Winter Clothes Care: শীতের পোশাক ব্যবহারের আগে এই কাজগুলি করতেই হবে

শীত (Winter 2022) প্রায় পড়ে গিয়েছে, তবে এখনও জাঁকিয়ে পড়েনি। এবার আলমারি থেকে শীতের পোশাক (Winter Clothes), অর্থাৎ লেপ, কম্বল, চাদর, সোয়েটার ইত্যাদি বের করার সময় এসে গিয়েছে। তবে এসব ব্যবহার করার আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে।

Advertisement
শীতের পোশাক ব্যবহারের আগে এই কাজগুলি করতেই হবেশীতের পোশাকের যত্ন
হাইলাইটস
  • লেপ-কম্বল, চাদর থেকে ভ্যাপসা গন্ধ বের হয়
  • উলের তৈরি সোয়েটার বা অন্য জামা-কাপড় কেচে নিতে হবে

শীত (Winter 2022) প্রায় পড়ে গিয়েছে, তবে এখনও জাঁকিয়ে পড়েনি। এবার আলমারি থেকে শীতের পোশাক (Winter Clothes), অর্থাৎ লেপ, কম্বল, চাদর, সোয়েটার ইত্যাদি বের করার সময় এসে গিয়েছে। তবে এসব ব্যবহার করার আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। বছর খানেক ধরে আলমারিতে তুলে রাখার কারণে শীতের জামা-কাপড় কুঁচকে যায়। এ ছাড়াও লেপ-কম্বল, চাদর থেকে ভ্যাপসা গন্ধ বের হয়। শীতে তাই এ সব ব্যবহার করার আগে বিশেষ যত্নের (Winter Clothes Care) প্রয়োজন।

সোয়েটার: পরার আগে উলের তৈরি সোয়েটার বা অন্য জামা-কাপড় কেচে নিতে হবে। তাতে বাজে গন্ধ চলে যাবে। তবে কাচার পর উলের জামা কাপড় রোদে শুকোতে দিতে হবে না। এতে রং চটে যাবে।

চামড়ার জ্যাকেট: চামড়ার জ্যাকেট আবার জলে ধুলে হবে না। বরং হালকা রোদে রেখে ভাল করে ঝেরে নিতে হবে। পুরো শীতকালে জ্যাকেট হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে। ব্যবহারের আগে চেন ঠিক আছে কি না দেখে নিতে হবে।

কাশ্মীরি ও সাধারণ উলের চাদর: এগুলো ব্যবহারের আগে রোদ লাগিয়ে নিতে হবে। কাশ্মীরি চাদরে জল ঠেকালে হবে না। বরং ড্রাইওয়াশ করাতে হবে।

লেপ-কম্বল-কাঁথা: লেপ-কম্বল কাচাকাচি করার পরিবর্তে রোদে রেখে দিতে হবে কয়েক ঘণ্টা। তাতে ভ্যাপসা গন্ধ চলে যাবে। পুরো শীতকালে মাঝেমাঝেই এই সব জিনিসকে রোদ খাওয়াতে হবে। তাতে ভাল থাকবে। লেপের কাভার মাঝেমধ্যেই জলে ধুয়ে নিতে হবে।

মোজা, মাফলার ও টুপি: শীতে সোয়েটার, চাদরের মতোই গুরুত্বপূর্ণ মোজা, মাফলার ও টুপি। বেশি ময়লা হয় মোজা ও মাফলার। কাজেই এগুলি ব্যবহার করার আগে হালকা গরম জলে কেচে নিতে হবে। প্রয়োজনে ডিটারজেন্ট ব্যবহার করা যেতে পারে।

 

POST A COMMENT
Advertisement