
আসছে ক্রিসমাস। বড়দিন মানেই বছর শেষের আনন্দ। আর বছর শেষকে স্মরণীয় রাখতে শীতের আদর মেখে ঘুরতে বেরিয়ে পড়েছেন। অনেকে ব্যাগ গোছানো শুরু করেছেন, ট্রেনে বা প্লেনে ওঠার অপেক্ষা। ছবি সৌজন্য: Pexels

পশ্চিমবঙ্গে শীতের আমেজে বছর শেষের বেড়ানোর অন্যতম ডেস্টিনেশন দার্জিলিং। এই মুহূর্তে পর্যটকে ঠাসা শৈলশহর। দার্জিলিং, সিকিম মুখী হাজার হাজার পর্যটক। সৌজন্য: Pexels

পাহাড়ে শীতকালে যাওয়ার সবচেয়ে ভাল বিষয় হল, আকাশ একেবারে ঝকঝকে থাকে। বৃষ্টি, ধস নামার ভয় নেই। এখন প্রশ্ন হল, দার্জিলিঙে কি আগামী কিছুদিনের মধ্যে স্নোফল বা বরফ পড়তে পারে? সৌজন্য: Pexels

বস্তুত, ২৫ ডিসেম্বর বা বড়দিনের আগেই দার্জিলিঙে স্নোফলের একটি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন IMD-র গ্যাংটকের অধিকর্তা গোপীনাথ রাহা। কয়েক দিন আগেই তিনি জানান, সিকিম ও দার্জিলিঙে বড়দিনের আগেই বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। সৌজন্য: Pexels

হাওয়া অফিসের পূর্বাভাসের পরেই দার্জিলিং, সিকিমে পর্যটকদের বুকিংও বেড়ে গিয়েছে। গত সপ্তাহে IMD-র গ্যাংটকের অধিকর্তা গোপীনাথ রাহা বলেছিলেন, 'বড়দিনে সিকিম ও দার্জিলিংয়ে স্নোফলের সম্ভাবনা রয়েছে। মাঝের ১৫ দিনে অনেক পরিবর্তন হতে পারে, তবে এখনও পর্যন্ত ক্রিসমাসের দিন তুষারপাতের আভাস মিলছে।' সৌজন্য: Pexels

দার্জিলিঙে আকাশ এখন একদম ঝকঝকে। রোদ ঝলমলে। কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকী ডুয়ার্স থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে। সৌজন্য: Pexels

তার উপর দার্জিলিঙে স্নোফলের পূর্বাভাসে পর্যটকদের তো পোয়াবারো। স্নোফল দেখতে ও উপভোগ করতে দেদার হোটেল, হোমস্টে বুকিং চলছে দার্জিলিং ও সিকিমে। সৌজন্য: Pexels

বস্তুত, দুর্গাপুজোর ছুটিতে এ বছর দার্জিলিঙে পর্যটকরা যাননি। ২০২৫ সালে অতিবৃষ্টি, ভয়ঙ্কর ধস ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দার্জিলিং। বহু পর্যটক গিয়ে বিপদেও পড়েছিলেন। আটকে গিয়েছিলেন দিনের পর দিন। গোটা দার্জিলিং, সিকিমজুড়ে একেবারে ধ্বংসলীলা চলেছিল। সৌজন্য: Pexels

সেই সময় ব্যাপক ক্ষতি হয়েছে দার্জিলিঙের পর্যটন শিল্পে। অনেক হোটেল, হোমস্টে ভেঙে গিয়েছিল বৃষ্টি ও ধসের জেরে। সেই সব দুঃসহ সময় কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে দার্জিলিং। তাই শীতের ছুটিতে সেই সব ক্ষতি পূরণ হয়ে যাবে বলেই মনে করছেন হোটেল মালিকরা। সৌজন্য: Pexels

জানা যাচ্ছে, ইতিমধ্যেই বড়দিনে স্নোফলের পূর্বাভাসের খবরে দার্জিলিঙে হোটেল বুকিংয়ের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। সৌজন্য: Pexels