে! 

* এই কালী পুজোতে আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দীপাবলির শুভেচ্ছা সকলকে!


 

Advertisement