scorecardresearch
 

Happy Jagannath Rath Yatra 2024: জয় জগন্নাথ! প্রিয়জনকে শুভেচ্ছা জানান রথযাত্রার এই মেসেজে

Puri Jagannath Yatra Wishes: বিশ্বাস অনুযায়ী, কোনও ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় প্রতি বছর। 

Advertisement
রথযাত্রার শুভেচ্ছা রথযাত্রার শুভেচ্ছা

ভারত উৎসব প্রধান দেশে। বছরের বিভিন্ন সময় হওয়া একাধিক উৎসবের মধ্যে রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রথযাত্রা উপলক্ষে,পুরীর জগন্নাথ মহাপ্রভুর দর্শন পাওয়া খুব শুভ বলে বিবেচিত। জগন্নাথ, শুভদ্রা ও বলভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয়। যা দেখার জন্য ফি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্তরা।

বিশ্বাস অনুযায়ী, কোনও ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় প্রতি বছর। 

প্রিয়জনদের রথযাত্রার শুভেচ্ছা বার্তা পাঠান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জানুন, হোয়াটসঅ্যাপ,ফেসবুক,ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী ভার্চুয়াল বার্তা শেয়ার করতে পারেন আপনি।   

 

happy rath yatra 2024

রথযাত্রা ২০২৪-র মেসেজ (RathYatra Message)

* প্রভু কৃপাময় তুমি, তোমার মনের কথা বলি। দূর করে দাও সকল ব্যথা। নিয়ে চলো আনন্দ যেথা। সকলকে রথযাত্রার শুভেচ্ছা!  

* রথযাত্রার আন্তরিক প্রীতি ,শুভেচ্ছা ও অভিনন্দন! 
 
* রথের দড়ির টানে ও রথের চাকার ঘূর্ণনের সঙ্গে আপনার ভাগ্যের চাকা ধাবমান হোক সুখ শান্তি ও সমৃদ্ধির পথে!মহাপ্রভু জগন্নাথ সহায়! 

 

happy rath yatra 2024

 

* যে জগন্নাথ, তুমি সকলের মনের  আশা পূরণ করে আলোময় করে দাও ভুবন ভরে। জয় জগন্নাথ! 

* রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। ভাল হোক সকলের! 

* মহাপ্রভু জগন্নাথ রথযাত্রার এই পবিত্র দিনে আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দ ও সুখে ভরিয়ে তুলুন। শুভ রথযাত্রা! 

Advertisement

* 'নীলাচলনিবাসায় নিতাই পরআত্মনে। বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নমোঃ ।।' রথযাত্রার অভিনন্দন ও শুভ কামনা। জয় জগন্নাথ!

 

happy rath yatra 2024

* কেটে যাক সব অন্ধকারময় দিন। শুভ হোক সব!শুভ রথযাত্রা আপনার ও আপনার পরিবারকে। 

* রথযাত্রার পুণ্যতিথিতে আন্তরিকভাবে জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি আজ ও আগামী ভাল কাটুক সবার। শুভ রথযাত্রা!

*  জগন্নাথ হলেন রূপের জ্যোতি। জগৎ সংসারে রূপের মূরতি। দুঃখী তাপি পার করতে এসেছেন ভক্তের টানে পৃথিবীতে। শুভ রথযাত্রা!

 

happy rath yatra 2024

* পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ,অভিনন্দন ও ভালোবাসা। 

* 'জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে!' রথযাত্রার পূণ্য লগ্নে সকলকে জানাই শুভেচ্ছা। জয় জগন্নাথ! 

* এই পবিত্র তিথিতে মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অটুট মেলবন্ধন গড়ে উঠুক। রথযাত্রার শুভেচ্ছা! 

 

happy rath yatra 2024

রথযাত্রা ২০২৪-র দিনক্ষণ

* রথযাত্রা - ৭ জুলাই (২২ আষাঢ়), রবিবার। দ্বিতীয়া শুরু ৬ জুলাই রাত ৪/২/৩৫ -এ এবং শেষ ৭ জুলাই রাত ৪/৩১/৪০ মিনিটে। 
 
* উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) - ১৬ জুলাই (১ শ্রাবণ), মঙ্গলবার। 

 

Advertisement