Happy New Year 2024: হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরে সকলকে পাঠান এই মেসেজ

New Year Wishes: পিকনিক, পার্টি, হ্যাং আউট, খাওয়া -দাওয়া, আড্ডা সহ রকমারি সেলিব্রেশনের মাধ্যমে সকলে আহ্বান জানান নতুন বছরের। নতুন বছর থেকে মানুষের অনেক প্রত্যাশা থাকে।

Advertisement
হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরে সকলকে পাঠান এই মেসেজ  হ্যাপি নিউ ইয়ার

২০২৩ শেষ হয়ে ২০২৪ আগমনের পালা। গোটা বিশ্বের মানুষ মুখিয়ে থাকেন নতুন বছর আগমনের দিকে। পিকনিক, পার্টি, হ্যাং আউট, খাওয়া -দাওয়া, আড্ডা সহ রকমারি সেলিব্রেশনের মাধ্যমে সকলে আহ্বান জানান নতুন বছরের। নতুন বছর থেকে মানুষের অনেক প্রত্যাশা থাকে। সকলেই চায় কর্ম থেকে ব্যক্তিগত জীবনে যেন শুভ সময় আসে। প্রতি বছর সব মানুষের জীবনে উত্থান- পতন আসে। 

পুরনো বছরের সমস্ত বাধা-বিপত্তি, সংগ্রাম, নেগেটিভিটি ভুলে, আপনিও নিশ্চয় চান নতুন বছরে সৌভাগ্য আপনার সঙ্গে থাকুক। বিশেষ দিনে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান সকলকে। রইল নিউ ইয়ার ২০২৪-এর শুভেচ্ছা বার্তা। 

 

happy new year 2024

নিউ ইয়ারের মেসেজ (New Year Messages) 

* সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও। নতুন বছর শুরু কর, নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে। হ্যাপি নিউ ইয়ার ২০২৪। 

*  নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা। হানা-হানি ভেদাভেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

 

happy new year 2024

* পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরনো সব বেদনা আর মনে রেখ না। নতুন বছরের শুভেচ্ছা তোমায় ও তোমার পরিবারের সকলকে।   

* নয়া বছর, নয়া সূর্যোদয়, নয়া শুরু, নয়া পথ চলা - হ্যাপি নিউ ইয়ার ২০২৪।

* তোমার সমস্ত কামনা পূর্ণ হোক। ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনে থাকুক। হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের! 

* সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও। নতুন বছর শুরু কর, নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে। হ্যাপি নিউ ইয়ার ২০২৪।  

 

happy new year 2024

* নতুন আশা নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান। নতুন জীবনের নতুন আলো, নতুন বছর কাটুক ভাল। শুভ নববর্ষ ২০২৪। 

Advertisement

* হ্যাপি নিউ ইয়ার ২০২৪। শুভ হোক নতুন বছর। 

* নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। নিউ ইয়ারের শুভেচ্ছা সকলকে। 

 

POST A COMMENT
Advertisement