Ramadan Mubarak 2025: রমজান মোবারক! পবিত্র রোজার মাসে সকলকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

Ramadan Mubarak 2025 Wishes in Bengali: বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীরা এই রোজার মাসকে কোরবানি বা ত্যাগের মাস হিসাবে বিবেচনা করেন। ইসলামী ক্যালান্ডারের নবম মাস রমজান।

Advertisement
রমজান মোবারক! পবিত্র রোজার মাসে সকলকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীরা এই রোজার মাসকে কোরবানি বা ত্যাগের মাস হিসাবে বিবেচনা করেন। ইসলামী ক্যালান্ডারের নবম মাস রমজান। ১২ মাস থাকলেও এই ক্যালেন্ডারে ৩৫৪ দিন রয়েছে। তাই প্রতি বছর রমজান মাস গ্রেগরীয়ন ক্যালেন্ডারের তুলনায়  ১১ দিন এগিয়ে আসে। চাঁদ দেখার উপরই রমজানের শুরু এবং শেষ নির্ভরশীল। চাঁদ দেখার ওপর নির্ভর করে, রমজান মাস কখনও ২৯ দিন তো কখনও ৩০ দিন হয়। এরপর চাঁদ দেখে পালন নয় খুশীর ইদ। 

বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীরা এই রোজার মাসকে কোরবানি বা ত্যাগের মাস হিসাবে বিবেচনা করেন। ইসলামী ক্যালান্ডারের নবম মাস রমজান। ১২ মাস থাকলেও এই ক্যালেন্ডারে ৩৫৪ দিন রয়েছে। তাই প্রতি বছর রমজান মাস গ্রেগরীয়ন ক্যালেন্ডারের তুলনায়  ১১ দিন এগিয়ে আসে। 

 

happy ramadan mubarak 2025

রমজান শব্দের অর্থ 

'রমজান' একটি আরবি শব্দ। এই মাসেই রোজার পালন করা হয়। রোজাকে আরবি ভাষায় ''সাওম' অর্থ বিরত থাকা; এর বহুবচন হলো 'সিয়াম'। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওমকে 'রোজা' বলা হয়। যার অর্থ বিরত থাকা বা নিজেকে থামানো এবং নিয়ন্ত্রণ করা। একই সঙ্গে উপবাসকে পারসি ভাষায় 'রোজা' বলা হয়। ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর পারসি প্রভাব বেশি হওয়ার কারণে রোজা শব্দটি ব্যবহৃত হয়।  

 

happy ramadan mubarak 2025

২০২৫ সালের রমজান কবে থেকে শুরু? (Ramadan 2025 Starting Date) 

এই বছর ভারতে রমজান মাস শুরু হচ্ছে ২ মার্চ থেকে। তবে চাঁদ দেখার পরই রমজান মাসের তারিখ নির্ধারণ করা হবে। এই রমজান মাস শেষ হতে পারে ২১ এপ্রিল।

 রমজানের শুভেচ্ছা (Ramadan Wishes) 

* রমজানের দীর্ঘ সময় হল ধৈর্যের মাস আর ধৈর্যের মাস হল জান্নাত। শুভ রমজান। 

* আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন এবং আপনাকে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দান করুন।

* এই রমজান মাসে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ  হয়ে, ইতিবাচক শক্তি আসুক জীবনে। রমজান মোবারক!

Advertisement

* রমজানের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে।  

 

happy ramadan mubarak 2025

* পবিত্র রমজান হল আমাদের পেটকে খালি করে আত্মাকে খাওয়ানোর সময়। এটিই সবচেয়ে ভাল‌ সময়। রমজান মুবারক। 

* তোমার ও তোমার পরিবারের সকলকে পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

* আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক। রমজানের শুভেচ্ছা সকলকে। 

* সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা।  

* এই পবিত্র মাসে আল্লাহ আপনার সমস্ত পাপ ক্ষমা করুন এবং আপনাকে একটি সুন্দর হৃদয় এবং সুস্বাস্থ্য দান করুন।

 

happy ramadan mubarak 2025

* আল্লাহ সমস্ত পাপ মুক্ত করুক সকলের। রমজান মোবারক আপনার ও আপনার পরিবারকে।

* আমি, আপনার এবং আপনার পরিবারের ভালোবাসা এবং সুখ কামনা করি এই রোজার মাসে। রমজান ২০২২ মোবারক! 

* নিজের মনকে ইমানের আলোয়- আলোকিত করে নেওয়ার সময় এসে গেছে, শুভ রমজান! 

* রমজান মাসে বেশি করে দোয়া করুন এবং আল্লাহর থেকে মাফ চেয়ে নিন সব দোষের। রমজানের শুভেচ্ছা। 
  
* এই পবিত্র মাসে, সমস্ত কিছু জন্য আল্লাহকে ধন্যবাদ। রমজানের শুভেচ্ছা। 

 

happy ramadan mubarak 2025

* নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় -রমজান মাস। শুভ হোক সব। রমজান মোবারক! 

* আগামী দিনগুলি ভাল কাটুক। রমজান মোবারক! 

* সকলকে রমজানের অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের প্রতিটি রোজা রাখার তোফিক দান করুন। 

ইদ -উল -ফিতর ২০২৫-এর তারিখ (Eid ul Fitr 2025 Date) 

গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে ইদ-উল-ফিতর-র কোনও নির্দিষ্ট দিন নেই। দশম মাসের আগে আকাশে চাঁদ দেখা যাওয়ার পরেই ইদ পালিত হয়। সুতরাং, রমজানের শেষ দিনে চাঁদ দেখার পরের দিন খুশীর ইদ পালন হয়। শাওয়ালের চাঁদটি সৌদি আরবে প্রথম দেখা যায়। আর সেই অনুযায়ী অন্যান্য দেশে ইদ পালনের তারিখটি নিশ্চিত হয়। মনে করা হচ্ছে এই বছর, ইদ-উল-ফিতর পড়বে ৩১ মার্চ। 

 

POST A COMMENT
Advertisement