scorecardresearch
 

Happy New Year 2023 Messages: খাঁটি বাংলায় বন্ধুদের জানান নতুন বছরের শুভেচ্ছা, রইল ১০ মেসেজ

Subho Noboborsho 2023: ইংরেজিতে নয় বরং খাঁটি বাংলায় নিকটজনদের জানান শুভ নববর্ষ ২০২৩। ফেসবুকের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন মনের মতো বার্তা। তেমনই খাঁটি বাংলায় কয়েকটি শুভেচ্ছাবার্তা রইল আপনাদের জন্য

Advertisement
নতুন বছরের শুভেচ্ছাবার্তা ২০২৩। নতুন বছরের শুভেচ্ছাবার্তা ২০২৩।
হাইলাইটস
  • বিদায় ২০২২। স্বাগত ২০২৩।
  • খাঁটি বাংলায় নতুন বছরের শুভেচ্ছা।

২০২২ শেষ। নতুন বছর ২০২৩। মধ্যরাত থেকেই শুভেচ্ছা ঢল। সকলেই প্রায় ইংরেজিতেই নতুন বছরের অভিনন্দন জানিয়েছেন প্রিয়জনদের। আজকাল আর ফোন করে শুভেচ্ছা জানাতে হয় না। বরং চট করে লিখে দিলেই শুভেচ্ছাবার্তা চলে যাবে সবার কাছে। ইংরেজিতে নয় বরং খাঁটি বাংলায় নিকটজনদের জানান শুভ নববর্ষ ২০২৩। ফেসবুকের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন মনের মতো বার্তা। তেমনই খাঁটি বাংলায় কয়েকটি শুভেচ্ছাবার্তা রইল আপনাদের জন্য-         

১। বিদায় রাগিনী বাজিয়ে গেল
জীর্ণ পুরানো বর্ষ।
নববর্ষ আনবে সকল রকম হর্ষ।
শুভ নববর্ষ ২০২৩। 

২। মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত। 
শুভ নববর্ষ ২০২৩। 

৩। নববর্ষের নবরূপ রাঙিয়ে
দিক প্রতিটি মুহূর্ত।
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ ২০২৩।

৪। পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধুলিস্যাৎ।
সুখ,আনন্দে মুছে যাক সকল যাতনা।
নতুন বছরের শুভেচ্ছা। 

৫। আজকে নববর্ষের দিনে
কত খুশি কত সাজ।
আজকে এই শুভ দিনে
ভুলে যাও সব কাজ। 
শুভ নববর্ষ ২০২৩। 

৬। নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিল প্রাণে। মনের সকল গ্লানি ভুলে জীবন গড়ো নতুন ভাবে,নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে। শুভ নববর্ষ ২০২৩। 

৭। তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই শুভ নববর্ষ।

৮। সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে। শুভ নববর্ষ ২০২৩। 

৯। এই নতুন বছর তোমার জীবনে
নিয়ে আসুক অনেক অনেক
নতুন উপহার। জীবন ভরে উঠুক সুখে ও আনন্দে। শুভ নববর্ষ ২০২৩।

Advertisement

১০।  নয়া বছরে নয়া সূর্যোদয়। জীবন আসুক সাফল্যের কিরণ। শুভ নববর্ষ ২০২৩।

আরও পড়ুন- ২০২৩-এ কুবেরের কৃপায় ধনবর্ষা, মালামাল এই রাশিগুলি

Advertisement