Eid-al-Adha 2023 Wishes: ইদ- অল- আদাহ- বকরি ইদে সকলকে পাঠান এই মেসেজ

Eid al Adha - Bakrid: বকরি ইদ মূলত ত্যাগের প্রতীক। এবছর ভারতে ইদ-অল-আদাহ পালিত হবে ২৯ জুন, বৃহস্পতিবার। সোস্যাল মিডিয়ার মাধ্যমে, আত্মীয়- পরিজনদের বকরি ইদে পাঠান বিশেষ মেসেজ।  

Advertisement
ইদ- অল- আদাহ- বকরি ইদে সকলকে পাঠান এই মেসেজ  ইদ- অল- আদাহ -এর শুভেচ্ছা

ইসলাম ধর্মাবলম্বীদের (Islam) নানা উৎসবের মধ্যে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল ইদ-অল-আদাহ (Eid al Adha)। এই ইদকে কোরবানির (Qurbani Eid) বা বকরি ইদ (Bakri Eid) নামেও পরিচিত। এই উৎসব মূলত ত্যাগের প্রতীক। এবছর ভারতে ইদ-অল-আদাহ পালিত হবে ২৯ জুন, বৃহস্পতিবার। সোস্যাল মিডিয়ার মাধ্যমে, আত্মীয়- পরিজনদের বকরি ইদে পাঠান বিশেষ মেসেজ (Eid al Adha Messages)।  

ইদ-অল-আদাহ ২০২৩ -এর মেসেজ (Eid al Adha 2023 Messages) 

* সকাল -সন্ধ্যে আপনার ঈশ্বরকে স্মরণ করুন। নীচের অন্তরে গভীর নম্রতা এবং ভীতি সহকারে এবং নিম্ন কণ্ঠে; যারা অসতর্ক তাঁদের অন্তর্ভুক্ত হবেন না। - পবিত্র কোরান 

* আশা করি আপনি এবং আপনার পরিবার আল্লাহর ভালোবাসা এবং যত্নে থাকবেন। সকলকে ইদ-অল আদাহ-র শুভেচ্ছা জানাই!

 

Happy Eid ul Adha 2023 wishes bengali Bakra Eid

 

* আল্লাহর আশীর্বাদে আপনার জীবন সুখ-স্বাছন্দে ভরে উঠুক। ইদ মোবারক!

* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। বকরি ইদ মোবারক!

* এই ঈদ-উল-ফিতর-এ আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দিক। কোরবানি ইদের শুভেচ্ছা সকলকে। 

* আগামী দিনগুলি আপনার ও আপনার পরিবারের জন্য শুভ হোক। ইদ মোবারক!

 

Happy Eid ul Adha 2023 wishes bengali Bakra Eid

 

* আল্লাহর পবিত্র আশীর্বাদ আমাদের পরিবারে ও অন্তর ভরে থাকুক। ইদ-অল আদাহ-র শুভেচ্ছা সকলকে!

*  সকলকে ইদ-অল আদাহ-র শুভেচ্ছা জানাই। 

* আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য সাফল্য এবং সুখ দান করুক। আল্লাহ সর্বদা আপনার সঙ্গে থাকুক, এই কামনা করি। 

আরবিক শব্দ 'আদাহ'-র অর্থ উৎসর্গ বা ত্যাগ করা। এই বিশেষ দিন আল্লাহর নামে ত্যাগ করার রীতি রয়েছে। ইসলাম ধর্মাবলম্বীরা ঈদ-অল আদাহ-র দিন আল্লাহর উদ্দেশ্যে ছাগল,গরু, উট কিংবা কোনও পশু কোরবানি দেন। এরপর সেই মাংস রান্না করে বেশ কয়েকদিন ধরে খাওয়া -দাওয়ার রীতি প্রচলিত।

 

Happy Eid ul Adha 2023 wishes bengali Bakra Eid

কোরবানি দেওয়া ছাড়াও এদিন সকাল থেকেই মসজিদ কিংবা বাড়িতে নামাজ পড়ে দোয়া করেন বেশিরভাগ মানুষ। অন্যান্য ইদের মতো ইদ-অল-আদাহ-তেও সিমুই, পরোটা, লাচ্ছা, মাংস ইত্যাদি রকমারি খাবার একে অপরের বাড়িতে পাঠানোর রীতি রয়েছে। আবার বাড়িতে অতিথিদের আমন্ত্রণ জানান বহু মানুষ।    
 

Advertisement

POST A COMMENT
Advertisement