Relationship Tips According To Zodiacs: শান্ত না উদ্দাম? রাশি অনুযায়ী কোন মহিলার কেমন রোম্যান্স পছন্দ

ভালোবাসার প্রকাশই তাঁদের আলাদা করে দেয়। তেমনই প্রতিটি রাশির ভালোবাসার আকাঙ্ক্ষা আলাদা। রাশি অনুযায়ী কোন মহিলা কেমন আচরণ করেন, চলুন জেনে নেওয়া যাক-      

Advertisement
শান্ত না উদ্দাম? রাশি অনুযায়ী কোন মহিলার কেমন রোম্যান্স পছন্দ কোন রাশির মহিলার ভালোবাসার প্রকাশ কেমন?
হাইলাইটস
  • ভালোবাসার বহিঃপ্রকাশও একেক একেক রকম।
  • রাশি অনুযায়ী কোন মহিলা কেমন আচরণ করেন?

প্রত্যেক মানুষ আলাদা। তাঁদের ভালোবাসার ধরন আলাদা। ভালোবাসার বহিঃপ্রকাশও একেক একেক রকম। ভালোবাসার প্রকাশই তাঁদের আলাদা করে দেয়। তেমনই প্রতিটি রাশির ভালোবাসার আকাঙ্ক্ষা আলাদা। রাশি অনুযায়ী কোন মহিলা কেমন আচরণ করেন, চলুন জেনে নেওয়া যাক-      

মেষ- মেষ রাশির মহিলারা খুব উদ্যমী হন। তাঁরা দীর্ঘসময় ধরে ভালোবাসতে চান। তাঁর নিজেদের প্রকাশ করতেও পিছপা না।

বৃষ- বৃষ রাশির মহিলারা খেলার ছলে ভালোবাসতে চান। সঙ্গীকে হতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। তাঁরা ভালোবাসায় সুন্দর পরিবেশও চান। 

মিথুন- এই রাশির মেয়েরা রোমান্সের সময়ে গল্প করতে ভালোবাসেন। তাঁরা বুদ্ধিমান হন। তাই সঙ্গীর কাছ থেকে সম্মান ও সমীহ চান তাঁরা।

কর্কট- রোমান্সের সময় অনুভূতিপ্রবণ হয়ে পড়েন এই রাশির মহিলারা। কোমল ভালোবাসাই তাঁরা পছন্দ করেন। 

সিংহ- সিংহ রাশির মহিলারা উদ্যমী হন। তাঁরা অঢেল ভালোবাসতে পারেন। তাই সঙ্গীর কাছ থেকেও সমান অনুভূতি প্রত্যাশা করেন।

কন্যা- এই রাশির মহিলারা  শান্ত ও সুশীল হন। তাই পার্টনারের কাছ থেকেও শান্ত ও ধীরস্থির ভাব আশা করেন। কোমল রোম্যান্স পছন্দ করেন তাঁরা। 

তুলা-এই রাশি মহিলারা ভালোবাসার সময় আয়োজন বেশি করে চান। তাঁরা সব কিছু নিজের পছন্দমতো করতে চান। গিফট পছন্দ করেন।

বৃশ্চিক- বৃশ্চিক রাশির মহিলারা উগ্র প্রকৃতির ভালোবাসা পছন্দ করেন। সঙ্গীকেও উদ্যমী হিসেবে চান। রোম্যান্সের সময় পরীক্ষানিরীক্ষাও করতে চান তাঁরা। 

ধনু- গভীর ভালোবাসার সময় সঙ্গীর মনোযোগ কেড়ে নিতে সিদ্ধহস্ত এই রাশির মহিলারা। তাঁরা কোমল, স্নেহশীল ভালোবাসা পছন্দ করেন। 

মকর- এই রাশির মহিলারা দাপুটে হন। সবসময় নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান। তাই সঙ্গীকেও তাঁদের কথা মেনে চলতে হয়। 

কুম্ভ- এই রাশির মহিলারা চট করে গভীর ভালোবাসায় জড়ান না। বরং ধীরে ধীরে সঙ্গীকে বোঝার চেষ্টা করেন। নিজেও ইঙ্গিত দিতে থাকেন। সেটা বুঝেই এগোতে হবে পুরুষকে।

মীন- এই রাশির মহিলারা সঙ্গীকে সবটা দিয়ে ভালোবাসতে চান। এই ধরনের মহিলার সঙ্গীরা খুব লাকি হন। এই ধরনের মহিলারা রোম্যান্সে খুব সপ্রতিভ। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement