
Janmashtami 2021: হিন্দুদের বারো মাসে তের পার্বণের মধ্যে জন্মাষ্টমী (Janmashtami) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব (Festivals of India)। শ্রীকৃষ্ণের (Shri Krishna) জন্ম তিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ, কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ, ননীগোপালের পুজো করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদীয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে পালন করা হয় উৎসব। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি।
জন্মাষ্টমী ২০২১ -র দিনক্ষণ
এই বছর জন্মাষ্টমী পড়েছে ৩০ অগাস্ট, সোমবার। ২৯ অগাস্ট রাত ১১.২৫ মিনিটে অষ্টমী তিথি শুরু হবে এবং শেষ হবে ৩১ অগাস্ট রাত ১.৫৯ মিনিটে। রোহিণী নক্ষত্র শুরু হবে ৩০ অগাস্ট সকাল ৬.৩৯ মিনিটে এবং থাকবে ৩১ অগাস্ট সকাল ৯.৪৪ মিনিট পর্যন্ত। ৩০ অগাস্ট রাত ১১.৫৯ থেকে ১২.৪৪ মিনিট পুজো করার শুভ তিথি। এই বছর কৃষ্ণের ৫২৪৭ তম জন্মদিন।
আরও পড়ুন: ৫৬ ভোগ, তালের বড়া থেকে মালপোয়া! জন্মাষ্টমীর ভোগে এই খাবারগুলি থাকা আবশ্যক
জেনে নিন বিশেষ দিনে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Janmashtami 2021 Messages) দিতে পারেন আপনি।
জন্মাষ্টমী ২০২১ - শুভেচ্ছাবার্তা (Janmashtami 2021 Wishes & Messages)
* জন্মাষ্টমী ভালোবাসা ও ভাগ্যের দিন। ভক্তদের প্রেমিক ও বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন !
* জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে!
* ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে জীবনের সঠিক পথ দেখাবেন, এই কামনা করি। তিনি সর্বদা মঙ্গল করুক সকলের।
* গ্লানি ভবতি ভারত অভ্যূত্থানম অধর্মস্য তদাতনং সৃজাম্যহম। শুভ জন্মাষ্টমী!
* রাধার প্রেম, বাঁশির মিষ্টি সুর, মাখনের স্বাদ, গোপিনীদের লীলা, এগুলির সমন্বয়ে সুন্দর হয়ে উঠুক এবারের জন্মাষ্টমী!
* জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সকলকে। শুভ হোক সব!
আরও পড়ুন: রাশিচক্র অনুযায়ী শ্রীকৃষ্ণকে কোন ভোগ উৎসর্গ করলে মিলবে শুভ ফল?
* জয় কানহাইয়ালাল কি! জন্মাষ্টমীর শুভেচ্ছা...
* জগৎবাসীকে রক্ষা করার জন্য এক আঙুলের ওপর পর্বত উঠিয়েছিলেন যিনি, সেই শ্রীকৃষ্ণকে মনে করার জন্য এল জন্মাষ্টমী! শুভ হোক সব...
* এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সমস্ত চিন্তা, ভাবনা ও উদ্বেগ থেকে মুক্ত করে, ভালোবাসা দিক।
* আপনার দরজায় পড়ুক শ্রীকৃষ্ণের পদধূলি, তাঁর জন্য আপনি খুশির প্রদীপ জ্বালান, আপনার সব দুঃখ মুছে যাক। শুভ জন্মাষ্টমী!
* যিনি সারা বিশ্বকে প্রেমের পথ দেখিয়েছেন, তাঁর জন্মতিথিতে বিশ্ববাসীর থাকুক সুখে -শান্তিতে - সমৃদ্ধিতে!
* শুভ জন্মাষ্টমী ২০২১!