How to Make Fertilizers: বাড়ির সবজির খোসা, চা পাতা, ডিমের খোসা থেকে সার বানাবেন কীভাবে?

বাজার থেকে সার কিনতে না গিয়ে চাইলে বাড়ির সবজির খোসা, চায়ের পাতা, ডিমের খোসা বা রান্নাঘরের জিনিসপত্র দিয়েই তৈরি করা যায় অর্গানিক সার।

Advertisement
বাড়ির সবজির খোসা, চা পাতা, ডিমের খোসা থেকে সার বানাবেন কীভাবে?সবজির খোসা থেকে সার বানানোর পদ্ধতি।

আজকাল অনেকেই বারান্দা বা ছাদে টবে টবে সবজি ও ফুল গাছ করেন। কিন্তু গাছ বড় করতে গেলে সার প্রয়োজন। বাজার থেকে সার কিনতে না গিয়ে চাইলে বাড়ির সবজির খোসা, চায়ের পাতা, ডিমের খোসা বা রান্নাঘরের জিনিসপত্র দিয়েই তৈরি করা যায় অর্গানিক সার। এতে খরচও বাঁচবে আবার গাছও হবে স্বাস্থ্যকর।

সবজির খোসা দিয়ে সার
বাড়ির আলু, পেঁপে, লাউ, কুমড়ো, কলার খোসা ফেলে না দিয়ে আলাদা করে জমিয়ে রাখুন। এগুলি একটি বালতিতে মাটির সঙ্গে মিশিয়ে কিছুদিন রেখে দিন। কয়েক সপ্তাহ পর এগুলি পচে পুষ্টিকর কম্পোস্টে পরিণত হবে। এই সার সব ধরনের গাছের জন্য ভালো কাজ করে।

চায়ের পাতা দিয়ে সার
প্রতিদিনের ব্যবহৃত চা পাতাগুলি শুকিয়ে নিয়ে টবে মাটির সঙ্গে মিশিয়ে দিন। চাইলে ভিজে চায়ের কণা মাটির উপরে ছড়িয়ে দিলেও হবে। এতে মাটির উর্বরতা বাড়ে এবং গাছের বৃদ্ধি দ্রুত হয়।

ডিমের খোসা 
ডিমের খোসায় ক্যালসিয়াম থাকে। গুঁড়ো করে গাছের গোড়ায় ছিটিয়ে দিলে গাছের শিকড় শক্ত হয়। বিশেষ করে টমেটো, বেগুন বা মরিচ গাছে এই সার খুব উপকারী।

ফলের খোসা দিয়ে তরল সার
কলা বা কমলার খোসা ব্লেন্ডারে জল দিয়ে মিশিয়ে নিন। গাছের গোড়ায় ঢেলে দিলে গাছ দ্রুত পুষ্টি পায়।

রান্নাঘরের জল নষ্ট করবেন না
ভাতের মাড়, ডাল সেদ্ধ জল, ডিম সেদ্ধ জল গাছের গোড়ায় ঢেলে দিলে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এতে গাছের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ থাকে।  

POST A COMMENT
Advertisement