Chicken Kabab: কাবাব বানাতে গিয়ে চিকেন শক্ত হচ্ছে? রইল নরম রাখার ৩ টিপস

শীতের সন্ধ্যায় কাবাব (Chicken Kabab) খেতে কে না চায়? তবে অনেক সময়ই কাবাব বানাতে গিয়ে তা ছিবড়ে বা শক্ত হয়ে যেতে পারে। এ কারণে অনেকেই ভয়ে থাকেন। চিকেন শক্ত হয়ে গেলে তা খেতে একেবারেই ইচ্ছে করে না। তাই আমরা আপনাদের ৩টি টিপস দেব যা মেনে চললে কখনই কাবাবের মাংস ছিবড়ে হবে না।

Advertisement
কাবাব বানাতে গিয়ে চিকেন শক্ত হচ্ছে? রইল নরম রাখার ৩ টিপসচিকেন কাবাব

শীতের সন্ধ্যায় কাবাব (Chicken Kabab) খেতে কে না চায়? তবে অনেক সময়ই কাবাব বানাতে গিয়ে তা ছিবড়ে বা শক্ত হয়ে যেতে পারে। এ কারণে অনেকেই ভয়ে থাকেন। চিকেন শক্ত হয়ে গেলে তা খেতে একেবারেই ইচ্ছে করে না। তাই আমরা আপনাদের ৩টি টিপস দেব যা মেনে চললে কখনই কাবাবের মাংস ছিবড়ে হবে না। 

মাংস নরম রাখার ৩ টিপস রইল
১) রেস্তরাঁ কিংবা দোকানে কবাব মূলত তন্দুরে করা হয়। তবে বাড়িতে তন্দুর থাকে না। ফ্রাইং প্যানেই মূলত সেঁকা হয়। পরে গ্যাসে পুড়িয়ে নিলেও সেই স্বাদ আসে না। তাই কবাব বানানোর পর একটি পাত্রে কবাবগুলি রেখে তার মধ্যে আর একটি ছোট বাটি রাখুন। এ বার কয়লা ভাল করে গরম করে নিয়ে ছোট বাটিতে রেখে উপর থেকে এক চামচ ঘি ঢেলে দিন। সঙ্গে সঙ্গে বড় পাত্রটিকে ঢেকে দিন। কবাবের মধ্যে পোড়া স্বাদ আর গন্ধ, দুই-ই আসবে এই পদ্ধতিতে। কয়লা না থাকলে বড় মাপের দারচিনি পুড়িয়েও ব্যবহার করতে পারেন।

২) কবাব খুব বেশি সেঁকে নিলে শক্ত হয়ে যায়, খেতে মোটেও ভাল লাগে না। তাই কবাব কত ক্ষণ সেঁকলে তা কাঁচাও থাকবে না, আর ভিতর থেকে রসালো হবে, তা বোঝা ভীষণ জরুরি। কবাব নরম করতে রান্নার সময় মাঝেমাঝে মাখন দিয়ে ব্রাশ করুন।

৩) কবাবের ক্ষেত্রে মশলা যাতে মাংসের ভিতরে ভাল ভাবে ঢোকে, সেটা বোঝা জরুরি। তাই মাংসে মশলা মাখিয়ে দু-তিন ঘণ্টা রাখতে পারলে খুব ভাল হয়। শুধু মাংসই নয়, পেঁয়াজ, ক্যাপসিকাম, টোম্যাটোগুলিতেও আগে থেকেই মশলা মাখিয়ে রাখুন। তা হলেই বাড়বে কবাবের স্বাদ। কবাবের ম্যারিনেশন যত শুকনো হবে, ততই ভাল। তাই মাংসে যাতে কোনও রকম জলীয় ভাব না থাকে, সে দিকে নজর রাখুন। জল ঝরানো দই ব্যবহার করুন।

POST A COMMENT
Advertisement