scorecardresearch
 

Menstrual Cups: ন্যাপকিন, ট্যাম্পনের থেকে পরিবেশবান্ধব মেনস্ট্রুয়াল কাপ! জানুন ব্যবহারের নিয়ম ও কতক্ষণ পরে বদলাতে হয়?

Menstrual Cups: পেটে ব্যথা, গা বমি ভাব, মুড স্যুং হওয়ার পাশাপাশি আরও নানাবিধ সমস্যায় ভুগতে হয় মাসের এই কয়েকদিন। তবে যত দিন যাচ্ছে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি মিলছে।

Advertisement
ন্যাপকিন, ট্যাম্পনের থেকে পরিবেশবান্ধব মেনস্ট্রুয়াল কাপ ন্যাপকিন, ট্যাম্পনের থেকে পরিবেশবান্ধব মেনস্ট্রুয়াল কাপ
হাইলাইটস
  • মহিলাদের বন্ধু হয়ে উঠছে মেনস্ট্রুয়াল কাপ।
  • অনেকেই বেছে নিচ্ছেন ন্যাপকিন, ট্যাম্পনের বিকল্প হিসাবে।
  • এখনও এটি ঘিরে বেশ কিছু ভুল ধারণা রয়েছে মানুষের মনে। 

সব মহিলাদের জন্যই পিরিয়ড (Periods) খুব অস্বস্তিকর এবং কষ্টকর। পেটে ব্যথা, গা বমি ভাব, মুড স্যুং হওয়ার পাশাপাশি আরও নানাবিধ সমস্যায় ভুগতে হয় মাসের এই কয়েকদিন। তবে যত দিন যাচ্ছে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি মিলছে।স্যানিটারি ন্যাপকিন (Sanitary Napkin), ট্যাম্পনের (Tampons) পাশাপাশি আরও সুবিধাজনক মেনস্ট্রুয়াল কাপ (Menstrual Cups) বর্তমানে বাজারে এসেছে। যা ব্যবহারে রয়েছে বিভিন্ন সুবিধা। 

অনেক বেশি পরিবেশবান্ধব

স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পন যতই পরিবেশবান্ধব হোক, তা সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়ে পরিবেশে ফিরে যেতে সময় লাগতে পারে কয়েকশো বছর। কিন্তু এই সমস্যা একেবারেই নেই মেনস্ট্রুয়াল কাপের ক্ষেত্রে। যদিও এখনও এটি ঘিরে বেশ কিছু ভুল ধারণা রয়েছে মানুষের মনে। 

 

Menstrual Cups how to use benefits price in India মেনস্ট্রুয়াল কাপ

 কী দিয়ে তৈরি হয় মেনস্ট্রুয়াল কাপ? 

মেনস্ট্রুয়াল কাপ মূলত তৈরি হয় সিলিকন দিয়ে। এছাড়াও প্রাকৃতিক ল্যাটেক্স কিংবা রাবার দিয়েও তৈরি হয়। ফলস্বরূপ এটি একেবারেই বায়োডিগ্রেডেবল। 

আরও পড়ুন: ওজন কমানো থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ! কুমড়োর বীজে রয়েছে দারুণ পুষ্টিগুণ

মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের নিয়ম (How To Use Menstrual Cups)

* পিরিয়ডের সময় ব্যবহারের আগে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে, উষ্ণ গরম জলে স্টেরিলাইজ করে নিতে হয়। 

* এটি সাকশন প্রক্রিয়ার মাধ্যমে যোনি অর্থাৎ ভ্যাজাইনাতে আটকে নিতে হয়। 

* এর সরু মুখ সহজেই টেনে বের করা সম্ভব প্রয়োজনে।

 

Menstrual Cups how to use benefits price in India মেনস্ট্রুয়াল কাপ

কতক্ষণ পরে বদলাতে হয়? 

সাধারণ ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত একটি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা যায়। তবে যে সমস্ত মহিলাদের ব্লিডিং অনেক বেশি হয়, তাঁরা ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত এটি ব্যবহার করতে পারেন। 

Advertisement

আরও পড়ুন: সুস্বাস্থ্যে রাখার পাশাপাশি, ওজন কমানোয় দারুণ উপকারী ওটস

মেনস্ট্রুয়াল কাপের সবচেয়ে বড় সুবিধা, এটা পুনরায় ব্যবহারযোগ্য। সঠিকভাবে ব্যবহার করলে এবং পরিষ্কার রাখলে, এটি বেশ কয়েক বছর পর্যন্ত ব্যবহার করা যায়। কিন্তু এটি পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। পিরিয়ড শেষ হওয়ার পর, সযত্নে পরিচ্ছন্ন জায়গায় রাখুন। না হলে ভ্যাজাইনাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। 

 

Menstrual Cups how to use benefits price in India মেনস্ট্রুয়াল কাপ

আরও পড়ুন: এই ৫ ফল প্রোটিনে ভরপুর! ওজন কমানো, মাংসপেশি বৃদ্ধি ছাড়াও রয়েছে নানা উপকারিতা

ভারতে মেনস্ট্রুয়াল কাপের কত দাম হয়? (Menstrual Cups Price In India)

একটি মেনস্ট্রুয়াল কাপের দাম প্রায় ২০০ টাকা থেকে শুরু করে ৩,০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে ৫০০ টাকার মধ্যেই যথেষ্ট ভাল মেনস্ট্রুয়াল কাপ পাওয়া যায়। যেহেতু এটা বহুদিন ব্যবহার করা যায়, তাই প্রতি মাসের স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পন কেনার থেকে এটায় অনেক কম খরচ হয়।  

 

Advertisement