হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারধাম যাত্রা। সেই যাত্রার সূচনা হয়ে গিয়েছে উত্তরাখণ্ডে। ভারতের চারটি বিখ্যাত তীর্থস্থান চারধাম যাত্রায় ধরা হয়। উত্তরাখণ্ডের বদ্রীনাথ, তামিলনাড়ুর রামেশ্বরম, ওড়িশার পুরী এবং গুজরাটের দ্বারকা হল চর ধাম। ২২ এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু হয়েছে। কীভাবে চারধাম যাত্রায় যাবেন তার খুঁটিনাটি দেওয়া হল এই প্রতিবেদনে-
চারধাম যাত্রার জন্য ঘরে বসেই আবেদন করা যায়। তবে খারাপ আবহাওয়ার কারণে অফিসিয়াল ওয়েবসাইট ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে। রেজিস্ট্রেশন করতে উত্তরাখণ্ড চারধাম যাত্রা ওয়েবসাইটের অনলাইন পোর্টাল খুলুন। অনলাইন পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে ডান দিকে রেজিস্টার এবং লগইন অপশন আসবে। ওই বোতামে ক্লিক করুন। রেজিস্ট্রেশন করতে আপনাকে প্রথমে বাঁ দিকে সাইন আপ কলামটি পূরণ করতে হবে। এতে আপনার নাম ও মোবাইল নম্বর দিন। আপনি কোনও ট্যুর অপারেটরের সঙ্গে যাচ্ছেন না একা যাচ্ছেন, তা জানাতে হবে। সেই সঙ্গে পরিবার সঙ্গে গেলে সেটাও জানাতে হবে ওই ওয়েবসাইটে। এবার আপনার পাসওয়ার্ড সেট করুন। এখন সাইন আপ বাটনে ক্লিক করুন। আপনি OTP পাবেন। এবার ওটিপি ফিলআপ করুন।
সাইন আপ করার পর বাঁ দিকে সাইন ইন করতে হবে। সাইন ইন করতে প্রদত্ত স্পেসে আপনি যে নম্বর দিয়ে সাইন আপ করেছেন সেটি লিখুন। লিখুন আপনার পাসওয়ার্ড। স্ক্রিনে থাকা ক্যাপচা পূরণ করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি।
এবার চারধাম যাত্রার জন্য বাঁ দিকে ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডে আপনি তীর্থযাত্রার সফরসূচি তৈরি করতে পারেন। দেখতে পাবেন কোথা থেকে এবং কোন সময়ে চারধাম যাত্রা শুরু হবে।
চারধাম যাত্রার জন্য হোয়াটসঅ্যাপেও রেজিস্ট্রেশন করা যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও চারধামের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন গাইডে ক্লিক করলে ইউটিউব ভিডিও দেখা যাবে।
চারধাম যাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবা পেতে হোমপেজে হেলি যাত্রা বটমে ক্লিক করুন। শ্রী কেদারনাথ ধামে হেলিকপ্টারে ভ্রমণের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করতে হবে। হোটেল বুকিংয়ের জন্য হোম পেজে ড্যাশবোর্ডও দেওয়া হয়েছে। আপনি যে জেলায় থাকতে চান সেখানে হোটেল বুক করতে পারেন।
এখানে পুজো বুকিংয়ের অপশনও রয়েছে। তাতে ক্লিক করলে একটি নতুন ড্যাশবোর্ড খুলবে। এখানে শ্রী বদ্রীনাথ ধাম এবং শ্রী কেদারনাথ ধামের জন্য পুজো বুক করার অপশন পাবেন। অনলাইনে পুজো দেখার জন্য বুকিং করতে পারেন। অনলাইনে অনুদানও দিতে পারেন আপনি।
আরও পড়ুন- লিভার খারাপের এই ৬ লক্ষণ দেখা দেয় মুখেই, সতর্ক না হলে বিপদ
যানবাহনের জন্য যাত্রীরা অনলাইন গ্রিনকার্ড এবং ট্রিপকার্ড পান। শংসাপত্রও পেতে পারেন যাত্রীরা। Yatri Darshan Certificate-ও পাবেন তাঁরা।
ওয়েবসাইটে একটি টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে, যেখানে ফোন করে অন্যান্য তথ্য পেতে পারেন।