Monsoon Clothes Drying: বর্ষায় জামাকাপড় দ্রুত শুকনোর সহজ উপায়, রইল ধামাকা টিপস

বর্ষাকালে জামাকাপড় শুকোনো যে কী ঝক্কির কাজ, তা সকলেরই জানা। দিনের পর দিন বৃষ্টি চললে কাপড় শুকোনো হয়ে দাঁড়ায় এক বড় সমস্যা।

Advertisement
বর্ষায় জামাকাপড় দ্রুত শুকনোর সহজ উপায়, রইল ধামাকা টিপসবর্ষায় জামাকাপড় দ্রুত শুকিয়ে নেবেন কীভাবে?
হাইলাইটস
  • বর্ষাকালে জামাকাপড় শুকোনো যে কী ঝক্কির কাজ, তা সকলেরই জানা।
  • বৃষ্টি চললে কাপড় শুকোনো হয়ে দাঁড়ায় এক বড় সমস্যা।
  • জামাকাপড় দ্রুত শুকনোর কিছু সহজ টিপস রইল।

বর্ষাকালে জামাকাপড় শুকোনো যে কী ঝক্কির কাজ, তা সকলেরই জানা। দিনের পর দিন বৃষ্টি চললে কাপড় শুকোনো হয়ে দাঁড়ায় এক বড় সমস্যা। কখনও রোদ ওঠে, তো কখনও ঝমঝমিয়ে আবার বৃষ্টি। এমন পরিস্থিতিতে ঘরে কাপড় শুকোতে দিলে স্যাঁতস্যাঁতে গন্ধ পর্যন্ত শুরু হয়। তাই বর্ষায় জামাকাপড় দ্রুত শুকনোর কিছু সহজ টিপস রইল এই প্রতিবেদনে। এই ঘরোয়া পদ্ধতিগুলি মেনে চললেই বর্ষাতেও জামাকাপড় ফ্রেশ ও শুকনো থাকবে।

১. অতিরিক্ত জল ভালো করে ঝাড়ুন

ওয়াশিং মেশিন ব্যবহার করলে স্পিন মোডে অতিরিক্ত জল ঝাড়ার ব্যবস্থা থাকে। হাত দিয়ে কাপড় কাচলে যতটা সম্ভব জল বার করে নিন। এতে জামাকাপড় দ্রুত শুকোবে।

২. ফ্যানের নিচে বা হেয়ার ড্রায়ার ব্যবহার করুন

বর্ষাকালে জামাকাপড় শুকনোর জন্য ঘরের মধ্যে ফ্যান চালিয়ে দিন। প্রয়োজনে হেয়ার ড্রায়ার দিয়েও কিছু সময় গরম হাওয়া লাগিয়ে দিতে পারেন। এতে জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে।

৩. গন্ধ এড়াতে ভিনেগার ব্যবহার করুন

বর্ষায় কাপড় শুকোতে দেরি হলে অনেক সময় গন্ধ হয়ে যায়। এই সমস্যা এড়াতে কাপড় কাচার জলে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে দিন। এতে গন্ধ হবে না এবং কাপড় পরিষ্কার থাকবে।

৪. সঠিকভাবে কাপড় মেলে দিন

ঘরের মধ্যে জামাকাপড় মেলার সময় খেয়াল রাখুন যাতে সব জামাকাপড় ছড়িয়ে থাকে। গোটানো অবস্থায় রাখলে দ্রুত শুকোবে না।

৫. ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন

যদি ঘরে ডিহিউমিডিফায়ার থাকে, তবে সেটি চালু করে জামাকাপড়ের কাছে রেখে দিন। এতে ঘরের আর্দ্রতা কমে এবং দ্রুত জামাকাপড় শুকিয়ে যায়।

৬. গরম ইস্ত্রি ব্যবহার করুন

যদি খুব প্রয়োজন হয়, তবে কাপড় কিছুটা শুকিয়ে নিয়ে গরম ইস্ত্রির সাহায্যে বাকি জল বের করে নিতে পারেন। এতে জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে।

বর্ষার দিনে জামাকাপড় শুকোনো সমস্যা হলেও কিছু সহজ উপায় মাথায় রাখলে এই সমস্যার সমাধান সম্ভব। নিয়ম মেনে জামাকাপড় শুকালে দুর্গন্ধ থেকেও রেহাই মিলবে।

Advertisement

POST A COMMENT
Advertisement