International Men's Day 2021: আজ আন্তর্জাতিক পুরুষ দিবস! জানুন এই বিশেষ দিনের থিম, ইতিহাস ও গুরুত্ব

International Men's Day 2021: সমাজে পুরুষদের উল্লেখযোগ্য অবদান এবং তাঁরা যেসব সমস্যা মোকাবেলা করেন, সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে, প্রতি বছর ১৯ নভেম্বর, বিশ্বজুড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়। 

Advertisement
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস! জানুন এই বিশেষ দিনের থিম, ইতিহাস ও গুরুত্ব আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২১
হাইলাইটস
  • প্রতি বছর ১৯ নভেম্বর, বিশ্বজুড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়। 
  • এই বছরের থিম, 'পুরুষ ও নারীদের লিঙ্গ সম্পর্ক উন্নয়ন'।
  • বর্তমানে বিভিন্নভাবে উদযাপন হয় এই বিশেষ দিন।

International Men's Day 2021: আমাদের সমাজে শুধু নারী বা শুধু পুরুষ না, উভয়কে ছাড়াই কল্পনা করা যায় না। সমাজে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাঁরা। বলা যায় একে অপরের পরিপূরক। সমাজে পুরুষদের উল্লেখযোগ্য অবদান এবং তাঁরা যেসব সমস্যা মোকাবেলা করেন, সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে, প্রতি বছর ১৯ নভেম্বর, বিশ্বজুড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস (International Men's Day) উদযাপিত হয়। 

আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২১ -এর থিম (International Men's Day 2021 Theme)

আন্তর্জাতিক পুরুষ দিবসের ছয়টি স্তম্ভের মধ্যে একটি হল, লিঙ্গ সম্পর্ক উন্নত করা এবং শুধুমাত্র পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্যও লিঙ্গ সমতা নিশ্চিতিকরণ। এই বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের থিম, 'পুরুষ ও নারীদের লিঙ্গ সম্পর্ক উন্নয়ন (Better relations between men and women)।'

International Mens Day 2021 theme history significance celebrations

আন্তর্জাতিক পুরুষ দিবসের ইতিহাস (International Men's Day History)

প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস । ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে টমাস ওস্টার শুরু করেছিলেন এই বিশেষ দিনটির। যদিও তার এক বছর আগে,  ১৯৯১ সালের ৮ ফেব্রুয়ারী প্রথমে  আন্তর্জাতিক পুরুষ দিবসের পরিকল্পনাটি নেওয়া হয়েছিল। ১৯৯৯ সালে এই দিনটির ত্রিনিদাদ ও টোবাগোতে পুনরায় সূচনা করা হয়েছিল। এই অনুষ্ঠানটি পুনরূদ্ধারকারী জেরোম তেলকসিংহ তাঁর বাবার জন্মদিনকে শ্রদ্ধা জানাতে ১৯ নভেম্বরকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসাবে বেছে নিয়েছিলেন। 

আরও পড়ুন:  বিয়ে থেকে গৃহপ্রবেশ! জানুন, অগ্রহায়ণের সবচেয়ে শুভ ও বিশেষ দিনক্ষণ

পুরুষদের মধ্যে লিঙ্গ ভিত্তিক সমতা, তাঁদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং সমাজে পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ্যে বিশ্বজুড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়।

International Mens Day 2021 theme history significance celebrations

কোথায় পালন হয় আন্তর্জাতিক পুরুষ দিবস (Where are International Men's Day Celebrated)

বিশ্বের প্রায় ৭০টিরও বেশি দেশে পালন করা হয় এই বিশেষ দিনটি। এর মধ্যে ভারত ছাড়াও রয়েছে আমেরিকা, রাশিয়া,চিন, কানাডা,জামাইকা, কিউবা, স্কটল্যান্ড, পাকিস্তান, ক্রোয়েশিয়া, সিঙ্গাপুর, মাল্টা, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, ইউক্রেন ইত্যাদি। 

Advertisement

আরও পড়ুন: "আমার ছবিতে ঋতুদা-র সিনেমার প্রেক্ষাপট ব্যবহার করেছি..." 'একান্নবর্তী' প্রসঙ্গে মনখোলা আড্ডায় মৈনাক

 

International Mens Day 2021 theme history significance celebrations

আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন (International Men's Day Celebrations)

বর্তমানে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বিভিন্ন সেমিনার, ওয়েবিনার বা অনুষ্ঠান হয়। শপিং মল থেকে শুরু করে অনলাইন কেনাকাটায় থাকে বিশেষ ছাড়। কাছের মানুষের হাতে উপহার তুলে দেন অনেকেই। জীবনদের পুরুষদের এই দিনটি কিছুটা স্পেশাল বানাতে চেষ্টা করেন মহিলারা।

আরও পড়ুন: ২০২২ সালে দুর্ভাগ্যের সম্ভাবনা এই ৩ রাশির জাতক-জাতিকাদের

পুরুষ দিবস, লিঙ্গ পক্ষপাত এবং অসাম্যতাকে চ্যালেঞ্জ জানায়। পুরুষেরাও বিশ্বকে জয় করতে জানেন, বিভিন্ন ক্ষেত্রে জয়ধ্বজা উড়িয়ে। যদিও অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক পুরুষ দিবস। তবে এই একবিংশ শতাব্দীতে, প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে অসম্ভব হয় সেটা। তাই একটা দিন যদি পুরুষেরা একটু 'স্পেশাল ফিল' করেন, তাহলে ক্ষতি কী?  তবে সব শেষে বলা যায় শুধু এক দিনের নয়, বছরের প্রতিদিন যেন সব পুরুষরাই তাঁদের যোগ্য সম্মান, মর্যাদা ও অধিকার পান। একদিন না মনে মনে রোজ হোক পুরুষ দিবস। 

 

POST A COMMENT
Advertisement