North Bengal-Sikkim New Offbeat: মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন উত্তরবঙ্গ-সিকিমের ৩ অফবিট ডেস্টিনেশন, মন ভরে যাবে

পুজোর ছুটি হোক বা বড়দিনের ছুটি, সিকিম বেড়াতে গেলে গ্যাংটক, ছাঙ্গু, নাথু লা, পেলিংয়ের বাইরে কোথাও ঘুরে আসুন। সেরা কিছু স্বর্গীয় অফবিট ডেস্টিনেশন ঘুরে দেখে আসুন। এর মধ্যএ নবতম সংযোজন সোরেঙ। অনেকে এর খোঁজ এখনও পাননি। এছাড়াও রয়েছে ভারেঙ, বার্সে, এখান থেকে সীমান্ত পেরোলেই পশ্চিমবঙ্গের সামানদেন। সামানদেন 'সাইলেন্ট ভ্যালি' নামেও খ্যাত। 

Advertisement
মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন উত্তরবঙ্গ-সিকিমের ৩ অফবিট ডেস্টিনেশন, মন ভরে যাবেসামানদেন (ছবি সৌজন্য: সামানদেন হোমস্টে)

পুজোর ছুটি হোক বা বড়দিনের ছুটি, সিকিম বেড়াতে গেলে গ্যাংটক, ছাঙ্গু, নাথু লা, পেলিংয়ের বাইরে কোথাও ঘুরে আসুন। সেরা কিছু স্বর্গীয় অফবিট ডেস্টিনেশন ঘুরে দেখে আসুন। এর মধ্যএ নবতম সংযোজন সোরেঙ। অনেকে এর খোঁজ এখনও পাননি। এছাড়াও রয়েছে ভারেঙ, বার্সে, এখান থেকে সীমান্ত পেরোলেই পশ্চিমবঙ্গের সামানদেন। সামানদেন 'সাইলেন্ট ভ্যালি' নামেও খ্যাত। 

অফবিট এই জায়গাগুলিতে কীকরে যাবেন? কোথায় থাকবেন? কত খরচ? সবটা জানুন বিস্তারিত।

সোরেং
পশ্চিম সিকিমের নতুন পর্যটন কেন্দ্র এটি। সোরেং একটি ছোট্ট গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, এখানে এছাড়া রয়েছে ট্রেকিং, ক্যাম্পিং, মাউন্টেন বাইকিং, এটিভি রাইডস, হর্স রাইডিং, বোল্ডারিং-এর মতো একাধিক অ্যাক্টিভিটির সুযোগ। এ ছাড়া, প্যারাগ্লাইডিংও করতে পারবেন। গ্রামের মধ্যে রয়েছে একাধিক মনেস্ট্রি, ওয়াটার ফলসও। দু'দিনের ছুটি কাটাতে আদর্শ স্থান।

সোরেং পৌঁছতে নিউ জলপাইগুড়ি থেকে জোরথাং হয়ে যেতে হয়। প্রায় ৫ ঘণ্টা সময় লাগে পৌঁছতে। পেলিং ও গ্যাংটক হয়েও সোরাং যেতে পারেন। পেলিং থেকে আড়াই ঘণ্টার পথ। গ্যাংটক থেকে ৫ ঘণ্টা সময় লাগে। এখানে একাধিক হোমস্টে রয়েছে।

বার্সে বা ভার্সে রডোডেনড্রন অভয়ারণ্য
বার্সে বা ভার্সে রোডোডেনড্রন অভয়ারণ্যের যেন স্বর্গের টুকরো। এখান থেকে দৃশ্যমাণ কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত চূড়া। উত্তরে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এবং দক্ষিণে সিঙ্গালিলা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এই অভয়ারণ্য। বার্সে রোডোডেনড্রন অভয়ারণ্যের মধ্য দিয়ে ট্রেকিং করার জন্য ডেন্টাং, সোরেং এবং হিলি থেকে শুরু করে বেশ কয়েকটি প্রবেশপথ ব্যবহার করতে পারেন। এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। অনেক হোমস্টে রয়েছে। এখানে ট্রেকিংয়ের সুবিধা রয়েছে। সঙ্গে পোর্টারও পাবেন।

সামানদেন
পশ্চিমবঙ্গের এটি 'সাইলেন্ট ভ্যালি'। সিকিম, পশ্চিমবঙ্গের সীমান্তে শান্ত, নিরিবিলি একটি জায়গা।  সামানদেন যেন 'মিনি কাশ্মীর'। নদীর পাশে রয়েছে গোর্খে গ্রাম। গোর্খে থেকে ট্রেক রুটে পৌঁছে যেতে পারেন সামানদেনে। ছোট্ট এই গ্রামে হাতে গোনা কয়েকটি পরিবারের বাস। এখানে চাষাবাদও করেন তাঁরা। এরই পাশাপাশি হোমস্টে চালান। এখানে ঘুরতে গেলে সমস্ত ব্যবস্থাপনা সহযোগে হোমস্টে পাবেন। গোর্খে থেকে খুব ৫০০ মিটারের মত হাঁটা পথ। ঘণ্টাখানেকে এখানে পৌঁছে যাবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement