Advertisement
লাইফস্টাইল

Darjeeling Snowfall Prediction: বড়দিনেই দার্জিলিংয়ে বরফ পড়তে পারে? পূর্বাভাসে ব্যাপক ভিড়, হোটেল বুকিংয়ের হুড়োহুড়ি

 বড়দিন মানেই বছর শেষের আনন্দ
  • 1/10

আসছে ক্রিসমাস। বড়দিন মানেই বছর শেষের আনন্দ। আর বছর শেষকে স্মরণীয় রাখতে শীতের আদর মেখে ঘুরতে বেরিয়ে পড়েছেন। অনেকে ব্যাগ গোছানো শুরু করেছেন, ট্রেনে বা প্লেনে ওঠার অপেক্ষা। ছবি সৌজন্য: Pexels

বছর শেষের বেড়ানোর অন্যতম ডেস্টিনেশন দার্জিলিং
  • 2/10

পশ্চিমবঙ্গে শীতের আমেজে বছর শেষের বেড়ানোর অন্যতম ডেস্টিনেশন দার্জিলিং। এই মুহূর্তে পর্যটকে ঠাসা শৈলশহর। দার্জিলিং, সিকিম মুখী হাজার হাজার পর্যটক। সৌজন্য: Pexels

বড়দিনে দার্জিলিঙে বরফ পড়তে পারে
  • 3/10

পাহাড়ে শীতকালে যাওয়ার সবচেয়ে ভাল বিষয় হল, আকাশ একেবারে ঝকঝকে থাকে। বৃষ্টি, ধস নামার ভয় নেই। এখন প্রশ্ন হল, দার্জিলিঙে কি আগামী কিছুদিনের মধ্যে স্নোফল বা বরফ পড়তে পারে? সৌজন্য: Pexels

Advertisement
বড়দিনের আগেই বরফ পড়ার সম্ভাবনা
  • 4/10

বস্তুত, ২৫ ডিসেম্বর বা বড়দিনের আগেই দার্জিলিঙে স্নোফলের একটি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন IMD-র গ্যাংটকের অধিকর্তা গোপীনাথ রাহা। কয়েক দিন আগেই তিনি জানান, সিকিম ও দার্জিলিঙে বড়দিনের আগেই বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।  সৌজন্য: Pexels

দার্জিলিং, সিকিমে পর্যটকদের বুকিংও বেড়ে গিয়েছে
  • 5/10

হাওয়া অফিসের পূর্বাভাসের পরেই দার্জিলিং, সিকিমে পর্যটকদের বুকিংও বেড়ে গিয়েছে। গত সপ্তাহে IMD-র গ্যাংটকের অধিকর্তা গোপীনাথ রাহা বলেছিলেন, 'বড়দিনে সিকিম ও দার্জিলিংয়ে স্নোফলের সম্ভাবনা রয়েছে। মাঝের ১৫ দিনে অনেক পরিবর্তন হতে পারে, তবে এখনও পর্যন্ত ক্রিসমাসের দিন তুষারপাতের আভাস মিলছে।' সৌজন্য: Pexels

কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে
  • 6/10

দার্জিলিঙে আকাশ এখন একদম ঝকঝকে। রোদ ঝলমলে। কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকী ডুয়ার্স থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে। সৌজন্য: Pexels
 

পর্যটকদের তো পোয়াবারো
  • 7/10

তার উপর দার্জিলিঙে স্নোফলের পূর্বাভাসে পর্যটকদের তো পোয়াবারো। স্নোফল দেখতে ও উপভোগ করতে দেদার হোটেল, হোমস্টে বুকিং চলছে দার্জিলিং ও সিকিমে। সৌজন্য: Pexels
 

Advertisement
পুজোর ছুটির ক্ষতিপূরণের আশা
  • 8/10

বস্তুত, দুর্গাপুজোর ছুটিতে এ বছর দার্জিলিঙে পর্যটকরা যাননি। ২০২৫ সালে অতিবৃষ্টি, ভয়ঙ্কর ধস ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দার্জিলিং। বহু পর্যটক গিয়ে বিপদেও পড়েছিলেন। আটকে গিয়েছিলেন দিনের পর দিন। গোটা দার্জিলিং, সিকিমজুড়ে একেবারে ধ্বংসলীলা চলেছিল। সৌজন্য: Pexels
 

ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে দার্জিলিং ও সিকিম
  • 9/10

সেই সময় ব্যাপক ক্ষতি হয়েছে দার্জিলিঙের পর্যটন শিল্পে। অনেক হোটেল, হোমস্টে ভেঙে গিয়েছিল বৃষ্টি ও ধসের জেরে। সেই সব দুঃসহ সময় কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে দার্জিলিং। তাই শীতের ছুটিতে সেই সব ক্ষতি পূরণ হয়ে যাবে বলেই মনে করছেন হোটেল মালিকরা। সৌজন্য: Pexels


 

দার্জিলিঙে হোটেল বুকিংয়ের হুড়োহুড়ি
  • 10/10

জানা যাচ্ছে, ইতিমধ্যেই বড়দিনে স্নোফলের পূর্বাভাসের খবরে দার্জিলিঙে হোটেল বুকিংয়ের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। সৌজন্য: Pexels

Advertisement