
পায়খানা- প্রস্রাব এমন জিনিস যা যখন- তখন পেতে পারে। 'নেচারর্স কল'-র ওপর কারও হাত থাকে না। তবে সমস্যা হয়ে দাঁড়ায়, যখন বাইরে বেরলে পায়খানা পায়। বহু মানুষ বুঝে উঠতে পারেন না, সেসময় কী করবেন। এসব ক্ষেত্রে, পথে চলতে চলতে প্রয়োজনে আমাদের অনেক সময়ই সুলভ শৌচাগারে যেতে হয়। একেক জায়গায় একেক রকমের ব্যবস্থা থাকে সেখানে। শুনলে অবাক হবেন, এই শৌচাগার নিয়েই পৃথিবীর বুকে রয়েছে একটা মিউজিয়াম।
পায়খানার মিউজিয়াম
অনেকেরই অজানা, এদেশই রয়েছে শৌচাগার নিয়ে একটি আস্ত মিউজিয়াম। আরও সহজ কথায় বলতে গেলে ভারতেই রয়েছে পায়খানার মিউজিয়াম। খ্রীষ্টপূর্ব আড়াই হাজার বছর থেকে বর্তমান যুগে পায়খানার যে বিবর্তন হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে, তার কিছু নিদর্শন এখানে তুলে রাখা রয়েছে।
কারা তৈরি করেছেন?
দিল্লির মহাবীর এনক্লেভে সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ টয়লেট নামে এই মিউজিয়াম তৈরি হয় ১৯৯২ সালে। সমাজকর্মী বিন্দেশ্বর পাঠকের ভাবনা থেকে তৈরি হয় এই মিউজিয়াম। ইতিমধ্যেই এটাকে বিশ্বের ১০টি অদ্ভুত জাদুঘরের মধ্যে অন্যতম বলে ঘোষণা করা হয়েছে। টাইম ম্যাগাজিনের মতেও, এই জাদুঘরটি অদ্ভুত জাদুঘরগুলির মধ্যে একটি এবং এটি সাধারণ কিছু নয়।
আরও পড়ুন: একটানা ১২ বছর একটি বাড়িতেই ভাড়া থাকলে কি মালিকানা পায় ভাড়াটে? জানুন আইনকানুন
কমোডের আকর্ষণীয় গল্প
অদ্ভূত মিউজিয়াম দেখতে দেশ-বিদেশের মানুষ ভিড় সময় প্রতিদিনই। এখানে থাকা প্রতিটি কমোডের এক একটি আকর্ষণীয় গল্প রয়েছে। প্রতিটি পায়খানা সেই যুগে প্রচলিত সামাজিক অভ্যাস বা শিষ্টাচারকে তুলে ধরে। মিউজিয়ামের ডিসপ্লেতে রয়েছে প্রাইভেট চেম্বারের পাত্র, রানি ভিক্টোরিয়ার ব্যবহৃত টয়লেট সিট। টয়লেট সম্পর্কিত কবিতা লেখা ডিসপ্লে বোর্ডও রয়েছে সেখানে। ব্রিটিশ মধ্যযুগীয় আমলের একটি ট্রেজার-চেস্টের আকারের টয়লেট সিটও জায়গা পেয়েছে এখানে।
এছাড়াও, চতুর্দশ রাজা লুইয়ের একটি কথিত টয়লেট, যা আদালত পরিচালনার সময় ব্যবহৃত হত সেটিও রয়েছে এই মিউজিয়ামে। হরপ্পা সভ্যতার সময় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং রানী প্রথম এলিজাবেথের শাসনামলের ফ্লাশ পটের নকশার একটি আভাসও দেখা যায় এখানে।
কবে- কখন খোলা থাকে?
সোম থেকে শনিবার সকাল ১০.৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। রবিবার খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে কোনও জাতীয় ছুটির দিনে মিউজিয়াম বন্ধ থাকে। এছাড়া অন্য কোনও বিশেষ কারণে বন্ধ থাকলে, মিউজিয়ামের অফিশিয়াল ওয়েবসাইটে আগে থেকে সেই নোটিশ দেওয়া থাকে।
আরও পড়ুন: ভোটার কার্ডে কীভাবে এক ক্লিকে ঠিকানা বদলাবেন? জেনে নিন বিস্তারিত তথ্য
টিকিট মূল্য
সুলভ টয়লেট মিউজিয়ামে প্রবেশের জন্য কোনও মূল্য লাগে না। এছাড়া বিনামূল্যে পার্কিং এবং গাইডেড ট্যুরের সুবিধা পাওয়া যায়।