Happy Saraswati Puja 2025 Wishes: সরস্বতী পুজোর শুভেচ্ছা! প্রিয়জনকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

Basant Panchami Wishes: বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। এই দিনটির জন্যে বছরভর অপেক্ষা করে থাকেন সকলে। বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। বন্ধু-বান্ধব, আত্মীয়- পরিজন, প্রিয়জনকে এবার সরস্বতী পুজোয় পাঠান এই শুভেচ্ছা বার্তা। 

Advertisement
সরস্বতী পুজোর শুভেচ্ছা! প্রিয়জনকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।  

উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রীদের বাড়ি ও সার্বজনীন পুজো মণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়। এদিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। 

 বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। এই দিনটির জন্যে বছরভর অপেক্ষা করে থাকেন সকলে। বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। বন্ধু-বান্ধব, আত্মীয়- পরিজন, প্রিয়জনকে এবার সরস্বতী পুজোয় পাঠান এই শুভেচ্ছা বার্তা। 

 

happy saraswati puja 2025 wishes

সরস্বতী পুজো ২০২৫-এর শুভেচ্ছা বার্তা (Saraswati Puja 2025 Messages) 

*  চারিদিকে অজ্ঞতার অন্ধকার, এটিকে দূর করে আপনি একটি সুন্দর সকাল পেতে পারেন, মা সরস্বতীর আশীর্বাদে আপনার জীবন সুন্দর হোক!

* বীণা নিয়ে হাতে, সরস্বতী থাকুক আপনার সঙ্গে। মায়ের আশীর্বাদ থাকুক সাথে প্রতিদিন, সঙ্গে থাকুক শুভেচ্ছা এদিনের। রইল সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর শুভকামনা।  

* জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতি দেবি নমোহস্তুতে। শুভ সরস্বতী পুজো ২০২৫। 

 

happy saraswati puja 2025 wishes

* সরস্বতী বিদার দেবী, কলম নিয়ে হাতে চলি, সারা জীবন মা তুমি থেকো সঙ্গে এই প্রার্থনা করি। 

*  বিদ্যার দেবীর কৃপায় পড়াশুনোতে ভালো হও। পরীক্ষায় আসুক সাফল্য, শুভ সরস্বতী পুজো!

* সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই! শুভ হোক সব... 

* হলুদ-হলুদ সরষে ফুল, ওড়ে হলুদ ঘুড়ি, সরষে খেতে এখন খেলে হলুদের সারি। জীবনে সর্বদা থাকুক বসন্তের ছোঁয়া, জীবন ভরে উঠুক খুশির ছোঁয়ায়।

 

happy saraswati puja 2025 wishes

* আপনাকে দেবী সরস্বতীর আশীর্বাদ এবং শেখার আনন্দে ভরা একটি দিন কামনা করছি। বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা!

Advertisement

*  বিদ্যা-জ্ঞান প্রদায়িণী জ্ঞানের বিকাশ করো, অজ্ঞানতার তিমিরতা ধরা থেকে দূর করো! ভালো কাটুক সরস্বতী পুজো! 

* মাঘ আসে শীত নিয়ে, মাগো তুমি আসো বিদ্যা নিয়ে। সকলের জীবনে থাকুন বিদ্যা - বুদ্ধি -জ্ঞান! 

* এই শুভ তিথিতে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে।

 

happy saraswati puja 2025

* সরস্বতী বিদ্যার দেবী কলম নিলাম হাতে চলি যেন সারা জীবন মাগো তোমার সঙ্গে। 

* শিক্ষা, প্রজ্ঞা এবং জ্ঞানের দেবী আপনাকে আশীর্বাদ করুক। শুভ সরস্বতী পুজো! 

* বিদ্যা দেবী সরস্বতী তুলনা নেই মা তোমার, একটু বিদ্যা দাও যদি মা, সে বিদ্যা হবে অলঙ্কার! 

* মা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী করুক তোমার মঙ্গল বিদ্যা বুদ্ধিতে হও যশি , জীবনে ঘুচুক সব অমঙ্গল ।

 

happy saraswati puja 2025 wishes

* মা সরস্বতী আপনার উপর তার ঐশ্বরিক আশীর্বাদ বর্ষণ করুন এবং আপনাকে সাফল্য এবং জ্ঞানের পথে পরিচালিত করুন। শুভ সরস্বতী পুজো।

* বিদ্যা দেবী সরস্বতী কলম নিলাম হাতে সারা জীবন যেন মাগো চলি তোমার পথে সবাইকে। বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা! 

* তোমার বীণার সুরে আনন্দ অন্তহীনতা, বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে তুমি আনন্দ দাও প্রাণে, সুখ মনে শান্তি সবই তোমার দান, ভাবের অভাব দূর করো তুমি, শুনি আনন্দের গান!

 

POST A COMMENT
Advertisement