Migraine Tips: মাইগ্রেনের ব্যথায় কাবু? অবশ্যই এড়িয়ে চলুন এই ৫ বিষয়

Migraine Tips: মাথা ব্যথার সমস্যায় নাজেহাল মানুষের সংখ্যা কম নয়। এই সমস্যায় ভোগা মানুষরাই বোঝেন, এর থেকে ঠিক কতটা সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে মাইগ্রেন এক ধরনের তীব্র মাথাব্যথা, যা প্রকৃতপক্ষে একটি স্নায়ুবিক রোগ।

Advertisement
মাইগ্রেনের ব্যথায় কাবু? অবশ্যই এড়িয়ে চলুন এই ৫ বিষয়মাইগ্রেনের ব্যথা
হাইলাইটস
  • মাথা ব্যথার সমস্যায় নাজেহাল মানুষের সংখ্যা কম নয়। এই সমস্যায় ভোগা মানুষরাই বোঝেন, এর থেকে ঠিক কতটা সমস্যা দেখা দিতে পারে।
  • তার মধ্যে মাইগ্রেন এক ধরনের তীব্র মাথাব্যথা, যা প্রকৃতপক্ষে একটি স্নায়ুবিক রোগ।

মাথা ব্যথার সমস্যায় নাজেহাল মানুষের সংখ্যা কম নয়। এই সমস্যায় ভোগা মানুষরাই বোঝেন, এর থেকে ঠিক কতটা সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে মাইগ্রেন এক ধরনের তীব্র মাথাব্যথা, যা প্রকৃতপক্ষে একটি স্নায়ুবিক রোগ। এটি মাথার একদিকে বা দুই দিকেও হতে দেখা যায়। যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে তাদের শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবারের (চকোলেট, আঙুরের রস, পনির) প্রভাবে পুনরায় নতুন করে ভয়ঙ্কর মাথাব্যথা শুরু হতে পারে। মাইগ্রেন প্রতি ৫ জন নারীর মধ্যে একজনের এবং প্রতি ১৫ জন পুরুষের মধ্যে একজনের থাকে। তাই যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাঁদের এই ব্যথার জন্য দায়ী কিছু কাজ বা অভ্যাস এড়িয়ে চলাই ভালো। এতে মাইগ্রেনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।

আবহাওয়া
অতিরিক্ত রোদে ঘোরাঘুরির কারণে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। এছাড়াও অতিরিক্ত গরম, অতিরিক্ত আর্দ্রতার তারতম্যে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে থাকে। তাই এইসব বিষয় এড়িয়ে চলা ভালো। 

পেট খালি রাখা
পেট খালি থাকলে মাইগ্রেনের ব্যথা বা সমস্যা শুরু হতে পারে। এর কারণ হল খালি পেটে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় যা মাইগ্রেনের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।

মানসিক চাপ
যারা অনেক বেশি চাপ নিয়ে একটানা কাজ করে চলেন এবং নিজের ঘুম ও খাওয়া-দাওয়ার কোনও নির্দিষ্ট সময় মেনে চলতে পারেন না, তাদের বেশি মাইগ্রেনে আক্রান্ত হতে দেখা যায়। তাই মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। খুব মানসিক চাপে থাকলে এক কাপ লেবু চা খেয়ে নিন। এতে মস্তিষ্ক কিছুটা রিলাক্স হবে।

অতিরিক্ত আওয়াজ
অতিরিক্ত আওয়াজ, খুব জোরে গান শোনা ইত্যাদির কারণেও মাইগ্রেনের সমস্যা শুরু হয়ে যেতে পারে। প্রচণ্ড জোরে আওয়াজের কারণে প্রায় দুই দিন টানা মাইগ্রেনের ব্যথা হওয়ার আশঙ্কা থাকে।

অতিরিক্ত ঘুমানো
মাত্র একদিনের ঘুমের অনিয়মের কারণে শরীরের উপরে খারাপ প্রভাব পড়তে পাড়ে। যেমন যারা নিয়মিত মোটামুটি ৫ থেকে ৬ ঘণ্টা করে ঘুমোন, তারা যদি হুট করে একদিন একটু বেশি ঘুমিয়ে ফেলেন, সেক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement