মা লক্ষ্মী (Ma Lakshmi) হলেন ধনসম্পদের দেবী। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagori Lakshmi) আরাধনা করা হয়। ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী।
কোজাগরী লক্ষ্মী পুজো ২০২২ -র দিনক্ষণ (Kojagori Lakshmi Puja 2022)
আগামী ৯ অক্টোবর, রবিবার পড়েছে এবছরের কোজাগরী লক্ষ্মী পুজো। ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি।
লক্ষ্মী পুজোয় সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভার্চুয়াল শুভেচ্ছাবার্তা (Lakshmi Puja Wishes) পাঠান। জানুন কী মেসেজ পাঠাতে পারেন আপনি।
কোজাগরী লক্ষ্মী পুজো ২০২২ -র শুভেচ্ছা বার্তা (Kojagori Lakshmi Puja 2022 Wishes & Messages)
* এই লক্ষ্মী পুজোয় আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো ২০২২!
* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।
* মা লক্ষ্মীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ লক্ষ্মী পুজো!
* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা।
* আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, কোজাগরী লক্ষ্মী পুজোর পুণ্য লগ্নে এই কামনাই করি। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা!
* এই লক্ষ্মী পুজোয় আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। শুভ লক্ষ্মী পুজো!
* লক্ষ্মী পুজো উপলক্ষে মা লক্ষ্মী আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।
* এসো মা লক্ষ্মী বসো ঘরে... আমার এই ঘরে থাকো আলো করে... কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সকলকে।
* সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।
* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ লক্ষ্মী পুজো!
* এবারের লক্ষ্মী পুজোয় আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।