scorecardresearch
 

Remove Headache: মাথাব্যথায় জীবন দূর্বিষহ? এভাবে চটজলদি দূর করুন

Remove Headache: কাজের চাপে বিশ্রাম নেওয়ার সময় না পেলে অনেক সময় মাথাব্যথা হয়ে থাকে। মাথা ধরলে বা ব্যথা হলে অবশ্যই ঘুমানো সর্বোত্তম উপায়। তবে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন মাথাব্যথা। আসুন জেনে নিই....

Advertisement
মাথাব্যথায় জীবন দূর্বিষহ? এভাবে চটজলদি দূর করুন মাথাব্যথায় জীবন দূর্বিষহ? এভাবে চটজলদি দূর করুন
হাইলাইটস
  • মাথাব্যথায় জীবন দূর্বিষহ?
  • এভাবে চটজলদি দূর করুন
  • বেশিদিন চলতে থাকলে ডাক্তার দেখান

Remove Headache: কাজের চাপে বিশ্রাম নেওয়ার সময় না পেলে অনেক সময় মাথাব্যথা হয়ে থাকে। মাথা ধরলে বা ব্যথা হলে অবশ্যই ঘুমানো সর্বোত্তম উপায়। আর দিন দিন যদি মাথাব্যথা বাড়তেই থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

তবে মাথা ধরলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া মোটেও ঠিক নয়। এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে।  তবে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন মাথাব্যথা।

১. রগের দুটো পাশ ও ঘাড়ের কাছে যদি খানিক ক্ষণের জন্য আঙুলের ডগা দিয়ে ম্যাসাজ করেন, তবে আরাম পাবেন ও ক্লান্তি দূর হবে। ক্লান্তির কারণে মাথা ধরলে এই ম্যাসাজ খুব কাজে দেয়।

২. অতিরিক্ত আলোর কারণে অনেক সময় মাথাব্যথা হয়ে থাকে। তাই মাথা যন্ত্রণা করলে ঘরের আলো কমিয়ে দিন। 

৩. কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে দূরে থাকুন। বাইরে থাকলে ভালো মানের রোদচশমা ব্যবহার করুন।

৪. আঙুলের ডগায় অ্যাসেনশিয়াল অয়েল লাগিয়ে কপালে আর রগে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার বা পিপারমিন্টের মতো কোনো সুগন্ধি ফ্লেভারের তেল দিয়ে ম্যাসাজ করলে মাথার যন্ত্রণা অনেকটা কমে।

৫. খেতে পারেন চা-কফি। চা বা কফিতে উপস্থিত ক্যাফিন মাথা যন্ত্রণা কমাতে ভালো কাজ করে। আর কালো চায়ে আদা-লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথা যন্ত্রণায় আরাম পাওয়া যায়। 

 

Advertisement