scorecardresearch
 

Makar Sankranti Wishes 2022: এবারের মকর সংক্রান্তিকে করুন স্পেশাল, এই বার্তাগুলি দিয়ে শুভেচ্ছা জানান বন্ধু-আত্মীয়দের

এ বছর মকর সংক্রান্তি উৎসব পালিত হবে ১৪ জানুয়ারি। যা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এমন আবহে, আপনিও মকর সংক্রান্তি উপলক্ষে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের শুভেচ্ছা জানাতে পারেন। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও করতে পারবেন। এই বার্তাগুলি আপনার প্রিয়জনদের মধ্যে আরও ভালবাসা বাড়িয়ে তুলবে।

Advertisement
Happy Makar Sankranti 2022 Images Happy Makar Sankranti 2022 Images
হাইলাইটস
  • সারা দেশ জুড়েই মকর সংক্রান্তি উৎসব পালিত হয়
  • ২০২২ সালের প্রথম উৎসব, এটি নিয়ে রয়েছে প্রচুর উৎসাহ এবং উদ্দীপনা
  • এই উৎসবের একটা প্রধান অঙ্গ পুণ্যস্নান

Happy Makar Sankranti 2022: সারা দেশ জুড়েই মকর সংক্রান্তি উৎসব পালিত হয়।  ২০২২ সালের প্রথম উৎসব, এটি নিয়ে রয়েছে প্রচুর উৎসাহ এবং উদ্দীপনা৷ এই উৎসবের একটা প্রধান অঙ্গ পুণ্যস্নান। পুণ্যার্থীরা সমুদ্রে, গঙ্গায় বা অন্য কোনও নদীতে স্নান করে পুণ্য অর্জন করেন। নতুন ফসল ওঠার সূচনায়ও এই উৎসবে পালিত হয়। ভারতের অনেক জায়গায় এই উৎসবের সঙ্গে লক্ষ্মী পুজোও করা হয়। মকর সংক্রান্তি উপলক্ষে বহু পরিবারে নতুন পোশাক পরে। বিশেষত কৃষি ভিত্তিক সমাজের অন্যতম প্রধান অঙ্গ এই উৎসব। ভারতের বাইরেও হিন্দুরা এই দিনটি উদযাপন করে। যেখানে ভারতীয় সংস্কৃতির বিস্তার ঘটেছে সেখানেই মকর সংক্রান্তি পালিত হয়। বিশেষত দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এই উৎসব আয়োজনের চল আছে। তবে দেশ ভেদে এই উৎসবকে নানা নামে ডাকা হয়। 

 

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি  আসলে কী?
প্রবাদ রয়েছে বাঙালির ১২মাসে ১৩ পার্বণ। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা সাকরাইন বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি উড়ানোব পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে। আগে বাউল গান ছিল এই পার্বণের অন্যতম আকর্ষণ।

 হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনটা অত্যন্ত শুভ  বলে মনেকরে হয়। অন্যান্য বছরের মতনই এই বছরেও পৌষ পার্বণের এই উৎসব টি অনুষ্টিত হচ্ছে তবে এই বছর মহামারির কথা মাথায় রেখে একটু সাবধানতার সাথে পৌষ পার্বণ উদযাপন করা উচিত। তবে বাড়িতে বসে পরিজনদের শুভ পৌষ পার্বণ ম্যাসেজ পাঠানোতে কোনো বাধা নেই।  ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, এ বছর মকর সংক্রান্তি উৎসব পালিত হবে ১৪ জানুয়ারি। যা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এমন আবহে, আপনিও মকর সংক্রান্তি উপলক্ষে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের শুভেচ্ছা জানাতে পারেন। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও করতে পারবেন। এই বার্তাগুলি আপনার প্রিয়জনদের মধ্যে আরও ভালবাসা বাড়িয়ে তুলবে। 

Advertisement

 

.মকর সংক্রান্তির এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। কামনা করি মকর সংক্রান্তির দিনটা সবার জীবনে আনন্দ নিয়ে আসুক। শুভ মকর সংক্রান্তি। 

. সব দুঃখ ভুলে, আনন্দ, সুখে এগিয়ে চলুক জীবনের পথ! 
মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং অভিনন্দন

৩. আনন্দ-আন্তরিকতা-অনেক আশা এবং নিষ্ঠার সঙ্গেই আপনি এবং আপনার পরিবারকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা!

