Plastic Bottle RIC: আপনার জলের বোতল-বাচ্চার টিফিন বক্স ‘বিষাক্ত’ প্লাস্টিকের তৈরি নয় তো, কীভাবে বুঝবেন?

Plastic Bottle RIC: অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন, প্রতিটি প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের পাত্রের নিচে বা পাশে ত্রিভুজাকৃতি ছাঁচের মধ্যে ১ থেকে ৭-এর মধ্যে যে কোনও একটি নম্বর লেখা থাকে। এই নম্বর থেকে বোঝা যায় যে ওই প্লাস্টিকের তৈরি পাত্রটি কত দিন বা কত বার ব্যবহার করা উচিত বা আদৌ ব্যবহার করা উচিত কিনা।

Advertisement
আপনার জলের বোতল-বাচ্চার টিফিন বক্স ‘বিষাক্ত’ প্লাস্টিকের তৈরি নয় তো, কীভাবে বুঝবেন?আপনার জলের বোতল-বাচ্চার টিফিন বক্স ‘বিষাক্ত’ প্লাস্টিকের তৈরি নয় তো, কীভাবে বুঝবেন?
হাইলাইটস
  • অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন, প্রতিটি প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের পাত্রের নিচে বা পাশে ত্রিভুজাকৃতি ছাঁচের মধ্যে ১ থেকে ৭-এর মধ্যে যে কোনও একটি নম্বর লেখা থাকে।
  • এই নম্বর থেকে বোঝা যায় যে ওই প্লাস্টিকের তৈরি পাত্রটি কত দিন বা কত বার ব্যবহার করা উচিত বা আদৌ ব্যবহার করা উচিত কিনা।

Plastic Bottle RIC: সঠিক প্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন তো? নির্দিষ্ট মেয়য়াদ পেরিয়ে যাওয়ার পর কোনও প্লাস্টিকের বোতল, টিফিন বক্স বা যে কোনও প্লাস্টিকের পাত্রে জল বা খাবার খাওয়া স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকর। ডেট এক্সপায়ার করার পর কোনও প্লাস্টিকের পাত্রে জল বা খাবার খাওয়া অত্যন্ত বিপজ্জনক! এর পাশাপাশি কিছু বিশেষ ধরনের প্লাস্টিকের পাত্রে জল-খাবার কোনওটাই খাওয়া উচিত নয়।

কোনও প্লাস্টিকের বোতল বা পাত্র কতদিন ব্যবহার করা যায়, তা ওই জিনিসের গায়ে একটি বিশেষ নম্বর দিয়ে উল্লেখ করা থাকে। অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন, প্রতিটি প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের পাত্রের নিচে বা পাশে ত্রিভুজাকৃতি ছাঁচের মধ্যে ১ থেকে ৭-এর মধ্যে যে কোনও একটি নম্বর লেখা থাকে। এই নম্বর হল একটি বিশেষ সংকেত যা থেকে বোঝা যায় যে ওই প্লাস্টিকের তৈরি পাত্রটি কত দিন বা কত বার ব্যবহার করা উচিত।

প্লাস্টিক সামগ্রীর গায়ে ছাপা এই কোডের মাধ্যমে, কোম্পানি গ্রাহককে যে কোনও পণ্যের ব্যবহার সম্পর্কিত নির্দিষ্ট তথ্য সরবরাহ করে, যাতে সচেতন গ্রাহক জানতে পারে যে এই পণ্যটি কতদিনের জন্য ব্যবহারোপযোগী (পণ্যের মেয়াদ শেষ হওয়ার তারিখ), প্লাস্টিক সামগ্রী কতক্ষণ ব্যবহার করতে হবে ইত্যাদি। এই কোড বা নম্বরকে রেজিন আইডেন্টিফিকেশন কোড (resin identification code বা RIC) বলা হয়।

প্লাস্টিকের পাত্রের গায়ে ‘১’ লেখা থাকলে তার অর্থ হল, পাত্রটি পলিথাইলিন টেরেপথ্যালেট ধরনের পলিথিন দিয়ে তৈরি। অর্থাৎ, এই প্লাস্টিকের পাত্রগুলি মাত্র এক বারই ব্যবহারযোগ্য। একবারের বেশি এগুলি ব্যবহার করা একেবারেই স্বাস্থ্যকর নয়।

Plastic Bottle RIC 2

যদি প্লাস্টিকের পাত্রের নিচে বা সেটির গায়ে ‘২’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, পাত্রটি ঘন, অস্বচ্ছ পলিথিন বা এইচডিপিই ধরনের পলিথিন দিয়ে তৈরি। এই ধরনের পলিথিন দিয়ে শ্যাম্পু, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনারের বোতল তৈরি হয়। এগুলিতে খাবার বা কোনও রকম পানীয় রাখা একেবারেই স্বাস্থ্যকর নয়।

Advertisement

প্লাস্টিকের পাত্রের নিচে বা পাত্রের গায়ে ‘৩’ লেখা থাকলে তার অর্থ হল, এই ধরনের পাত্র পলিভিনিল ক্লোরাইড বা পিভিসি দিয়ে তৈরি। খাবারের শক্ত মোড়ক বা রান্নার তেলের পাত্র এই ধরনের পলিথিন দিয়ে তৈরি করা হয়। একবারের বেশি এই পাত্রগুলি ব্যবহার করা একেবারেই স্বাস্থ্যকর নয়।

যদি প্লাস্টিকের পাত্রের নিচে ‘৪’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরনের পাত্র এলডিপিই ধরনের পলিথিন দিয়ে তৈরি। এই ধরনের পাত্রে একাধিকবার পানীয় জল বা খাবার রাখা যেতে পারে। তবে এগুলিও সপ্তাহ খানেকের বেশি ব্যবহার না করাই ভাল।

যদি প্লাস্টিকের পাত্রের নিচে বা সেটির গায়ে ‘৫’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরনের পাত্র ব্যবহার করা একেবারে নিরাপদ। জলের বোতল, সসের বোতল বা সিরাপের বোতল এই ধরনের পলিথিন দিয়ে তৈরি।

প্লাস্টিকের পাত্রের নিচে বা সেটির গায়ে ‘৬’ লেখা থাকলে তার অর্থ হল, এই ধরনের পাত্র পলিস্টিরিন বা স্টাইরোফোম জাতিয় উপাদান দিয়ে তৈরি। এই ধরনের পলিথিন দিয়ে তৈরি পাত্রে খাবার গরম করা একেবারেই স্বাস্থ্যকর বা নিরাপদ নয়। বেশি না ব্যবহার করাই ভাল।

যদি প্লাস্টিকের পাত্রের নিচে বা সেটির গায়ে ‘৭’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরনের পাত্র ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। কোনও রকম খাবার বা পানীয় এই ধরনের প্লাস্টিকের পাত্রে রাখা একেবারেই উচিত নয়।

POST A COMMENT
Advertisement