
আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২৫ সমাজে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ পুরুষেরা। বলা যায়, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। সমাজে পুরুষদের উল্লেখযোগ্য অবদান। প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস (International Men's Day)। পুরুষদের মধ্যে লিঙ্গ ভিত্তিক সমতা, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং সমাজে তাদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ্যে বিশ্বজুড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়।
পুরুষ দিবস (Men's Day), লিঙ্গ পক্ষপাত এবং অসাম্যতাকে চ্যালেঞ্জ জানায়। পুরুষেরাও বিশ্বকে জয় করতে জানেন, বিভিন্ন ক্ষেত্রে জয়ধ্বজা উড়িয়ে। যদিও অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক পুরুষ দিবস। তবে এই একবিংশ শতাব্দীতে, প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে অসম্ভব হয় সেটা। তাই একটা দিন যদি পুরুষেরা একটু 'স্পেশাল ফিল' করেন, তাহলে ক্ষতি কী? তবে শুধু এক দিনের নয়, বছরের প্রতিদিন যেন সব পুরুষরাই তাঁদের যোগ্য সম্মান, মর্যাদা ও অধিকার পান। একদিন না মনে মনে রোজ হোক পুরুষ দিবস। এই পুরুষ দিবসে আপনার পরিচিত ও কাছের পুরুষদের শুভেচ্ছা জানান এই মেসেজের (International Men's Day Message) মাধ্যমে।

পুরুষ দিবসের শুভেচ্ছা (Men's Day Wishes)
* জীবনে দায়িত্ব নেওয়া কাকে বলে, তা শিখেছি তোমার থেকেই। তুমি না থাকলে জানতেই পারতাম না কাঁধে গুরুভার নেওয়ার অর্থ কী।
* সাহস এবং মর্যাদার সঙ্গে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সমস্ত পুরুষদের জন্য শুভেচ্ছা রইল!
* শুভ পুরুষ দিবস ২০২৫।
* আজ আপনার জীবনের আশ্চর্যজনক পুরুষদের উদযাপন করুন! হ্যাপি মেনস ডে।
* এই সমাজে নারী এবং পুরুষের ভূমিকা সমান-সমান। এমন একটি বিশেষ দিনে সমাজের সেই অর্ধেক চালিকা শক্তিকে জানাই শুভেচ্ছা।

* হ্যাপি মেনস ডে।
* সকলকে জানাই আন্তর্জাতিক পুরুষ দিবস।
* এই বিশেষ দিনে, আমি তোমায় আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাই!
* পুরুষ দিবসের শুভেচ্ছা।
* সমাজের সমস্ত রোল মডেল পুরুষদের আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা!
* নারীরা ছাড়া যেমন জীবন সম্পূর্ণ অচল। পুরুষরা ছাড়াও তাই। হ্যাপি মেনস ডে।
* সমাজ চালাতে পুরুষের ভূমিকা অপরিসীম। আমার সকল পুরুষ বন্ধু এবং সহযোদ্ধাদের জানাই আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।

* আজকের দিনটি তোমার জন্য। তোমার মতো করে যারা কঠোর পরিশ্রম করে সমাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের জন্য। পুরুষ দিবসের শুভেচ্ছা।
* আমার সব পুরুষ বন্ধু ও সহযোদ্ধাদের জানাই কুর্নিশ।
* যারা ইতিবাচক পরিবর্তন তৈরি করে এবং উদাহরণ দিয়ে নেতৃত্ব দেয় তাদের জন্য-শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস!
* আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা! আমায় এতটা সমর্থন করার জন্য এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
* শুধু আজকের দিনটি নয়, রোজ দারুন কাটুক! হ্যাপি মেনস ডে।
* সব সময় শক্তি এবং উৎসাহের উৎস হওয়ার জন্য তোমায় ধন্যবাদ। পুরুষ দিবসের শুভেচ্ছা!

আন্তর্জাতিক পুরুষ দিবস কীভাবে শুরু?
১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে টমাস ওস্টার শুরু করেছিলেন এই বিশেষ দিনটির। যদিও তার এক বছর আগে, ১৯৯১ সালের ৮ ফেব্রুয়ারী প্রথমে আন্তর্জাতিক পুরুষ দিবসের পরিকল্পনাটি নেওয়া হয়েছিল। ১৯৯৯ সালে এই দিনটির ত্রিনিদাদ ও টোবাগোতে পুনরায় সূচনা করা হয়েছিল। এই অনুষ্ঠানটি পুনরূদ্ধারকারী জেরোম তেলকসিংহ তাঁর বাবার জন্মদিনকে শ্রদ্ধা জানাতে ১৯ নভেম্বরকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসাবে বেছে নিয়েছিলেন।

আন্তর্জাতিক পুরুষ দিবস পালন
বিশ্বের প্রায় ৭০টিরও বেশি দেশে পালন করা হয় এই বিশেষ দিনটি। এর মধ্যে ভারত ছাড়াও রয়েছে আমেরিকা, রাশিয়া,চিন, কানাডা,জামাইকা, কিউবা, স্কটল্যান্ড, পাকিস্তান, ক্রোয়েশিয়া, সিঙ্গাপুর, মাল্টা, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, ইউক্রেন ইত্যাদি। বর্তমানে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বিভিন্ন সেমিনার, ওয়েবিনার বা অনুষ্ঠান হয়। শপিং মল থেকে শুরু করে অনলাইন কেনাকাটায় থাকে বিশেষ ছাড়। কাছের মানুষের হাতে উপহার তুলে দেন অনেকেই। জীবনদের পুরুষদের এই দিনটি কিছুটা স্পেশাল বানাতে চেষ্টা করেন মহিলারা।