Pain Relief Plant: ব্যথা বেদনার অব্যর্থ টোটকা, এই ফুলের পাতা সাড়ায় ডায়াবেটিসও; জানুন ব্যবহার

Akonda Plant Leaf Benefits: দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবকে খুশি করতে আকন্দ ফুল নিবেদন করা হয়। এই ফুল গাছ বাড়িতে লাগালে সৌভাগ্য বিরাজ করে। এছাড়াও, আকন্দ ফুল গাছের পাতা, বীজ, ছাল, শিকড় সবেরই ভেষজ গুণ রয়েছে। বিভিন্ন ব্যথা-বেদনা নিরাময়েও আকন্দ ফুলের পাতা খুবই মহার্ঘ ওষুধ।

Advertisement
ব্যথা বেদনার অব্যর্থ টোটকা, এই ফুলের পাতা সাড়ায় ডায়াবেটিসও; জানুন ব্যবহারআকন্দ ফুল/ প্রতীকী ছবি
হাইলাইটস
  • দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবকে খুশি করতে আকন্দ ফুল নিবেদন করা হয়
  • আকন্দ ফুল গাছের পাতা, বীজ, ছাল, শিকড় সবেরই ভেষজ গুণ রয়েছে
  • বিভিন্ন ব্যথা-বেদনা নিরাময়েও আকন্দ ফুলের পাতা খুবই মহার্ঘ ওষুধ

Akonda Plant Leaf Benefits: দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবকে খুশি করতে আকন্দ ফুল নিবেদন করা হয়। এই ফুল গাছ বাড়িতে লাগালে সৌভাগ্য বিরাজ করে। এছাড়াও, আকন্দ ফুল গাছের পাতা, বীজ, ছাল, শিকড় সবেরই ভেষজ গুণ রয়েছে। বিভিন্ন ব্যথা-বেদনা নিরাময়েও আকন্দ ফুলের পাতা খুবই মহার্ঘ ওষুধ। এই গাছের বিশেষ কোনও যত্নের প্রয়োজন হয় না। তাই বাড়িতে এই গাছ লাগালে আপনি পুজো এবং শরীরের নানান রোগের উপশমে ব্যবহার করতে পারেন। কী কী? জেনে নিন।

আকন্দ ফুল গাছের পাতার উপকারিতা-

- দাঁতের ব্যথা বা পা মচকে যাওয়া, আকন্দ ফুল গাছের পাতা এই দুই রোগ সাড়ায়। আকন্দ গাছের কষ তুলোতে লাগিয়ে দাঁতের গোড়ায় লাগালে ব্যথা কমে যায়। তবে দিনকয়েক লাগিয়ে যেতে হবে, তবেই দীর্ঘদিনের ব্যথা থেকে রেহাই মিলবে।

- পা  মচকে গেলে, শরীরের যে কোনও চোটে আকন্দ পাতা দিয়ে গরম শেক দিলে ব্যথার উপশম মিলবে।

- শরীরের যে কোনও জায়গায় ক্ষত না শুকালে আকন্দ পাতা সেদ্ধ করা জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।

ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে আকন্দ পাতা। আকন্দ ফুল ও পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আকন্দের পাতা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি ডায়াবেটিস মেলেটসের চিকিৎসায় ব্যবহৃত হয়। ব্রণ ফাটাতে আকন্দ গাছের পাতা দিয়ে ব্রণ চেপে ধরে রাখলেও নাকি উপকার মেলে।

তবে অবশ্যই মনে রাখবেন, আকন্দ গাছ খুব বিষাক্ত। এর পাতা ব্যবহারের সময় সতর্ক থাকুন। কখনও এটি কাঁচা খাবেন না। পাতা থেকে বের হওয়া সাদা রস চোখের সংস্পর্শে আসতে দেবেন না। 

POST A COMMENT
Advertisement