Independence Day 2025 Quotes: স্বাধীনতা দিবসে দেশবাসীকে পাঠান এই সংগ্রামীদের এই দেশাত্মবোধক উক্তি

Patriotic Quotes For Independence Day: প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে স্বাধীনতা দিবস উদযাপন। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি। স্বাধীনতা দিবস কোনও উৎসবের থেকে কোনও অংশে কম না দেশবাসীর জন্য। 

Advertisement
স্বাধীনতা দিবসে দেশবাসীকে পাঠান এই সংগ্রামীদের এই দেশাত্মবোধক উক্তি   ভারতের দেশাত্মবোধক উক্তি

প্রায় ২০০ বছর ব্রিটিশদের অধীনে থাকার পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা পায় ভারতবর্ষ। জাতি-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল এই দিনটি। প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে স্বাধীনতা দিবস উদযাপন। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি। স্বাধীনতা দিবস কোনও উৎসবের থেকে কোনও অংশে কম না দেশবাসীর জন্য। 

যে সমস্ত দেশনায়কেরা নিজেদের প্রাণের চিন্তা না করে দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের সম্মান জানিয়ে এই স্বাধীনতা দিবসে সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন কিছু দেশাত্মবোধক উক্তি। 

১০ সেরা দেশাত্মবোধক উক্তি

* "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।"- নেতাজী সুভাষচন্দ্র বসু

* স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই।"- বাল গঙ্গাধর তিলক

* "করেঙ্গে ইয়া মরেঙ্গে" -মহাত্মা গান্ধি

* "যেখানে জাতির চিন্তা ও পদক্ষেপ স্বাধীনতার দিকে- হে বিধাতা, আমার দেশকে জেগে থাকতে দিন।"-রবীন্দ্রনাথ ঠাকুর

* "দুশমন কী গোলিও কা হম সামনা করেঙ্গে। আজাদ হি রহেন হ্যায়, আজাদ হি রহেঙ্গে।"- চন্দ্র শেখর আজাদ 

* "সরফারোশি কী তমন্না অব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজু-ই-কাতিল মে হ্যায়।" - রামপ্রসাদ বিসমিল

* "মারো ফিরিঙ্গি কো।" -মঙ্গল পাণ্ডে

* "স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায় ? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।"- রঙ্গলাল বন্দোপাধ্যায়

* "ছাইয়ের প্রতিটি ক্ষুদ্র অণু আমার উত্তাপের সঙ্গে চলমান। আমি এমনই এক পাগল, যে কারাগারে বসেও স্বাধীন।" - ভগৎ সিং

* "সত্যমেব জয়তে"। -মদন মোহন মালব্য

 

POST A COMMENT
Advertisement