৪.তোমার মনের সকল আশা পূর্ণ হোক, তুমি সুখে শান্তিতে থাকো। এই কামনা নিয়ে তোমাকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই।
থাকল মকর সংক্রান্তি ২০২২-র অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন

৫.মকর সংক্রান্তির এই পবিত্র দিনে
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের
দিনটি কাটাই…
শুভ মকর সংক্রান্তি

৬. মকর সংক্রান্তির এই শুভ দিনে আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু হোক, এই কামনাই করি!

 

৭.আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল
মকর সংক্রান্তির শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালোবাসা ও শুভ কামনা।
শুভ মকর সংক্রান্তি
শুভ পৌষ পার্বণ

৮.মকর সংক্রান্তির এই উদীয়মান সূর্য আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক!
সকলকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা

৯.লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, পূর্ণ হোক সব চেষ্টা। মকর সংক্রান্তি ২০২২ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা!

১০.এই মকর সংক্রান্তি আপনার জীবনে নতুন দিগন্তের উন্মোচন করুক আর সাফল্য নিয়ে আসুক। শুভকামনা রইল!

১১.নতুন দিন, নতুন ভোরে, নতুন ভাবে উদযাপিত হোক মকর সংক্রান্তি।
মকর সংক্রান্তি ২০২২-র অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন

১২.হ্যাপি মকর সংক্রান্তি ২০২২, মকর সংক্রান্তিতে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা

১৩.যে ভাবে আকাশে ঘুড়িরা উড়ে যায়, সেই ভাবেই সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠুন! মকর সংক্রান্তির শুভেচ্ছা!

১৪.এই মকর সংক্রান্তি আপনার জীবনে নতুন দিগন্তের উন্মোচন করুক আর সাফল্য নিয়ে আসুক। শুভকামনা রইল!


১৫.তোমার জন্য রইল মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা।

 


১৬.মকর সংক্রান্তির পিঠে পুলির মত মিষ্টি স্বাদে ভরে উঠুক তোমার জীবন, মকর সংক্রান্তির শুভেচ্ছা।

১৭.মা লক্ষ্মীর আশীর্বাদে
পৃথিবী থেকে দূরীভূত হোক
সব দুঃখ-কষ্ট,
ব্যথা-বেদনা, পাপ-অন্যায়,
মকর সংক্রান্তির পূণ্য-পাবনে
সবাইকে শুভেচ্ছা জানাই।

১৮.“পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির জন্য
আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্য,
শান্তি এবং সমৃদ্ধি কামনা করি!”

 


১৯. সূর্যের রাশি পরিবর্তন হবে, অনেকের ভাগ্য পরিবর্তন হবে,
এটি হবে বছরের প্রথম উৎসব, যা হবে শুধুই আনন্দে ভরপুর!
আপনার জন্য শুভ সংক্রান্তি!

২০.মন্দিরের ঘণ্টা, আরতির থালা, 
নদীর তীরে সূর্যের লালিমা,
জীবনে সুখের বসন্ত,
তোমাকে সংক্রান্তির উৎসবের শুভেচ্ছা।

Advertisement

২১.শুভ মকর সংক্রান্তি
কোনো ঘুড়ি যেন তোমাকে কখনো কাটতে না পারে,
তোমার দরজা কখনো ভাঙতে না পারে,
তোমার বিশ্বাসকে স্পর্শ করুক, জীবনের সকল সাফল্য,
ঘুড়ির মতো আকাশের উচ্চতা স্পর্শ করুক,
শুভ মকর সংক্রান্তি!

২২.ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন, সম্পদে পূর্ণ হোক আর সর্বদা সুখে থেকো! মকর সংক্রান্তির দিন ঈশ্বরের কাছে এই প্রাথনাই করি! পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন

Advertisement