scorecardresearch
 

Marriage Gift Idea: সামনেই বন্ধুর বিয়ে, সস্তায় দিন এই ৫ দারুণ উপহার, মনে হবে দামি

১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের মরসুম। আপনার অনেক কাছের মানুষ যেমন আত্মীয়-স্বজন, বন্ধুদের বিয়ের নিমন্ত্রণ আছে নিশ্চয়ই। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল, বিয়েতে কী উপহার দেবেন। উপহারটি তার পছন্দের হতে হবে আবার বিয়ের পরে নতুন জীবন শুরু হওয়ার ক্ষেত্রে জরুরিও হতে হবে। আপনিও যদি আপনার বন্ধুকে অনুরূপ উপহার দিতে চান, তাহলে আমরা আপনাকে কিছু উপহারের ধারণা বলছি যা আপনি আপনার বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন।

Advertisement
 25 হাজার টাকায় জাল বিয়ের সার্টিফিকেট তৈরি করতে ব্যবহৃত হয়। (প্রতিনিধিত্বমূলক ছবি) 25 হাজার টাকায় জাল বিয়ের সার্টিফিকেট তৈরি করতে ব্যবহৃত হয়। (প্রতিনিধিত্বমূলক ছবি)

১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের মরসুম। আপনার অনেক কাছের মানুষ যেমন আত্মীয়-স্বজন, বন্ধুদের বিয়ের নিমন্ত্রণ আছে নিশ্চয়ই। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল, বিয়েতে কী উপহার দেবেন। উপহারটি তার পছন্দের হতে হবে আবার বিয়ের পরে নতুন জীবন শুরু হওয়ার ক্ষেত্রে জরুরিও হতে হবে। আপনিও যদি আপনার বন্ধুকে অনুরূপ উপহার দিতে চান, তাহলে আমরা আপনাকে কিছু উপহারের ধারণা বলছি যা আপনি আপনার বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন।

১) সংসারের টুকিটাকি
বিয়ে মানেই নতুন ঘর, নতুন সংসার। সব মেয়েদেরই শখ থাকে বিয়ের পর নিজের ঘরটাকে নিজের মতো সুন্দর করে সাজিয়ে তোলার। তাই কাস্টমাইজড ফ্লাওয়ার ভাস, গাছ রাখার উডেন পট, প্রয়োজনীয় জিনিস যেমন ননস্টিক সেট, মাইক্রোওভেন, কুকার, টোস্টার, ব্লেন্ডার, ডিনার সেট এই ধরণের যেকোনও জিনিস দিতেই পারেন।

২) ঘর সাজানোর জিনিসপত্র
আপনার বন্ধু বা বান্ধবী যদি একটু শৌখিন জিনিস পছন্দ করে তাহলে উপহার দিতে পারেন টেবিল ল্যাম্প, পেন্টিং, রোমান্টিক ফটো ফ্রেম, কাটলারি সেট, কাপল কফি মগ সেট। এই সমস্ত জিনিস এমনই যা দৈনন্দিনভাবে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন


৩) কনে স্পেশাল
এখন বিয়েতে একসঙ্গে সব সাজিয়ে একটা ডালি উপহার দেওয়ার চল বেশ বাড়ছে। কনেকে উপহার দিতে হলে একটা ডালিতে কনের পছন্দের শাড়ি, ম্যাচিং ব্যাগ বা পার্স, জুয়েলারি, মেকআপ কিট এবং কিছু ফুল দিয়ে সাজিয়ে সুন্দর ডালা সাজিয়ে উপহার দিতে পারেন। দেখতেও সুন্দর আবার কনের খুব পছন্দও হবে।

৪) বর স্পেশাল

বিয়েতে এমনিতেই কনেদের দর বেশি। এত সাজগোজ, প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা সাজ সবই কিন্তু ওই কনের জন্যেই। বরমশাই তো কেবল ধুতি, স্যান্ডো গেঞ্জি আর গলায় গামছা নিয়েই পুরো বিয়ে বেমালুম কাটিয়ে দেন। তাই উপহার দেওয়ার সময় বরের জন্য আলাদা কিছু করতেই পারেন। দিতে পারেন পাঞ্জাবি-পায়জামার সেট, পারফিউম, স্কিন কেয়ার সেট, বাথরুম প্লাস শেভিং কিট।

Advertisement

৫) কাপল স্পেশাল উপহার
এবার আসি কাপল স্পেশাল উপহারের কথায়। বর-বউ দুজনেই যদি আপনার কাছের বন্ধু হয় তাহলে বন্ধুরা মিলে দিতেই পারেন হানিমুনে ঘুরতে যাওয়ার টিকিট, বন্ধু বইপ্রেমী হলে আগে থেকে সুন্দর একটা বুকশেলফ বানিয়ে উপহার দিতে পারেন। এখন অনেকেরই ছবি তোলার শখ থাকে বা অনেকেই জীবিকার জন্য ক্যামেরার উপর নির্ভরশীল। এমন বন্ধুকে দিতে পারেন ভাল একটা ক্যামেরা বা লেন্স। ইলেকট্রনিক প্রেমী যুগলকে দিতে পারেন মোবাইল সেট বা আইপ্যাড। কাছের বন্ধুর বিয়ে হলে উপহার দিতে পারেন ডিজিটাল অ্যালবামও।

Advertisement