scorecardresearch
 

Turmeric Benefits: খেতে হবে দুধ দিয়ে, ইমিউনিটি বাড়ান থেকে উজ্জ্বল ত্বক, মিরাকলের নাম 'হলুদ'

ছোটবেলা থেকেই হলুদের সঙ্গে পরিচিত আমরা সবাই। রান্নায় ব্যবহারের ক্ষেত্রে হোক কিংবা শীতকালে কাঁচা হলুদ গুড়ের সাথে মিশিয়ে খাওয়ার কথাই হোক। হলুদের গুনাগুন সম্বন্ধে ছোট থেকে প্রত্যেকেই ঠাকুমা দিদিমার মুখে কিছু না কিছু শুনেই বড় হয়েছি সবাই। তবে বড় হয়ে গিয়ে বিভিন্ন রকম ওষুধের তাত্‍ক্ষণিক সমাধানের দৌড়াত্বে হলুদের গুণাগুণ এখন বিস্মৃতির পথে। তবে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার।

Advertisement
প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার
হাইলাইটস
  • ছোটবেলা থেকেই হলুদের সঙ্গে পরিচিত আমরা সবাই
  • প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার
  • চিকিৎসকরা বলছেন, দুধ দিয়েই খেতে হবে হলুদ

ছোটবেলা থেকেই হলুদের সঙ্গে পরিচিত আমরা সবাই। রান্নায় ব্যবহারের ক্ষেত্রে হোক কিংবা শীতকালে কাঁচা হলুদ গুড়ের সাথে মিশিয়ে খাওয়ার কথাই হোক। হলুদের গুনাগুন সম্বন্ধে ছোট থেকে প্রত্যেকেই ঠাকুমা দিদিমার মুখে কিছু না কিছু শুনেই বড় হয়েছি সবাই। তবে বড় হয়ে গিয়ে বিভিন্ন রকম ওষুধের তাত্‍ক্ষণিক সমাধানের দৌড়াত্বে হলুদের গুণাগুণ এখন বিস্মৃতির পথে।

তবে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা আপনাকে সুস্থ রাখতে ভীষণ কার্যকর। হলুদ যে শুধুমাত্র ইমিউনিটি বাড়াতে সাহায্য করে তা নয়, হলুদ খাবার পরিপাক থেকে শুরু করে আর্থারাইটিস অ্যানিমিয়া, ক্যান্সার ইত্যাদি বিভিন্ন ধরনের রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা দেয়। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে এক কুচি কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা।

 

 হলুদ খাওয়ার উপকারিতা
হজমের সমস্যা দূর করতে কাঁচা হলুদ খান নিয়মিত।

  • প্রাকৃতিক অ্যান্টি-সেপ্টিক হিসেবে এটি ঠাণ্ডা-জ্বর থেকে দূরে রাখবে। 
  • রক্তের দূষিত উপাদান বের করতে সক্ষম কাঁচা হলুদ।
  • ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে এর জুড়ি নেই।  
  • হলুদের মধ্যে এমন উপাদান রয়েছে যা গ্যাসট্রিক, পেপটিক এবং গ্যাসট্রিক আলসার রোধ করে।
  • লিভারের সমস্যা ও পেশির সমস্যা থেকেও দূরে রাখে কাঁচা হলুদ।

যেভাবে খাবেন কাঁচা হলুদ
চিকিৎসকরা  বলছেন, দুধ দিয়েই খেতে হবে হলুদ। কারণ হলুদের প্রধান উপাদান কারকিউমিনকে পুরোদস্তুর কাজে লাগানোর ব্যবস্থা করে দুধ৷ ঘন দুধ, যাতে সর পড়ে, তার সঙ্গেই খেতে হবে কাঁচা হলুদ। কারণ, জল বা গুড়ের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে কারকিউমিনের অনেকটা শোষিত হয় না৷ সে জন্যই মালাই দুধের আগমন৷ দুধের স্নেহ পদার্থ থাকে। তার সঙ্গে মিশে কারকিউমিনের ক্ষমতা বাড়ে। ফলে দুধের সঙ্গে হলুদ খেলে উপকার বেশি৷ তবে সকালে আখের গুড় দিয়েও কাঁচা হলুদের কুচি খাওয়া যায়।  আরও এক ভাবে খাওয়া যায় হলুদ। গোলমরিচের সঙ্গে বেটে৷ কারণ, গোলমরিচে আছে পিপারিন। তা কারমিউমিনের কার্যক্ষমতা প্রায় ২০০০ শতাংশ বাড়িয়ে দেয়৷ পাশাপাশি কাঁচা হলুদের সঙ্গে মধু ভালো করে মিশিয়েও খেতে পারেন। 

Advertisement

 

 

রূপচর্চায় হলুদ
অ্যান্টিসেপটিক ও অ্যান্টিইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকায় হলুদ রূপচর্চায় অব্যর্থ। হলুদ অ্যান্টিইনফ্ল্যামেটরি হওয়ায় ত্বকের ক্ষত সারায়। অন্য দিকে ওপেন পোরসও বন্ধ করে। এর অ্যান্টিসেপটিক কোয়ালিটি ত্বকে ব্রণ বা তার দাগ সারায় তাড়াতাড়ি। ব্রণ কমাতে পাতিলেবুর রস, শসার রসের সঙ্গে হলুদ বাটা মিশিয়ে ব্রণর উপরে ১০-১৫ মিনিট রেখে দিন। এতে ব্রণ শুকিয়ে যায় তাড়াতাড়ি। আবার ব্রণ সারার পরে তার দাগ তুলতে এই প্যাকের সঙ্গে নারকেল তেল বা তিল তেল মিশিয়ে নিন। রূপচর্চায় হলুদের কেরামতি-

  • ফাইন লাইনস বা বলিরেখা দূর করে।
  • অ্যান্টি-এজিং ফ্যাক্টর হিসেবেও হলুদ কাজ করে।
  •  ফেশিয়াল হেয়ার বা আন্ডারআর্মসের হেয়ার গ্রোথ কমাতেও অনেকেই টারমারিক অয়েল ব্যবহার করে থাকেন।
  • কড়া রোদ ত্বকের জন্য একেবারেই ভাল নয়। এর থেকেই সানবার্ন, পিগমেন্টেশনের মতো নানা সমস্যা দেখা দিতে পারে। রোদের ক্ষতিকর প্রভাব কমাতেও হলুদের জুড়ি মেলা ভার। 
  • পোড়া দাগ দূর করতে  ঠান্ডা দইয়ে সামান্য হলুদ মিশিয়ে পোড়া জায়গায় লাগিয়ে নিতে পারেন। 
  • চুলে ও মাথার স্ক্যাল্পেও হলুদ লাগাতে পারেন নিয়মিত।  হলুদে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি গুণ থাকায় মাথার স্ক্যাল্পের খসখসে ভাব, চুলকানি কমিয়ে স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে। ফলে চুলের গ্রোথও ভাল হয়। 
  • হলুদ শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন। কোনও ময়শ্চারাইজ়ার বা গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখতে পারেন। এতে দারুণ উপকার পাবেন।

 

Advertisement