হিন্দুদের বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল এই রাখি পূর্ণিমা (Rakhi Purnima) বা রাখি বন্ধন (Raksha Bandha)। ভাইয়ের মঙ্গল কামনা করে বোনেরা তাদের হাতে রাখি পরিয়ে দেন পূর্ণিমার পবিত্র তিথিতে। রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়।
মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। এই বছর রাখি পূর্ণিমা পড়েছে ২২ অগাস্ট, রবিবার। জানুন, এই বিশেষ দিনে সকলকে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।
রাখি বন্ধন ২০২৩ -এর শুভেচ্ছাবার্তা (Raksha Bandhan 2023 Wishes)
* রাখির এই পবিত্র দিনে, সুখে থাকুক সবাই। শুভ রাখি পূর্ণিমা।
* রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা জানাই আপনার ও আপনার পরিবারকে।
* রাখির এই পূণ্য উৎসবে ঈশ্বরের কাছে কামনা করি যে, আমার প্রিয় বোনটাকে যেন কখনও কোনও দুঃখ-কষ্ট স্পর্শ না করতে পারে। শুভ রাখি পূর্ণিমা।
* আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরস্পরের প্রতি আমাদের ভালবাসা বছরের পর বছর বাড়তে থাকুক।
* এই শুভ তিথিতে তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ রাখি বন্ধন!
* আজকের এই পবিত্র দিনে সবাইকে জানাই রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা। সকল ভাই- বোনের সম্পর্ক হোক নির্মল ও অটুট। শুভ রাখি বন্ধন।
* রাখি বন্ধন মানে রঙিন সুতোর সমাহার, রাখি বন্ধন মানে ভাই-বোনের ভালোবাসার অঙ্গীকার।
* আমার মিষ্টি বোনকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা।
* যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ রাখি বন্ধন সকলকে!
* আকাশের তারার মতন উজ্জ্বল হোক তোমার জীবন, খুশিতে ভরে থাকুক তোমার মন। রাখি বন্ধনের পবিত্রক্ষণে ভাইয়ের তরফ থেকে তার বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
* রাখি বন্ধন উপলক্ষে আমি তোকে প্রতিশ্রুতি দিতে চাই, আমার বোন, যাই ঘটুক না কেন আমি সব সময় তোর পাশে দাঁড়াব।
* জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বোন হোক সফল। এটাই প্রার্থনা ভগবানের কাছে। শুভ রাখি বন্ধন...
* রাখি বন্ধন নয়, শুধু উপহারের বিনিময়, রাখি বন্ধন একসূত্রে বাঁধে ভালোবাসার হৃদয়।
* রাখির এই সুতো আরও মজবুত করে তুলবে ভাই- বোনের ভালোবাসার বন্ধন। শুভ রাখি বন্ধন সকলকে।
* বন্ধন হোক মানবিকতার, অটুট থাকুক ঐক্য। শুভ রাখি বন্ধন।
* শুভ রাখি বন্ধন ২০২৩...
* এই বন্ধন হয়ে থাক সদা চিরন্তন, রাখির শুভেচ্ছা জানাই সকলকে।
* ভাই- বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, অপূর্ব ও অমর... এই কামনা করে সকলকে জানাই শুভ রাখি বন্ধন।
রাখি পূর্ণিমা ২০২৩-র দিনক্ষণ
* এবছর রাখি পূর্ণিমা পড়েছে ৩০ অগাস্ট, বুধবার।
* পূর্ণিমা তিথি লাগছে ৩০ অগাস্ট, সকাল ১০/২৬/০-এ এবং থাকবে ৩১ অগাস্ট সকাল ৭/৫৮/১৩ মিনিট পর্যন্ত।
রাখি বন্ধনে ২০২৩-র শুভ যোগ
* মাহেন্দ্রযোগ - দিবা ঘ ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে।
* অমৃত কাল রাত্রি ঘ ১২/৮৩ গতে ৩/৪ মধ্যে।