আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান শিক্ষক (Teachers)। আমাদের সমাজের বড় সম্পদ হলেন শিক্ষক। সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্র - ছাত্রী। তাঁরা নিজেদের জীবনকে উৎসর্গ করে ভবিষ্যতের নাগরিকদের মনকে গঠন করেন।
প্রতি বছর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের (Dr. Sarvepalli Radhakrishnan) জন্মদিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর (5th September) , ভারতে পালন করা হয় শিক্ষক দিবস। তাই এই দিনের মাহাত্ম্য ছাত্র- ছাত্রী তথা তাঁদের শিক্ষক উভয়ের কাছেই অনেক।
স্কুল -কলেজ সহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে হয় শিক্ষক দিবস উদযাপন (Teacher's Day Celebration)। নাচ -গান আনন্দে মেতে ওঠেন গুরু - শিষ্য। এই শিক্ষক দিবসে জীবনের সকল শিক্ষাগুরুর মুখে হাসি ফোটান। তাঁদের কৃতজ্ঞতা জানান ভার্চুয়াল মাধ্যমে। দেখে নিন, হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী বার্তা (Teacher's Day Messages) দিতে পারেন আপনি।
শিক্ষক দিবস ২০২২ - শুভেচ্ছাবার্তা (Teacher's Day Wishes 2022)
* বিনম্র শ্রদ্ধায় অবন্ত মোরা, হে মানুষ গড়ার কারিগর। শিক্ষক দিবস ২০২২!
* শিক্ষকরাই আমাদের চলার পথ দেখান, ঠিক -ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের পাশে দাঁড়ান হৃদয় স্পর্শ করে। শিক্ষক দিবসের শুভেচ্ছা!
* ধন্যবাদ আমাকে খোলা চোখে স্বপ্ন দেখতে শেখানোর জন্য। ধন্যবাদ, আমায় সঠিক দিশা দেখানোর জন্য।
* শিক্ষক -শিক্ষিকারা জ্ঞানের দরজা খুলে দিয়ে প্রতিটি ছাত্র - ছাত্রীকে গড়ে তোলেন। হ্যাপি টিচার্স ডে!
* একজন শিক্ষকের প্রচেষ্টা এবং চরিত্রের উপরে যে কোনও দেশের ভবিষৎ নির্ভর করে। টিচার্স ডে -র শুভেচ্ছা!
* শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক -শিক্ষিকাদের জানাই প্রণাম। তাঁরাই আমাদের সমাজকে গড়ে তুলেছেন। শুভ শিক্ষক দিবস!
* জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া আপনার হাত ধরেই। আপনিই শিখিয়েছেন কীভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। শিক্ষক দিবসে আপনাকে প্রণাম জানাই।
* সমাজ গঠনে অসামান্য অবদানের জন্য সকল শিক্ষক -শিক্ষিকাদের জানাই শুভ শিক্ষক দিবস!
* আপনাদের কাছে পেয়েছি শিক্ষার আলো, আপনাদের কাছে শিখেছি মানবতার বাণী। হ্যাপি টিচার্স ডে...
* প্রতি বছর ৫ সেপ্টেম্বর মানেই ভিড় করে আসা স্মৃতি... হ্যাপি টিচার্স ডে!
* You have taught me many things in life, but the most important lesson I learnt is how to be a better person. Happy Teacher's Day!
* Great inventors and leaders are not born. They are motivated and inspired to do great teachers like you. Happy Teacher's Day!
* I feel extremely lucky that I have you as a teacher. Here's wishing you a very Happy Teacher's Day.
* Wishing all my teachers a very Happy Teacher's Day. Thanks for everything.
* Happy teacher's day to all parents and Teachers.