Happy International Mother Language Day Wishes: অমর একুশে! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাতে সকলকে পাঠান এই মেসেজ

Mother Language Day 2025 Wishes:  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্দোলনভারতে শুরু হয়নি, শুরু হয়েছিল বাংলাদেশে। সেই উপলক্ষ্যেই আমরা এই বিশেষ দিনটি উদযাপন করি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিন হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Advertisement
অমর একুশে! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাতে সকলকে পাঠান এই মেসেজ

প্রতি কয়েক কিলোমিটারে, উপভাষা পরিবর্তিত হয় এবং ভাষা আলাদা হতে শুরু করে। বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)-র রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলনের মশাল জ্বালিয়েছিল বাংলাদেশ। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন।  ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়।

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্দোলনভারতে শুরু হয়নি, শুরু হয়েছিল বাংলাদেশে। সেই উপলক্ষ্যেই আমরা এই বিশেষ দিনটি উদযাপন করি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিন হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

 

Happy International Mother Language Day 2025

২০০২ সালে ৫৬/২৬২ নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ১৯৫২ সালে এদিনই নিজের মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার লড়াইয়ে পথে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল একাধিক তরতাজা প্রাণ। তাই এই দিনটি শহিদ দিবস হিসেবেও পালিত। ভাষার জন্য আত্মত্যাগ করে রফিক, জব্বার, শফিউল, সালাম বরকতেরা আজ ইতিহাসের পাতায় স্থান করেছেন। যদিও বৃথা যায়নি তাঁদের বলিদান। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই শুভেচ্ছা পাঠান সকলকে। 

 

Happy International Mother Language Day 2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা Happy International Mother Language Day Messages) 

* আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলকে। 

* ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একইসাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

* আমাদের সকলের উচিত আমাদের মাতৃভাষা বাংলাকে সমৃদ্ধ ও উন্নত করার জন্য কাজ করা।

* আমার ভাষা, আমার মায়ের ভাষা, গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।

* ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের ভাষা সৈনিকরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।

* 'আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি...?'

* এসো প্রাণের ভাষায় কথা বলি প্রান খুলে!আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

Advertisement

 

Happy International Mother Language Day 2025

 

* এই দিনটি আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে, আমাদের মাতৃভাষা আমাদের অহংকার, আমাদের গর্ব।

* উজ্জীবিত হোন মাতৃভাষায়। শুভ হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস!

* রক্তে লিখা একটি দিন, নাম তার ২১শে ফেব্রুয়ারি। শ্রদ্ধায় আজ সিক্ত জাতী, জানাই মোরা ফুল দিয়ে প্রিতি। বাকি ৩৬৪দিন শহীদ মিনার কাটে যে অবহেলায়। আজ তুই জবাব দে মা,যাদের জন্য জবাফুল হল লাল। রক্ত তে ভেসেগেল বাংলার মাটি, ১দিন স্মরণ করে কি শোধ হবে, ৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।

* ২১শে ফেব্রুয়ারি, আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। 

* আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

Happy International Mother Language Day 2025

* এই দিনটি আমাদের মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। সকল বাঙালিদের শুভেচ্ছা। 

* অমর শহীদদের ত্যাগ ও আত্মত্যাগের স্মরণে আমরা আজকের এই দিনটি পালন করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 

* একুশের চেতনা অমর। ভাষা শহীদদের ত্যাগ কখনও ভোলা যাবে না।

* বাংলা ভাষা আমাদের গর্ব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 

* আমাদের ভাষা আমাদের অহংকার। ভাষা বৈচিত্র্য বিশ্বের সম্পদ। শুভেচ্ছা সকলকে। 
 

POST A COMMENT
Advertisement