সপ্তাহের প্রত্যেক বার জন্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সপ্তাহের সাতদিনই খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার যদি আপনার জন্মবার হয়,তবে আপনার চরিত্রের এই বিশেষ দিকগুলো সম্পর্কে হয়ত আপনি নিজেই জানেন না। মঙ্গলবার জন্মানো ব্যক্তিরা বেশ ধার্মিক প্রকৃতির হন৷ যে কোনও কাজ এঁদের স্বতস্ফূর্তভাবে করতে দেখা যায় ৷ সব সময় নতুনের খোঁজে থাকেন এঁরা ৷
লিডার মানসিকতা
মঙ্গলবার যাঁরা জন্মান তাঁদের জন্মগতভাবে নেতৃত্ব দেওয়ার মনোভাব থাকে। মঙ্গলবার জন্ম হওয়ার জন্য এরা স্মার্ট, সাহসী, নেতৃত্ব দিতে সদা প্রস্তুত। এদের মন-মানসিকতাও বেশ ভালো হয়ে থাকে। সাহস থাকার জন্য এদের মধ্যে একটা তেজদীপ্তি থাকে। তবে এরা বেশ অধৈর্য্য প্রকৃতির হয়ে থাকেন।
প্রেম
মঙ্গলবারে জন্মগ্রহণকারীরা নিজের সঙ্গীর বিষয়ে বেশ চিন্তাভাবনা করেন৷ তবে প্রকাশ ক্ষমতা কম হওয়ায়, তা বলে উঠতে পারেন না ৷ কাউকে পছন্দ হলেও, তা সহজে বলতে পারেন না তাঁরা ৷ সুবক্তা না হওয়ার ফলে প্রেম জীবনে বেশ জটিলতার মুখে পড়তে হয় এঁদের ৷
বিয়ে
মঙ্গলবারে জাত ব্যক্তিরা বেশ রাগী হন ৷ এঁদের ধৈর্য্যও যথেষ্ট কম হয় ৷ মঙ্গলের জাতক জাতিকাদের পতনের মূল কারণ এই দুটি বিষয়। এর জন্য বিবাহিত জীবনেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। দাম্পত্য প্রেম ধরে রাখতে এঁদের বুঝে-শুনে কথা বলা উচিত।
পেশাগত জীবন
এই জাতক জাতিকারা বিলাসবহুল জীবন পছন্দ করেন৷ ফলে অর্থ উপার্জন এদের প্রধান লক্ষ্য হয়৷ তবে ধৈর্য্য কম থাকার দরুণ পেশার ক্ষেত্রে অনেকেরই বিরাগভাজন হন তাঁরা ৷
মঙ্গলবার এই রঙের পোশাক পরুন
এই দিনে যাঁদের জন্ম তাঁরা লাল ও মেরুন পোশাক পড়লে কাজ সফল হওয়ার সম্ভাবনা থাকে৷ এঁদের জন্য বিদেশ যাত্রার শুভদিন হলো শুক্র ও মঙ্গলবার। তবে মঙ্গলবারের জাতকদের কখনই শনিবার বিদেশ যাত্রা উচিত নয়। বলা হয় এতে নাকি প্রাণনাশের সম্ভবনা পর্যন্ত থাকে।
হনুমানজির পুজো করা উচিত
সচরাচর মঙ্গলের জাতক-জাতিকা প্রতিশোধ প্রবণ হয়। যা তাদের চরিত্রের একটি দোষ। যে সকল জাতক-জাতিকার মঙ্গলবারে জন্ম, তাদের শুভচিহ্ন ত্রিশূল। এই ত্রিশূল চিহ্নটি আপনাদের বসার ঘরে বা সদর দরজার সামনে রাখতে হবে। মঙ্গলবার জন্মানো জাতকদের বজরংবলীর পুজো করা উচিত বলে মনে করা হয়৷ ম