Mahashivratri 2025 Wishes: ওম নমঃ শিবায়! মহাশিবরাত্রিতে সকলকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

Maha Shivratri 2025 Wishes: যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। এই শিবরাত্রিতে সকলকে শুভেচ্ছা জানান, এই মেসেজ পাঠিয়ে।

Advertisement
ওম নমঃ শিবায়! মহাশিবরাত্রিতে সকলকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা মনে করা হয় শিব হলেন । তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। ভোলেনাথ সমস্ত ভক্তের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহা শিবরাত্রি। 

যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বিধ ফল লাভ হয়। বিশ্বাস করা হয়, এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়।

 

shivratri 2025

মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। এবছর মহাশিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি। মহাশিবরাত্রির দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই দিনটিকে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই শিবরাত্রিতে সকলকে শুভেচ্ছা জানান, এই মেসেজ পাঠিয়ে।   

 

shivratri 2025

মহাশিবরাত্রির শুভেচ্ছা- মেসেজ (Mahashivratri Wishes- Messages) 

* আপনার সমস্ত ইচ্ছাগুলো যেন সত্য হয়। সর্বশক্তিমান শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক। শুভ মহা শিবরাত্রি।

* শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন, শিব ব্রহ্ম, শিব বর্তমান, শিব ভবিষ্যৎ শিব শক্তি, শিব ভক্তি, সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা! 

* ওম নমোঃ শিবায়!মহাশিবরাত্রির শুভেচ্ছা। 

 

shivratri 2025

* ভগবান শিবের আশীর্বাদ সর্বদা থাকুক আপনার উপর পরিবর্তিত হোক আপনার ভাগ্য জীবনের সেই লক্ষ্য অর্জন করুন যা আজ অবধি কেউ পায়নি শুভ মহাশিবরাত্রি।

* শিবের মহিমা অপার, বিপদের রক্ষাকর্তা তিনি। তাঁর আশীর্বাদ সব সময় আপনার ওপর থাকুক।

* ভোলে বাবার জয় হোক! মঙ্গল হোক সকলের।  

* ভগবান শিব আপনার পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করুক। এই শিবরাত্রি প্রত্যেকের জীবনের সমস্ত কুফল মুছে আনন্দ বয়ে নিয়ে আসুক। শুভ মহাশিবরাত্রি। 

Advertisement

 

shivratri 2025

* শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন। শিব শক্তি, শিব ভক্তি। সবাইকে জানাই মহা শিবরাত্রির শুভেচ্ছা। 

* হড় হড় মহাদেব! মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলকে।  

* জয় শিব শঙ্কর, এই মহা শিবরাত্রিতে ভগবান শিব তাঁর ভক্তদের সমস্ত প্রার্থনা পূরণ করুক।

* শিবের ভক্তি সবার জীবনে আনে উজ্জ্বলতা, প্রত্যেকের মনে আনে শান্তি, হৃদয় থেকে মহেশ্বরের নাম নিলে, সেই ভক্ত অবশ্যই পাবে তাঁর আশির্বাদ। জয় বাবা ভোলেনাথ!

 

shivratri 2025

* ওম নমঃ শিবায়! মহাদেব রক্ষা করুক সকল বিপদ থেকে। 

* আজ শিব চতুর্দশীর মহাতিথিতে আপনার পরিবারের সকল জরা-ব্যাধি, বিপদ কেটে নেমে আসুক আনন্দ। 

শিবরাত্রির দিনক্ষণ (Shivratri 2025 Date & Time) 

সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ২৬ ফেব্রুয়ারি, বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯/৪২ মিনিট থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮/৩১ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। 

 

shivratri 2025

মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময় (Shivratri 4 Prahar Puja Timing) 

* প্রথম প্রহরের পুজো: সন্ধ্যা ৬টা ১৯ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত

* দ্বিতীয় প্রহরের পুজো: রাত ৯টা ২৬ মিনিট থেকে মাঝরাত ১২টা ৩৪ মিনিট পর্যন্ত

* তৃতীয় প্রহরের পুজো: মাঝরাত ১২টা ৩৪ মিনিট থেকে ২৭ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪১ মিনিট পর্যন্ত

* চতুর্থ প্রহরের পুজো: ২৭ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪১ মিনিট থেকে সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত

 

POST A COMMENT
Advertisement