IRCTC Tour Package To Thailand: কোভিড অতিমারির রেশ অনেকটাই কেটে গিয়েছে। ঘরবন্দি থাকার পর মানুষ ঘুরতে বেরোচ্ছেন। পর্যটনকেন্দ্রগুলিও ভরে উঠছে পর্যটকদের ভিড়ে। দেশের বিভিন্ন জায়গায় সস্তায় ট্যুরের আয়োজন করে ভারতীয় রেলেরই সংস্থা আইআরসিটিসি (IRCTC)। এবার বিদেশ ভ্রমণের জন্য দুর্দান্ত এয়ার ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে এই সংস্থা। এই প্যাকেজে থাইল্যান্ডে ৫ দিন ৬ রাত থাকা যাবে।
কোথায় কোথায় ঘোরানো হবে?
এই প্যাকেজে পাটায়ায় আলকাজার শো, কোরাল আইল্যান্ড এবং নাং নুচ ট্রপিক্যাল গার্ডেন, ব্যাংককের জেমস গ্যালারি, ব্যাংককের হাফ ডে সিটি ট্যুর, চায়ো প্রায়া ক্রুজ, সাফারি ওয়ার্ল্ড এবং মেরিন পার্ক ইত্যাদি দর্শনীয় স্থানে ঘুরতে পারবেন পর্যটকরা। এই ট্যুর প্যাকেজে যাত্রীদের জন্য লখনউ থেকে কলকাতা হয়ে ব্যাংকক (থাইল্যান্ড) যাওয়ার ফ্লাইট এবং ব্যাংকক (থাইল্যান্ড) থেকে দিল্লি হয়ে লখনউ পর্যন্ত ফিরতি যাত্রার ব্যবস্থা করা হয়েছে।
সুবিধা এবং ভাড়া
এই প্যাকেজে বিমান ভাড়া, ভিসা ফি, তিন তারকা হোটেলে থাকার ব্যবস্থা এবং ভারতীয় খাবারের ব্যবস্থা (ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার) থাকছে। দুই/তিনজন একসঙ্গে থাকার জন্য প্যাকেজের মূল্য মাথাপিছু ৫৯,৭০০ টাকা। একজন ব্যক্তি ঘুরতে গেলে খরচ হবে ৬৯,৮৫০।
বুকিংয়ের সময় প্রয়োজনীয় নথিপত্র
- অন্তত ৬ মাসের জন্য বৈধ পাসপোর্ট। বৈধ।
- জনপ্রতি ৭০০ মার্কিন ডলার বা পরিবার প্রতি ১৪০০ মার্কিন ডলার ন্যূনতম ব্যালেন্স-সহ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।
-পিছনে আবেদনকারীর স্বাক্ষর-সহ দুটি ছবি (৩ মাসের পুরোন চলবে না)৷
IRCTC উত্তরাঞ্চলের আঞ্চলিক অধিকর্তা অজিত কুমার সিনহা জানিয়েছেন, লখনউয়ে অবস্থিত IRCTC অফিস বা IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট irctctourism.com-এ গিয়েও থাইল্যান্ডের প্যাকেজ কেনা যাবে। থাইল্যান্ড ট্যুর হবে ২৩ জুলাই ২৮ জুলাইয়ের মধ্যে।
আরও পড়ুন- আট থেকে আশির স্কিম পোস্ট অফিসে, টাকা ডবল হওয়ার সুযোগ