Happy Valentine's Week 2025 Wishes: হ্যাপি ভ্যালেন্টাইন্স উইক, মনের মানুষকে পাঠান প্রেমের এসব মেসেজ

Valetine's Day 2025 Wishes: মনের মানুষকে জানান আপনার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ এবং কাছের। উপহারের পাশাপাশি ভালোবাসা হোক শুধু প্রেমের সপ্তাহ নয়, সারা জীবনের মূলমন্ত্র। মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে, ভ্যালেন্টাইনস উইকে-তে পাঠান এই সব বিশেষ মেসেজ।  

Advertisement
হ্যাপি ভ্যালেন্টাইন্স উইক, মনের মানুষকে পাঠান প্রেমের এসব মেসেজ

ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। বসন্ত, সরস্বতী পুজো ছাড়াও ফেব্রুয়ারিতে রয়েছে ভ্যালেন্টাইন্স উইক। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। শহর জুড়ে ইতিমধ্যেই যেন প্রেমের মরসুম।  

৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ। অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক প্রেমের দিন। তবে বর্তমান সময়ে মনের মানুষের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন বা একটা সপ্তাহ যদি একে- অপরকে কিছুটা বাড়তি ভাল লাগার অনুভূতি দেওয়া যায়, তাহলে ক্ষতি কী? 

মনের মানুষকে জানান আপনার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ এবং কাছের। উপহারের পাশাপাশি ভালোবাসা হোক শুধু প্রেমের সপ্তাহ নয়, সারা জীবনের মূলমন্ত্র। মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে, ভ্যালেন্টাইনস উইকে-তে পাঠান এই সব বিশেষ মেসেজ।  

 

Happy Valentines Week 2025

ভ্যালেন্টাইন্স উইক ২০২৫-র প্রেমের মেসেজ (Valentine's Week 2025 Wishes)

* ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যমান থাকে। 

* আমি সারা জীবন তোমার ভ্যালেন্টাইন হয়ে থাকতে চাই। ভালোবাসা ও শুভেচ্ছা তোমায়।  

* প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয় । বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয় ।

* তোমাকে ভালোবেসে আমি কখনও ক্লান্ত হব না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ। হ্যাপি ভ্যালেন্টাইনস উইক মাই লাভ। 

 

Happy Valentines day 2025

* এক মুঠো স্বপ্ন দিলাম, নিজের মত গড়ে নিও। এক মুঠো ভালোবাসা দিলাম, যত্ন করে রেখো। 

* আমাদের এই বন্ধন জন্ম জন্মান্তের। তোমায় অনেক ভালোবাসি... হ্যাপি ভ্যালেন্টাইনস উইক ২০২৫! 

* তোমার মতো একজন ভ্যালেন্টাইন পেয়ে, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। 

* একবার যখন ভালোবেসেছি, ছাড়ব না আর হাল। আমি তোমার পাশে ছিলাম, এখনও আছি আর থাকব চিরকাল। 

Advertisement

* হ্যাপি ভ্যালেন্টাইন্স উইক, মাই ভ্যালেন্টাইন! 

 

Happy Valentines Week 2025

* খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে। তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়, সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।

* ভালোবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস। তুমি আমার প্রাণের মাঝে প্রাণ... অনেক ভালোবাসি তোমায়। 

* কখনও যদি শূন্যতায় সীমা খুঁজে না পাও আমায় অনুভব করো, পথ হয়ে খুজে নেব তোমায়। যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে, আমায় ডেকো জল মুছে দেবো আমি। 

* কল্পনাতে নয়, আমি বাস্তবে তোমায় চাই। ছলনাতে নয়, ভালোবাসায় আমি তোমাকে চাই, ক্ষণিকের জন্য নয়, চিরদিনের জন্য আমি তোমায় চাই।

 

Happy Valentines Week 2025

* শীতের চাঁদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে, হাত দুটি দাও বিলিয়ে। শিশিরের শীতল স্পর্শে জদি শিহরিত হয় তোমার মন, তাহলে বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ। 

* যদি কখনও নিরবতার নিস্তব্ধে একাকীত্ব অনুভব করো তুমি জানিয়ে দিও , সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি।

* ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেক চিরকাল। 

* সুখ যদি হৃদয় হত। তুমি হতে হাসি। হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি। 

* শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়। শুধু ভাল লাগার জন্য ভালোবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা। 

* অনেক ভালোবাসি তোমায়, এভাবেই পাশে থেকো। 
 

POST A COMMENT
Advertisement