সেই ২০২০ সাল থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছে গোটা দুনিয়া। কোভিড অতিমারির পর মাথাচাড়া দিয়েছে মাঙ্কিপক্স। এবার নতুন করে উদ্বেগ ছড়াল হ্যান্ড ফুট মাউথ ডিজিজ (এইচএফএমডি), যা টমেটো ফিভার নামেও পরিচিত। এটি শিশুদের সংক্রামিত করছে বলে চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ল্যানসেট রেসপিরেটরি জার্নালের একটি সমীক্ষা বলছে,২০২২ সালের ৬ মে কেরলে টমেটো ফ্লুর প্রথম আক্রান্ত মিলেছিল। এখনও পর্যন্ত ৮২ জন সংক্রমিত। এই জ্বর মূলত হচ্ছে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের। যে সব প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাঁরাও আক্রান্ত হতে পারেন।
দ্য ল্যানসেট গবেষণায় বলা হয়েছে,'কোভিডের চতুর্থ সম্ভাব্য ঢেউয়ের মোকাবিলা করছি তখন টমেটো ফ্লু নামে একটি নতুন ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে ভারতের কেরল রাজ্যে। আক্রান্ত হচ্ছে ৫ বছরের নিচে শিশুরা। এখনও পর্যন্ত ৮২ জন আক্রান্তের খোঁজ মিলেছে।' ফলে টমেটো জ্বর থেকে দূরে থাকার উপায় জানা দরকার। এর লক্ষণ কী কী?
টমেটো ফ্লুর লক্ষণগুলি কী কী?
ল্যানসেট গবেষণায় বলা হয়েছে,টমেটো ফ্লুর লক্ষণগুলি কোভিড-১৯ ভাইরাসের মতোই। তবে এই ভাইরাসের সঙ্গে SARS-CoV-2-এর যোগ নেই। এটি সম্পূর্ণ আলাদা। চিকুনগুনিয়া বা ডেঙ্গি জ্বরের পর শিশুদের মধ্যে টমেটো ফ্লু হতে পারে। এই ফ্লুটির নাম টমেটো ফ্লু রাখা হয়েছে কারণ সারা শরীরে লাল লাল ফোস্কা দেখা দেয়। জ্বালাও করে।
টমেটো ফ্লুতে আক্রান্ত শিশুদের প্রাথমিক লক্ষণগুলি চিকুনগুনিয়া বা ডেঙ্গি জ্বরের মতোই। জ্বর, ফুসকুড়ি, গাঁটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, ডিহাইড্রেশন ইত্যাদি। শরীরের ব্যথা, জ্বর এবং ক্লান্তি যা কোভিড-১৯ আক্রান্তদের ক্ষেত্রেও হয়েছিল।
কাদের টমেটো ফ্লু হওয়ার ঝুঁকি রয়েছে?
শিশুদের টমেটো ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ডাক্তাররা সতর্ক করেছেন, পাঁচ বছরের কম বয়সী শিশুরা বেশি প্রভাবিত হচ্ছে। তবে টমেটো ফ্লু সংক্রামক হলে প্রাণহানির ঝুঁকি নেই।
টমেটো ফ্লু কেন হয়?
টমেটো ফ্লুর নির্দিষ্ট কারণ এখনও মেলেনি। গবেষণা চলছে। বর্তমানে এটি ভাইরাল সংক্রমণের একটি রূপ বলে মনে করা হচ্ছে। কারও মতে, এটা ডেঙ্গি বা চিকুনগুনিয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। ভাইরাসের কারণেই ছড়াচ্ছে টমেটো ফ্লু। তবে সেই ভাইরাস সম্পর্কে এখনও তথ্য মেলেনি।
টমেটো ফ্লু চিকিৎসা
টমেটো ফ্লু এড়াতে ডাক্তাররা পরিষ্কার-পরিচ্ছন্নতার পরামর্শ দেন। এই ভাইরাসটি পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। সন্তানের মধ্যে উপসর্গ দেখতে পেলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন- চোখে এই তিন লক্ষণ বলে দেয় বাড়ছে কোলেস্টেরল, নিয়ন্ত্রণ কীভাবে?