scorecardresearch
 

Independence Day 2022 Songs: স্বাধীনতা দিবসে শুনুন এই সেরা দেশাত্মবোধক গানগুলি

Independence Day Special songs: যে সমস্ত দেশনায়কেরা নিজেদের প্রাণের চিন্তা না করে দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের স্মরণার্থে বহু গান রচিত হচ্ছে ভিন্ন ভাষায়, ভিন্ন সুরে।

Advertisement
সেরা দেশাত্মবোধক গান সেরা দেশাত্মবোধক গান

প্রায় ২০০ বছর ব্রিটিশদের অধীনে থাকার পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা (Independence) পায় ভারতবর্ষ (India)। সেই হিসেবে এটাই হতে চলেছে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস (75th Independence Day)। জাতি-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল এই দিনটি।

প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে স্বাধীনতা দিবস উদযাপন (Independence Day Celebrations)। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি। এটি যেন কোনও উৎসবের থেকে দেশবাসীর জন্য কোনও অংশে কম না। চারিদিকে উড়তে থাকে তেরঙ্গা। বাতাসে যেন ভেসে আসে 'বন্দেমাতরম!'....

বছরের এই দিনটিকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গান। যে সমস্ত দেশনায়কেরা নিজেদের প্রাণের চিন্তা না করে দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের স্মরণার্থে বহু গান রচিত হচ্ছে ভিন্ন ভাষায়, ভিন্ন সুরে। স্বাধীনতা দিবস উপলক্ষে দেখে নিন, সেরা দেশাত্মবোধক গানগুলি (Patriotic Songs)। 

স্বাধীনতা দিবস ২০২২: দেশাত্মবোধক গান (Independence Day 2022: Patriotic Songs) 

* সন্দেশ আতি হ্যায় (Sandese Aate Hain)

* মা তুঝে সালাম (Maa Tujhe Salaam) 

* বন্দেমাতম (Vande Mataram)

* অ্যায় মেরে ওয়াতান কে লোগো (Ae Mere Watan Ke Logon)

* মেরা রঙ্গ দে বসন্তী (Mere Rang De Basanti)

* অ্যায়সা দেশ হে মেরা (Aisa Desh Hain Mera)

 

* * অ্যায় ওয়াতান তেরে লিয়ে  (Aye Watan Tere Liye)

* সারফারোশি কি তামান্না (Sarfaroshi Ki Tamanna)

Advertisement

* রঙ্গ দে বসন্তী (Rang De Basanti)

* মেরি দেশ কি ধরতি (Mere Desh Ki Dharti)

* তেরি মিট্টি  (Teri Mitti)

 এবারও দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। এবছর ১২ থেকে ১৫ অগাস্ট, এই তিন দিন ‘হর ঘর তেরঙা’-প্রচারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'আজাদি কি অমৃত মহোৎসব' অনুষ্ঠানের আওতায় একটি বিশেষ আন্দোলন হচ্ছে— 'হর ঘর তেরঙা'।  

Advertisement