Mosquito Bite: কিছু মানুষদের মশা বেশি কামড়ায় কেন ? গবেষণায় জানা গেল আসল কারণ

আসলে এর জন্য দায়ী আমাদের ত্বকের গন্ধ। ত্বকের গন্ধের পার্থক্যের কারণে ওই লোকজন মশাদের জন্য ধারাবাহিকভাবে বেশি আকর্ষণীয়। একটি নতুন গবেষণাতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Advertisement
কিছু মানুষদের মশা বেশি কামড়ায় কেন ? গবেষণায় জানা গেল আসল কারণএই মানুষদের মশা বেশি কামড়ায়
হাইলাইটস
  • এর জন্য দায়ী আমাদের ত্বকের গন্ধ
  • মশারা কিছু নির্দিষ্ট লোককে লক্ষ্যবস্তু করতে পারে

আমাদের মধ্যে অনেকেই আছেন, যাদেরকে খুব মশা কামড়ায় (Mosquito Bite)। একসঙ্গে অনেক জন বসে থাকলেও মশারা ওই লোকদেরই বেছে বেছে কামড়ায়। কখনও কি ভেবে দেখেছেন কেন এটা হয়? আসলে এর জন্য দায়ী আমাদের ত্বকের গন্ধ। ত্বকের গন্ধের পার্থক্যের কারণে ওই লোকজন মশাদের জন্য ধারাবাহিকভাবে বেশি আকর্ষণীয়। একটি নতুন গবেষণাতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে যে মশারা কিছু নির্দিষ্ট লোককে লক্ষ্যবস্তু করতে পারে, বাকিদের তুলনামূলকভাবে অক্ষত রেখে যায়। গবেষণায় রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যায় যে মশার প্রতি অত্যন্ত আকর্ষণীয় লোকেরা তাঁদের ত্বকে উল্লেখযোগ্যভাবে বেশি ফ্যাটি অ্যাসিড তৈরি করেন। এই অ্যাসিডগুলি ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজিং স্তরের অংশ। বিভিন্ন মানুষের মধ্যে এই অ্যাসিড তৈরির পরিমাণ বিভিন্ন হয়। আর মশারা সেটাই পার্থক্য করতে পারে। আমাদের শরীর থেকে নির্গত ওই অ্যাসিডের একটি অনন্য গন্ধ মশাদের আকর্ষণ করে। তাই অনেক জনের মাঝে কিছু লোককে মশার কামড় বেশি খেতে হয়।

আরও পড়ুন: Diabetic Stroke: সুগার বেশি থাকলে হতে পারে ব্রেন স্ট্রোকও, লক্ষণ জেনে আগেই সতর্ক হোন

গবেষণার ফলাফল সেল জার্নালে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে যে মস্ত মানুষের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিডের উচ্চ মাত্রা থাকে, তাঁদের প্রি খুব বেশি আকৃষ্ট হয় মশা। গবেষণার পরীক্ষায় এডিস ইজিপ্টি মশা ব্যবহার করা হয়েছিল। যা জিকা এবং ডেঙ্গুর মতো রোগ ছড়ায়।

POST A COMMENT
Advertisement