Happy Durga Maha Ashtami 2025 Wishes: শুভ মহাষ্টমী! দুর্গাপুজোর শুভ দিনে সকলকে পাঠান এই মেসেজ

Durga Maha Ashtami 2025: এই মহাষ্টমীতে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি। 

Advertisement
শুভ মহাষ্টমী! দুর্গাপুজোর শুভ দিনে সকলকে পাঠান এই মেসেজ মহাষ্টমীর শুভেচ্ছা

দুর্গাপুজোর উৎসব আবহে গা ভাসিয়েছে বাঙালি। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজো পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত।

পৌরাণিক কাহিনি অনুসারে, বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধানা করেন। 

মহাঅষ্টমীতে ৯ বছরের কম বয়সী মেয়েরা, এদিন দেবী দুর্গা রূপে পূজিত হন। এই আচারটি কুমারী পুজো নামে পরিচিত। এরপরে, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় সন্ধিপুজো। জেনে নিন এই মহাষ্টমীতে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Durga Puja Wishes) দিতে পারেন আপনি। 

 

Maha Ashtami 2025 Wishes

মহাষ্টমীর শুভেচ্ছা বার্তা (Durga Ashtami Message) 

* প্রার্থনা করি এই শারদীয়ায় আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। মহাঅষ্টমীর শুভেচ্ছা! 

* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ মহাষ্টমী!

আরও পড়ুন: মহাষ্টমীতেই মহিষাসুরকে বধ করেছিলেন দুর্গা! সন্ধিপুজোয় ১০৮ পদ্ম, প্রদীপ আবশ্যক কেন?

* মা দুর্গার আগমনে আপনার ঘর হোক আলোয় ভরা, মন হোক প্রশান্তিতে ভরা আর জীবন হোক আনন্দে পূর্ণ।

* সকলকে সুন্দর ও বর্ণময় শারদীয়ার শুভেচ্ছা। শুভ মহাঅষ্টমী!

* এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ মহাঅষ্টমী ২০২৫! 

 

Maha Ashtami 2025 Wishes

* সকলকে জানাই মহাষ্টমীর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। 

* এই মহাষ্টমীর শুভ মুহূর্তে সকলকে জানাই আন্তরিক শুভ কামনা। শুভ মহাঅষ্টমী! 

আরও পড়ুন:  অক্টোবরে কালী পুজো, কবে পড়েছে? শুভ তিথি, পুজোর মন্ত্র জেনে নিন  

* সকল কাজে আপনি যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয়। সকলকে ভাল রাখো মা। শুভ মহাঅষ্টমী! 

Advertisement

*  শুভ মহাষ্টমী ২০২৫! আপনার ও আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা। 
 
* এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ মহাঅষ্টমী! 

 

Maha Ashtami 2025 Wishes

*  প্রার্থনা করি এই অষ্টমীতে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে! 

* মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন হোক আলোয় ভরা, দূর হোক সকল দুঃখ-দুর্দশা, আর আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহাঅষ্টমীর শুভেচ্ছা।  

* মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। আপনার এবং আপনার পরিবারের উপর দেবী দুর্গার আশীর্বাদ বর্ষিত হোক। সুখী থাকুন, সুস্থ থাকুন।

আরও পড়ুন: অক্টোবরে কালী পুজো, কবে পড়েছে? শুভ তিথি, পুজোর মন্ত্র জেনে নিন  

* দেবী দুর্গা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। অষ্টমীর শুভেচ্ছা সকলকে। 

* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা দুর্গা সর্বদা আপনাদের উপরে থাকুক। মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। 

* আপনাকে ও আপনার পরিবারকে মহাষ্টমীর শুভেচ্ছা। শুভ হোক সব। 

 

Maha Ashtami 2025 Wishes

মহাষ্টমী ২০২২-র নির্ঘণ্ট

* অষ্টমী তিথি শুরু- ১২ আশ্বিন, ইং ২৯ সেপ্টেম্বর (সোমবার)

* সময় - বেলা ১২।২৭।

* অষ্টমী তিথি শেষ- ১৩ আশ্বিন, ইং ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)

* সময়– বেলা ১।৪৫ পর্যন্ত।

আরও পড়ুন:  পুজোর পরেই নক্ষত্র পাল্টাবে শনি, ৩ রাশির জাতকদের জীবনে জ্যাকপট

দেবীর পুষ্পাঞ্জলি

* সকাল ৯.৩০ মিনিট নাগাদ   

 সন্ধিপুজো 

* বেলা ১।২১ থেকে দুপুর ২।৯-র মধ্যে হবে সন্ধিপুজো। 

বলিদান 

এদিন বেলা ১।৪৫-এ বলিদান। 

 

POST A COMMENT
Advertisement