'যে রাঁধে সে চুলও বাঁধে'! এই সমাজ নারী ছাড়া কল্পনা করা যায় না। সমাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নারী। তা সে মা, বোন, মেয়ে, বান্ধবী এইরকম নানা নামেই হতে পারে। রাত পেরোলেই আন্তর্জাতিক নারী দিবস। এই বছরের নারী দিবসের থিম 'চুজ় টু চ্যালেঞ্জ' (Choose To Challenge)। আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) এমন একটি বিশেষ দিন যা মহিলাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সাফল্য উদযাপন করা হয়।
নারী দিবস, লিঙ্গ পক্ষপাত এবং অসাম্যতাকে চ্যালেঞ্জ জানায়। আজকের নারীরা নিজেদের বেড়াজাল পেরিয়ে ডানা মেলে উড়তে জানেন। তাঁরা বিশ্বকে জয় করতে জানেন, বিভিন্ন ক্ষেত্রে জয়ধ্বজা উড়িয়ে।
নারীরা শক্ত হাতে, যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বহির্জগতেও তাঁরা অসামান্যা। তাই সকল নারীদের এই বছর ভার্চুয়াল মাধ্যমে কুর্নিশ জানান।
যেই শুভেচ্ছা বার্তাগুলি নারী দিবসে পাঠাতে পারেন:
* আজকের দুনিয়ায় এমন কোনও কাজ নেই যা মেয়েরা পারে না। শুভ আন্তর্জাতিক নারী দিবস।
*তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান। শুভ নারী দিবস!
* বাধা এলে মুখোমুখি দাঁড়াবে তাঁরা। তাঁদের মধ্যেই আছে অনন্ত শক্তির আধার।
* তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর আর তাই তো তুমি নারী।
* পৃথিবীর প্রাণ তুমি, তোমার থেকে সৃষ্ট আমি, আজ তাই তোমারে নমি। শুভ নারী দিবস।
* তুমি সব সময় আমার অনুপ্রেরণা। আমার জন্যে যা কিছু করেছো তাঁর জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। শুভ নারী দিবস ২০২১!
* নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত। তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। শুভ নারী দিবস।
* তুমি আমার জীবনের সেরা চমক, আমার স্ত্রী! তোমায় অনেক ভালবাসি। শুভ নারী দিবস ২০২১!
* আমার প্রিয় মা, তোমার ভালোবাসা এবং যত্নের জন্য যত ধন্যবাদই দেবো তাই ছোট। শুভ নারী দিবস মা!
* আমার জীবন এতটা গুছিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ। নারী দিবসের শুভেচ্ছা।
* এভাবেই আগলে রেখো আমায়। আমি গর্বিত তোমায় পেয়ে। আমার জন্যে রোজই নারী দিবস।
* নারী দিবসের অনেক শুভেচ্ছা! শুভ হোক রোজ।
* প্রতিটি দিনই হোক নারী দিবস। শুভেচ্ছা সকল নারীদের।
* তুমিই অনন্যা! শুভ নারী দিবস।
* সকল নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।