কেন এক্স-র নাম বা জন্ম তারিখকেই পাসওয়ার্ড করেন বেশিরভাগজন, জানুন

অনেক সময়ই দেখা যায় বহু মানুষ নিজেদের এক্স-এর নাম বা এক্স-এর জন্ম তারিখ পাসওয়ার্ডে ব্যবহার করছেন। কিন্তু, আদতে এই অভ্যাস সুরক্ষিত নয়।

Advertisement
কেন এক্স-র নাম বা জন্ম তারিখকেই পাসওয়ার্ড করেন বেশিরভাগজন, জানুনএক্স-র নাম, জন্ম তারিখই পাসওয়ার্ড
হাইলাইটস
  • প্রাক্তন প্রেমিকা বা প্রেমিকের নাম পাসওয়ার্ড হিসেবে রাখার ৩টি কারণ রয়েছে।
  • যখন কেউ সম্পর্কের খুব কাছের হয়, তখন তার নাম মনের গভীরে গেঁথে যায়।
  • পাসওয়ার্ড তৈরি করার সময়, যুক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে কাজ করা হয়

পাসওয়ার্ডের মতো একটি জিনিস সবসময়ই অত্যন্ত পার্সোনাল হিসেবে বিবেচিত হয়। কিন্তু অনেক সময়ই দেখা যায় বহু মানুষ নিজেদের এক্স-এর নাম বা এক্স-এর জন্ম তারিখ পাসওয়ার্ডে ব্যবহার করছেন। কিন্তু, আদতে এই অভ্যাস সুরক্ষিত নয়। আর কেউ নিজেদের পাসওয়ার্ড হিসেবে এক্স-এর নাম কেনই বা ব্যবহার করেন? আসলে এর পিছনেও রয়েছে মনোবিজ্ঞান। পুরো বিষয়টি কী, তা বুঝে নেওয়া যাক।

প্রাক্তন প্রেমিকা বা প্রেমিকের নাম পাসওয়ার্ড হিসেবে রাখার ৩টি কারণ রয়েছে। আজতক পডকাস্ট বলছে ব্যাপারটি খুবই সহজ। পাসওয়ার্ড শুধুমাত্র প্রযুক্তিগত বিষয় হলেও, যখন কেউ পাসওয়ার্ড সেট করেন তখন আবেগের বশেও সিদ্ধান্ত নেন। যখন কেউ সম্পর্কের খুব কাছের হয়, তখন তার নাম মনের গভীরে গেঁথে যায়। এমনকি বিচ্ছেদের পরেও সেই নামটি তাৎক্ষণিকভাবে মনে থাকে। তাই অনেকেই সহজে মনে পড়ার কারণে পাসওয়ার্ডে প্রাক্তনের নাম ব্যবহার করেন। সহজ কথায় বলতে গেলে, পাসওয়ার্ড তৈরি করার সময়, যুক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে কাজ করা হয় তাই স্মৃতির সঙ্গেই পাসওয়ার্ডে এক্স-এর নাম চলে আসে।

বিশেষজ্ঞরা বলেন, মস্তিষ্ক অটো পাইলট মোডে থাকলেও মানুষ সাধারণ ভাবে এক্স-এর নাম বা জন্ম তারিখ ভোলে না। কারণ সেটি তাঁর মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ফলে পাসওয়ার্ড ব্যবহারকারী মনে করেন, এই বিশেষ শব্দ বা তারিখ তিনি কখনও ভুলবেন না। তাই এই পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতা দেখা যায়। 

অনেকে আবার বলে থাকেন, আসলে বহু মানুষই গোপনে এক্স-এর নাম মনে রাখতে চায়। সেই কারণেই ইচ্ছাকৃত ভাবে পাসওয়ার্ডে তাঁদের নাম ধরে রাখেন। এরমাধ্যমে তাঁরা একধরনের তৃপ্তি অনুভব করেন।

মনোবিজ্ঞানীরা বলছেন, পাসওয়ার্ড সাধারণত অটোমেটিক মোডে মনে আসা জিনিসগুলির মাধ্যমে তৈরি। যেমন কারও নাম, কোনও পুরানো ক্রাশ, বা জন্মদিন সংক্রান্ত কোনও স্মৃতি। মানুষ দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে একই জিনিস ব্যবহার করে। তাই প্রাক্তনের নাম স্মৃতির পেশির মতো হয়ে যায় এবং ব্রেকআপের পরেও সহজে বিষয়টি ভোলা যায় না। তাই মানুষ এটিকেই পাসওয়ার্ড হিসেবে দিয়ে রাখেন।

Advertisement

এক্স-এর নাম পাসওয়ার্ড হিসেবে রাখা কি সুরক্ষিত?

সাইবার বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, এক্স-এর নাম বা তার জন্ম তারিখ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। সোশ্যাল মিডিয়া থেকে যে কোনও ব্যক্তি এক্স-এর নাম বা জন্ম তারিখ জানতে পারে। তাই এটি পাসওয়ার্ড হিসেবে রাখা বোকামি। 

POST A COMMENT
Advertisement