October Best Visit Place Of India: ঘোরার জন্য সবচেয়ে ভাল ও সুন্দর মাস হল অক্টোবর। এই সময় গরম তেমন থাকে না। মনোরম ফুরফুরে আবহাওয়া থাকে। ভারতের কোনও এলাকাতেই খুব গরম থাকে না। শীতের প্রাক্কালে বলে ফুরফুরে আবহাওয়া থাকে। তাই ঘুরতে গেলে দারুণ আনন্দ হয়। এই সময় নবরাত্রি, দুর্গাপুজো, দিওয়ালি, রামনবমীর ছুটি থাকে। ফলে ছুটি পেতেও খুব একটা অসুবিধা হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছ, ঘোরার তো অনেক জায়গা আছে। আপনি কোথায় যাবেন? আপনাকে তেমন কয়েকটি জায়গার খোঁজ দিচ্ছি। দুর্দান্ত লোকেশন এবং ছুটি কাটানোর আদর্শ জায়গা।
আগ্রা (Agra)-দুনিয়ার সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আগ্রার তাজমহল জগৎ বিখ্যাত> যমুনা নদীর তীরে তাজমহলের নাম পৃথিবীর প্রায় সমস্ত মানুষ তার ট্রাভেল লিস্টে রাখেন। আগ্রা ঘুরতে চাইলে সবচেয়ে ভালো সময় অক্টোবর-নভেম্বর। আপনি যদি তাজমহল ছাড়া আগ্রাফোর্ট, জামা মসজিদ, মেহতাব বাগ, আকবরের মকবড়া (সিকন্দরা), ফতেপুর সিক্রি ঘুরতে পারেন।
কলকাতা (Kolkata) -ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে কলকাতা ঘুরতে যেতে পারেন। অক্টোবরের মাসে ধুমধামে দুর্গাপূজা হয় যা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে চিহ্নিত হয়েছে। এই মহোৎসবের সময়ের কলকাতার তথা পশ্চিমবঙ্গের চেহারা অন্য রকম হয়ে যায়। যারা জীবনে অন্তত একবার এই অভিজ্ঞতা নিতে না পারলে পর্যটক তকমা বৃথা। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল, কালীঘাট মন্দির, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, রবীন্দ্রনাথের জন্মভূমি, সহ নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি ও অন্যান্য সৌধ দেখতে পাবেন।
ঋষিকেশ(Rishikesh)- অক্টোবর মাসে আপনি ঋষিকেশ ঘোরার জন্য যেতে পারেন> এখানে গঙ্গা নদীর পাড়ে বসে ঠান্ডা হওয়ার আনন্দ নেওয়া যেতে পারে> সঙ্গে এখানে গিয়ে আপনি ফ্রেশ এবং রিলাক্স অনুভব করবেন> এখানে আপনি বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার এক্টিভিটিজও করতে পারেন। নীলকন্ঠ, মহাদেব মন্দির, রামঝুলা, লক্ষণ ঝুলা, জানকী পুল, নির্ভর ঝরনা, ঋষিকুন্ড, স্বর্গ আশ্রম, বিটলস আশ্রম এবং ত্রিবেনী সঙ্গম ঘাট এখানকার অন্যতম আকর্ষণ।
দার্জিলিং(Darjeelling) -দার্জিলিঙে গোটা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। গোটা শহরটাই হেরিটেজ। পশ্চিমবঙ্গের এই জায়গায় ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন তথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন ঘুম রয়েছে। এখানে অক্টোবর মাসে ঘোরার জন্য অত্যন্ত আরামদায়ক আবহাওয়া রয়েছে। এখানে আপনি জুলজিক্যাল পার্ক, রক গার্ডেন, পিস প্যাগোডা, টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দেখতে পাবেন। এছাড়া টয়ট্রেন এবং রোপওয়ে চড়ে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন।
হাম্পি (Hampi)- কর্ণাটকের হাম্পি শহরের নাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নথিবদ্ধ রয়েছে এই শহর নিজের প্রাচীন মন্দির স্মারক আপত্তের জন্য জনপ্রিয় ঐতিহাসিক গুলি এক্সপ্লোর করতে চাইলে হাম্পি একদম সঠিক জায়গা। এখানে আপনি বিরূপাক্ষ মন্দির, হনুমান মন্দির, নদীর কিনারে অবস্থিত খন্ডহর, কুইন্স বাথ এবং লক্ষীনারায়ণ মন্দির এর মতো জায়গায় যেতে পারেন।