Hilsa: ইলিশের এই পিসটাই সবচেয়ে টেস্টি, কেনার আগেই জেনে নিন

বাঙালি মানেই 'মাছে-ভাতে'। আর বিভিন্ন মাছের মধ্যে সবচেয়ে সুস্বাদু হল ইলিশ মাছ। ইলিশ মাছ বাঙালির অত্যন্ত প্রিয় মাছ। এমন সুস্বাদু মাছ পাতে পড়লে সকলে চেটেপুটে খান। ইলিশ মাছ বাঙালির কাছে একটা আবেগের মতো। রুপোলি শস্য তাই বড়ই প্রিয়। ইলিশ মাছ দিয়ে নানা পদ রান্না করা হয়। প্রতিটি পদই লোভনীয় হয় খেতে। ইলিশ মাছের মাথা থেকে লেজ পুরো অংশটাই সুস্বাদু হয়। তবে তার মধ্যেও ইলিশ মাছের এই অংশের স্বাদ বেশি হয়।

Advertisement
ইলিশের এই পিসটাই সবচেয়ে টেস্টি, কেনার আগেই জেনে নিনইলিশ মাছ

বাঙালি মানেই 'মাছে-ভাতে'। আর বিভিন্ন মাছের মধ্যে সবচেয়ে সুস্বাদু হল ইলিশ মাছ। ইলিশ মাছ বাঙালির অত্যন্ত প্রিয় মাছ। এমন সুস্বাদু মাছ পাতে পড়লে সকলে চেটেপুটে খান। ইলিশ মাছ বাঙালির কাছে একটা আবেগের মতো। রুপোলি শস্য তাই বড়ই প্রিয়। ইলিশ মাছ দিয়ে নানা পদ রান্না করা হয়। প্রতিটি পদই লোভনীয় হয় খেতে। ইলিশ মাছের মাথা থেকে লেজ পুরো অংশটাই সুস্বাদু হয়। তবে তার মধ্যেও ইলিশ মাছের এই অংশের স্বাদ বেশি হয়।

ইলিশের কোন অংশের স্বাদ সবচেয়ে বেশি?
ইলিশ মাছের পেটের অংশটা সবচেয়ে বেশি সুস্বাদু হয় খেতে। তাই ইলিশের পেটের অংশটিই বেশি করে পরিবেশন করা হয়। ইলিশের লেজে সবচেয়ে বেশি কাঁটা থাকে। তাই অনেকেই লেজ খেতে চান না। আবার ইলিশের মাথা দিয়েও দারুণ দারুণ সব পদ রান্না করা হয়, যা খুবই টেস্টি হয়।

কোন ধরণের ইলিশ সবচেয়ে সুস্বাদু?
অনেকে বলেন সমুদ্রের নয়, নদীর ইলিশের স্বাদ বেশি। অর্থাৎ মিষ্টি জলের ইলিশ ভাল। এর একটা কারণ হল, ইলিশ যত সমুদ্র থেকে দূরে আসে দেহে লবণের পরিমাণ কমতে থাকে। তার স্বাদ তত বাড়ে। নোনা জল থেকে ধরা হলে লবণাক্ত গন্ধ থাকবে। মিষ্টি জলের হলে এমন গন্ধ থাকবে না। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ‘নদী ও সমুদ্রের ইলিশ বোঝার উপায় হল- নদীর ইলিশ একটু বেঁটে খাটো হবে, আর সাগরের ইলিশ হবে সরু ও লম্বা। পার্থক্য রয়েছে রঙের দিক থেকেও।

নদীর ইলিশ বিশেষ করে পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল। নদীর ইলিশ চকচকে বেশি হবে, রঙ হবে অত্যাধিক রুপালি। আর সমুদ্রের ইলিশ অপেক্ষাকৃত কম উজ্জ্বল।’ পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের আকার পটল আকৃতির। মাথা আর লেজ সরু আর পেট মোটা। তবে নদীর ইলিশের স্বাদ বেড়ে যাওয়ার আরেকটি কারণ সমুদ্র থেকে ইলিশ নদীতে প্রবেশের পরে নদীর উজানে অর্থাৎ স্রোতের বিপরীতে যখন চলে, তখন ইলিশের শরীরে চর্বি জমা হয়।

Advertisement

এই চর্বির জন্যই নদীর ইলিশের স্বাদ বেশি হয়। আর কে না জানে বর্ষাকালে পাওয়া ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ হয় সবচেয়ে বেশি। মূলত দুটি মরসুমে ইলিশের খাবারের প্রাচুর্য বেশি দেখা গেছে। এর মধ্যে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ৮০ শতাংশ ইলিশ ধরা পড়ে।

TAGS:
POST A COMMENT
Advertisement