Tips To Stop Kids Lie: সন্তান হয়ে উঠছে মিথ্যেবাদী? না বকে এভাবে ছাড়ান এই বদভ্যাস

Tips To Stop Kids Lie, Parenting Tips: আপনার সন্তান কি প্রায়ই মিথ্যে বলছে? নানা অজুহাতে অন্যায় করেও তা মেনে নিতে চাইছে না? এমন বুঝলেও ওকে সব সময় বকাবকি নয়। তাহলে কী ভাবে বোঝাবেন সন্তানকে? আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Advertisement
সন্তান হয়ে উঠছে মিথ্যেবাদী? না বকে এভাবে ছাড়ান এই বদভ্যাসসন্তান হয়ে উঠছে মিথ্যেবাদী? না বকে এভাবে ছাড়ান এই বদভ্যেস
হাইলাইটস
  • আপনার সন্তান কি প্রায়ই মিথ্যে বলছে?
  • নানা অজুহাতে অন্যায় করেও তা মেনে নিতে চাইছে না?
  • এমন বুঝলেও ওকে সব সময় বকাবকি নয়।

Tips To Stop Kids Lie, Parenting: কখনও কখনও বাচ্চারা বকাবকি এড়াতে মিথ্যে বলে। কিছু বাচ্চা মিথ্যে বলে বা অজুহাত দেখিয়ে কঠিন পরিস্থিতি বা ছোট ছোট সমস্যা থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু, যদি তাদের এই প্রাথমিক অভ্যাসগুলি সময়মতো শুধরে না নেওয়া হয়, তবে তারা প্রতিটি বিষয়ে মিথ্যে বলতে অভ্যস্ত হয়ে যাবে।

আসলে অনেক সময় বাবা-মা বা বাড়ির বড়রা তাদের সন্তান ছোট ভেবে ক্ষমা করে দেন। আবার অনেক মা-বাবা সন্তান সামান্য ভুল করলেই ধমক দেন বা মারধর করেন। আতঙ্কের কারণে শিশুরা সত্যি কথা বলতে পারে না বা চায় না। অভিভাবকের এই আচরণ শিশুকে মিথ্যে বলতে আরও বেশি অনুপ্রাণিত বা বাধ্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে শিশুদের মিথ্যে বলা থেকে বিরত রাখা যায় এবং আপনি কীভাবে তাদের সত্যি কথা বলতে অভ্যেস করাতে পারেন।

যে সব কারণে শিশুরা মিথ্যে কথা বলে
•    প্রায়শই শিশুরা মিথ্যে বলে, যখন তারা মনে করে যে তারা সত্যি বললেই বকুনি খেতে পারে।
•    ভুল করে কিছু ভেঙ্গে ফেললে বা কিছু ভুল হয়ে গেলে বকাবকি বা শাস্তি এড়াতে শিশুরা মিথ্যে বলে পালানোর চেষ্টা করে।
•    মা-বাবা যে কাজ করতে নিষেধ করেছেন বা যে কাজটি তারা সব সময় শেখান, সেই কাজ যদি তা সত্ত্বেও শিশুরা করে ফেলে, তাহলে সে ক্ষেত্রে বাবা-মায়ের সামনে শিশুরা মিথ্যে বলে।
•    অনেক সময় শিশুরা তাদের বন্ধুদের সাহায্য করার জন্য মিথ্যে বলে, যেমন একটি পেন্সিল বক্স দেওয়া, বন্ধুর ভুল ঢেকে রাখা ইত্যাদি।
•    অনেক সময় অন্যের অনুভূতিতে আঘাত যাতে না লাগে, তাই শিশুরা মিথ্যে কথা বলে বিষয়টিকে নিজের মতো করে সামলানোর চেষ্টা করে।
•    অনেক সময় নিজেকে অন্যের তুলনায় বেশি ভাল বা সঠিক প্রমাণের জন্যেও শিশুরা নানা কল্পনার আশ্রয় নেয় এবং মিথ্যে বলে।

Advertisement

শিশুদের এভাবে মিথ্যা বলার অভ্যেস ছাড়ান
•    বাবা-মায়েদের কখনওই শিশুদের সামনে মিথ্যা বলা উচিত নয়।
•    বাচ্চাদের বাঁচানোর চেষ্টাতে হলেও শিশুদের সামনে মিথ্যা বলবেন না।
•    প্রথমে তাদের বুঝিয়ে বলুন যে মিথ্যা বলা একটি বদ অভ্যাস।
•    তাদের বলুন যে মিথ্যা কখনওই বেশিদিন লুকিয়ে থাকে না।
•    সত্যি কথা বললে এখন বকাবকি শুনতে হতে পারে, কিন্তু পরে সত্যি বলা বাচ্চাদের সকলে ভালবাসে— এই কথা ওদের বোঝাতে হবে।
•    সন্তানকে বলুন যে তার মিথ্যা বলার অভ্যাসের কারণে লোকেরা তাকে বিশ্বাস করা বন্ধ করবে, ভালবাসবে না।
•    শিশু যখনই মিথ্যা বলবে, তখনই তাকে বলুন যে আপনি বুঝতে পেরেছেন যে সে মিথ্যা কথা বলছে।
•    যখনই শিশু ভুল করার পর তা মেনে নেয় বা সত্য বলে, তখন তার প্রশংসা করুন এবং তাকে উৎসাহিত করুন। অন্যায় স্বীকার করার পর তাকে বকাবকি করবেন না।

 

POST A COMMENT
Advertisement