Couples obese: বিয়ের পর হু হু করে কেন ওজন বাড়ছে স্বামী-স্ত্রী'র? প্রকাশ্যে মারাত্মক তথ্য

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) সম্প্রতি এক সমীক্ষায় এমন এক চিত্র সামনে এনেছে যা নতুন করে ভাবাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। গবেষণায় দেখা গিয়েছে, বিবাহিত দম্পতিদের মধ্যে ওজন বৃদ্ধি ও স্থূলতার হার আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে।

Advertisement
বিয়ের পর হু হু করে কেন ওজন বাড়ছে স্বামী-স্ত্রী'র? প্রকাশ্যে মারাত্মক তথ্যওজন বাড়ছে ভারতীয় দম্পতিদের।-মেটা এআই ছবি
হাইলাইটস
  • ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) সম্প্রতি এক সমীক্ষায় এমন এক চিত্র সামনে এনেছে যা নতুন করে ভাবাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
  • গবেষণায় দেখা গিয়েছে, বিবাহিত দম্পতিদের মধ্যে ওজন বৃদ্ধি ও স্থূলতার হার আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) সম্প্রতি এক সমীক্ষায় এমন এক ছবি সামনে এনেছে যা নতুন করে ভাবাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। গবেষণায় দেখা গিয়েছে, বিবাহিত দম্পতিদের মধ্যে ওজন বৃদ্ধি ও স্থূলতার হার আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে।

কী বলছে গবেষণা?
কারেন্ট ডেভেলপমেন্টস ইন নিউট্রিশনে প্রকাশিত এই গবেষণায় ২০১৯–২১ সালের জাতীয় পারিবারিক স্বাস্থ্য জরিপ (NFHS-5)-এর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে ৫২,৭৩৭ জন বিবাহিত দম্পতির তথ্য থেকে দেখা গিয়েছে, দেশের ৪ জনের মধ্যে ১ জন দম্পতি স্থূলকায়। ২৭.৪ শতাংশ দম্পতির অতিরিক্ত ওজন রয়েছে। শহুরে এলাকায় এই হার ৩৮.৪% হলেও গ্রামে তা ২২.১%। ধনী পরিবারের প্রায় অর্ধেক দম্পতি (৪৭.৬%) অতিরিক্ত ওজনে ভুগছেন।

কোন রাজ্যে সবচেয়ে বেশি স্থূল দম্পতি?
কেরালা ৫১.৩%, জম্মু ও কাশ্মীর ৪৮.৫%, মণিপুর ৪৭.৯%, দিল্লি ৪৭.১% এবং গোয়া ৪৫%—এই রাজ্যগুলোয় স্থূলতার হার সবচেয়ে বেশি। ৩০ বছরের কম বয়সী দম্পতিদের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

ওজন বৃদ্ধির কারণ কী?
গবেষণার মতে, বিয়ের পর দম্পতিরা একসঙ্গে খেতে শুরু করেন। ফাস্টফুড বা রেডি-টু-ইট খাবারের ব্যবহার বাড়ে। রাত জাগা ও অনিয়মিত খাবারের অভ্যাস তৈরি হয়। শহরে পরিবার থেকে দূরে থাকা, অফ-টাইম চাকরি এবং সপ্তাহান্তে আরাম করার অভ্যাসও ওজন বৃদ্ধির বড় কারণ।

বিশেষজ্ঞরা কী বলছেন?
ICMR ন্যাশনাল ক্যান্সার প্রিভেনশন ইনস্টিটিউটের সিনিয়র গবেষক ড. শালিনী সিং বলেন, 'আমাদের গবেষণায় স্পষ্ট, বিবাহিত জীবনযাত্রা ও পারিবারিক পরিবেশ ওজন বৃদ্ধির অন্যতম কারণ। ৩০ বছরের কম বয়সী দম্পতিদের মধ্যেই এই প্রবণতা সবচেয়ে বেশি, যা ভবিষ্যতে ডায়াবেটিস, হৃদরোগ ও অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়াচ্ছে।'

 

POST A COMMENT
Advertisement