Happy Father's Day 2025: হ্যাপি ফাদার্স ডে! বাবাকে মনের কথা জানিয়ে পাঠান এই মেসেজ

Father's Day 2025 Wishes: প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'পিতৃ দিবস' বা 'ফাদার্স ডে'। পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে এই দিন উদযাপন হলেও, জুন মাসের তৃতীয় রবিবার ভারতে পালিত হয়  ফাদার্স ডে।

Advertisement
হ্যাপি ফাদার্স ডে! বাবাকে মনের কথা জানিয়ে পাঠান এই মেসেজ

ভিন্ন ভাষা ও সমাজে ডাকা হয় আলাদা নামে। কিন্তু প্রায় সব বাবারাই তাদের সন্তানের কাছে বটবৃক্ষসম। হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান তারা। কয়েকটি শব্দে বাবাদের সংজ্ঞা দেওয়া মুশকিল। বলা চলে নিখাদ ভালবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা বাবা। 

প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'পিতৃ দিবস' বা 'ফাদার্স ডে' (Father's Day)। পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে এই দিন উদযাপন হলেও, জুন মাসের তৃতীয় রবিবার ভারতে পালিত হয়  ফাদার্স ডে। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ১৫ জুন। এই ফাদার্স ডে-তে বাবা কিংবা পিতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন এই মেসেজ (Father's Day 2025 Wishes) পাঠিয়ে।   

 

Happy Father's Day 2025

 ফাদার্স ডে ২০২৫-র মেসেজ (Father's Day 2025 Message)

* তুমিই আমার সুপার হিরো! হ্যাপি ফাদার্স ডে, বাবা...

* আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাকে সমর্থন করার জন্য, গাইড করার জন্য, প্রয়োজনের সময় আমাকে ভালোবাসার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা বাবা।

*  বাবার কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল!  

* বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালবাসা। 

* তোমার মতো বাবা পেয়ে আমরা নিজেকে ভাগ্যবান মনে করি। হ্যাপি ফাদার্স ডে।

 

Happy Father's Day 2025

* এভাবেই পাশে থেকো বাবা! অনেক ভালোবাসি তোমায়... হ্যাপি ফাদার্স ডে!

* তোমার হাত ধরেই পৃথিবী চিনতে শিখেছি...হ্যাপি ফাদার্স ডে!

* তুমি আমার সাহস, আমার পরিচয়, হ্যাপি ফাদার্স ডে। 

* তুমি স্তম্ভ, তুমি বিশ্বাস, তুমি আমার অস্তিত্ব, শুভ পিতৃ দিবস বাবা।

 

Happy Father's Day 2025

* তুমিই আমাকে শিখিয়েছ জীবনে শক্ত থেকে কীভাবে লড়াই করে যেতে হয়...আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হ্যাপি ফাদার্স ডে!

* আমি ভাগ্যবান যে তোমার মতো একজন বাবা পেয়েছি। অনেক ধন্যবাদ বাবা.. হ্যাপি ফাদার্স ডে!

Advertisement

* আমি আমার বাবার ভালোবাসার চেয়ে বড় কোনও ভালোবাসা খুঁজে পাইনি, হ্যাপি ফাদার্স ডে।

* তোমরা অসীম ভালোবাসা ও ধৈর্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার পথ নির্দেশ ও বুদ্ধিমত্তার জোরে আমরা আমাদের জীবন গড়ে তুলতে পেরেছি।

 

fathers day

* তোমার জন্যে রইলো অনেক খুশী, প্রতিদিনের জন্যে! হ্যাপি ফাদার্স ডে। 

* বাবার মর্যাদা ঈশ্বরের মতো, শুভ পিতৃ দিবস।

* পৃথিবীর ভিড়ে যিনি আমার সবচেয়ে কাছের, আমার বাবা, আমার ঈশ্বর।

 

Happy Father's Day 2025

* তুমি ছাড়া আমি জীবনের পথ হারিয়ে ফেলব। আমাকে এই পৃথিবী দেখানোর জন্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি ফাদার্স ডে।

* যে আমাকে একজন ভাল মানুষ হিসাবে গড়ে তুলেছে, তাঁকে ফাদার্স ডে-র অনেক শুভেচ্ছা। 

* বাবার সান্নিধ্যে জীবন সুখী মনে হয়, বেঁচে থাকার আবেগ পাই।

* দুনিয়ার সব কিছু বদলে গেলেও, বাবার ভালোবাসা কখনও বদলায় না। পিতৃ দিবসের শুভেচ্ছা। 

* তোমার সমর্থন, ভালোবাসা এবং আদর আমাদের অনুপ্রেরণা দেয়। তুমি অনেক ভালো থেকো বাবা।

 

Happy Father's Day 2025

অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক ফাদার্স ডে। তবে বর্তমান সময় দাঁড়িয়ে, বাবাদের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন যদি তাঁরা একটু 'স্পেশাল ফিল' করেন, তাহলে ক্ষতি কী?

 

POST A COMMENT
Advertisement