Mother's Day​​​​​​​ 2025 Date: কবে পড়েছে এবছরের মাদার্স ডে? জানুন মায়েদের এই বিশেষ দিনের গুরুত্ব কতটা

Mother's Day​​​​​​​ 2025: বেশিরভাগ মহিলারাই বলেন মাতৃত্ব তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। চোখ বন্ধ করেও মায়ের উপর ভরসা করা যায়। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে। 

Advertisement
কবে পড়েছে এবছরের মাদার্স ডে? জানুন মায়েদের এই বিশেষ দিনের গুরুত্ব কতটা

সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হল মা (Maa)। কথাতেই বলে, যেহেতু ঈশ্বর সর্বত্র উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি মায়েদের (Mothers) তৈরি করেছিলেন। বেশিরভাগ মহিলারাই বলেন মাতৃত্ব তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। চোখ বন্ধ করেও মায়ের উপর ভরসা করা যায়। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে (Mother's Day)। সন্তানের সবচেয়ে বড় আশ্রয় তার মা। সেই মায়ের প্রতি সম্মান জানাতেই দিনটি পালন করার রীতি চালু হয়েছে। 

মাদার্স ডে ২০২৫ তারিখ (Mother's Day 2025 Date)

মে মাসের দ্বিতীয় রবিবার পৃথিবী জুড়ে পালিত হয় 'মাদার্স ডে'। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ১১ মে।   

মাদার্স ডে-র ইতিহাস (History of Mother's Day)

১৯০৮ সালে আন্না জার্ভিস (Anna Jarvis) নামে এক ব্যক্তি প্রথম মাদার্স ডে উদযাপন করেছিলেন। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের  স্মৃতি রূপে এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন আন্না। এটি আন্তর্জাতিক মাতৃ দিবস হিসাবে পালিত হয়। মায়েদের প্রতি শ্রদ্ধা,সম্মান এবং ভালোবাসা জানাতে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হয় মাদার্স ডে। 

এই দিনটিতে মায়েদের ধন্যবাদ জানানো হয়, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যদিও বিভিন্ন দেশ ভিন্ন কায়দায় উদযাপন করা হয় মাদার্স ডে। সেরকমই ফাদার্স ডে, সিবলিংস ডে, গ্র্যান্ড পেরেন্টস ডে, ফ্যামিলি ডে, ফেন্ডশিপ ডে-র মতো বিশেষ দিনগুলি পালন করা হয়। এই এই দিনটি বিশ্বজুড়ে মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়।  

যদিও অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক মাতৃ দিবস। তবে মায়েদের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন যদি তারা একটু 'স্পেশাল ফিল' করেন, তাহলে ক্ষতি কী?  


 

Advertisement

POST A COMMENT
Advertisement